Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ : রামদেব বাবা কো গুসসা কিঁউ আতা হ্যায়?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১০:১৫:০০ পিএম
  • / ৫১৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

আমাদের দেশে নির্লজ্জ, ৪২০ বাবাদের কমতি কোনওদিনই ছিল না৷ ইন ফ্যাক্ট পৃথিবীতে বারে বারে, বিভিন্ন দেশে এইসব বাবাজি মাতাজিদের দেখা গিয়েছে৷ তাদের কয়েকজনকে আমরা চিনি জানি৷ বহু এমন আছে যাঁদের স্বরূপ এখনও প্রকাশ হয়নি৷ এইসব বাবাজি মাতাজিদের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে রাখা কমন জিনিসগুলো হল, এনাদের বাক চাতুর্যে, এনাদের বিভিন্ন কারসাজি আর কাজকর্মে মানুষের আস্থা আছে, বহু মানুষের আছে, চোখের সামনে এরা মানুষ ঠকায়, মানুষ ঠকতে পছন্দ করে৷ তাই ঠকে, বার বার ঠকে, এঁদের আকর্ষনীয় ব্যক্তিত্ব বা আকর্ষনীয় কিছু কার্যকলাপ এই বিশ্বাসের মূলে আছে, যার প্রায় সবটাই পারসেপশন, ধারণা।

রাশিয়ার পুতিনকে চেনেন৷ কিন্তু ওনার বহু আগে ওই রাশিয়াতেই এক রাসপুটিন ছিল৷ কেবল কিছু প্রজা নয়, স্বয়ং জারিনাও মনে করতেন, তাঁর অসুস্থ ছেলের প্রাণ ওনার হাতেই আছে৷ তার পূর্ণ সুযোগ নিয়ে সেই রাসপুটিন দেশের রাজনৈতিক ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়াতেন অনায়াসে, এমন ৪২০ ইউরোপ আমেরিকাতেও ছিল, কিছু এখনও আছে, কিন্তু শিক্ষা আর সামাজিক অগ্রগতি, ধনতন্ত্রের, পুঁজির বিকাশের সঙ্গে সঙ্গে তাদের রমরমা বাজার কমেছে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব।

কিন্তু ভারতবর্ষে একেই ছিল এক আধখ্যাঁচড়া সমাজ৷ যার কিছুটা পুঁজিবাদি অর্থনীতি চালিত, অনেকটা সামন্ততান্ত্রিক ধ্যান ধারণার ফসল৷ যেখানে জিনস টপ পরিহিত এক মহিলা অনায়াসে স্বামীর কল্যাণে কড়ওয়া চৌত পালন করে, সারাদিন না খেয়ে, চাঁদ দেখার অপেক্ষায় থাকে৷ এক আইটি সেক্টরের কর্তা তারকেশ্বরের ফুল প্রসাদ এনে প্রোজেক্ট শুরু করেন, এখন তো দেশের প্রধানমন্ত্রী ৫০টা ক্যামেরা লাগিয়ে, গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ হয়ে এক মণ দুধ ঢেলে দেন শিবলিঙ্গে৷ এক আজব সমাজ যেখানে অসুস্থ পুত্রের চিকিৎসার জন্য এমআরআই করার আগে কালিঘাটে মানত করা হয়, রোগ কিসে সারবে তার ভরসা না ডাক্তারের, না রোগীর আছে।

তো সেই সমাজে যে বাবাজি মাতাজিদের রমরমা বাজার থাকবে, তা তো স্বাভাবিক। তাদের মধ্যে অন্তত ডজন খানেক গুরুজী, তাঁদেরই ভক্তদের ধর্ষণের অভিযোগে জেলে আছেন, না অভিযুক্ত নয় দন্ডিত, তাদেরই আবার রাষ্ট্র নরেন্দ্র মোদির সরকার জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা দেয়, ভক্তরা জয়ধ্বনি দেয়, জেলের বাইরে দেখতে পেলে দন্ডবৎ প্রণাম করে৷ সেই ভক্তরাই হায়দরাবাদে অভিযুক্ত ধর্ষকদের, পুলিশ ফেক এনকাউন্টারে গুলি করে মারলে দু হাত তুলে সমর্থন করে৷ ৪২০ গুরুজি মাতাজিদের অপার ধন সম্পত্তি, টিভি চ্যানেলে রোজ মুখ দেখা যায়, আগে কখনও সখনও, বিশেষ এক আধজনের সঙ্গে তাদের ছবি দেখা যেত, এখন গোটা মন্ত্রিসভাকেই দেখা যায়, এটাই আপাতত পার্থক্য।

সেই তালিকায় এক বাবাজি আছেন, যিনি যোগ শেখাবেন বলে মাঠে নেমেছিলেন৷ তারপর সামাজিক ন্যায়, দুর্নীতিমুক্ত ভারত, আর এখন? দেশের অন্যতম বড় কর্পোরেট প্রতিষ্ঠান, নিজের ব্যক্তিগত সম্পদের যে হিসেব তিনি নিজেই দিয়েছেন, তার পরিমাণ ১৪০০ কোটি টাকা৷ তিনি নাকি সন্ন্যাসী৷ তাঁর কোম্পানি পতঞ্জলির সম্পদ ৩০০০ কোটি টাকার৷ চমকে উঠবেন না, এই হিসেব ২০২০র, তারপর গঙ্গা, যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে।

এক আশ্চর্য দেশ আমাদের এই ভারতবর্ষ, যার পুরাণকাহিনী বলছে মা সীতা গেরুয়া বসন পরা রাক্ষস রাবণকে সন্ন্যাসীই মনে করেছিলেন, বিশ্বাস করেছিলেন৷ বাবা রামদেব তো তুচ্ছ। ২০১৩, দেশ জুড়ে মূল্যবৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারে, কেজরিওয়ালদের ইন্ডিয়া এইগেন্সট কারাপশন আন্দোলন চলছে, সেই সময়ে বাবা রামদেবকে অনশন মঞ্চে দেখা গ্যালো, এতদিন কপাল ভাতি, অনুলোম বিলোম শেখাতেন, এখন রাজধর্ম, মূল্যবৃদ্ধি, দূর্নীতি ইত্যাদির কথা বলছিলেন, আন্দোলনকারীদের মধ্যে একমাত্র গেরুয়া বসন, মিডিয়ার আলোও পড়েছিল, চ্যানেলে চ্যেনেলে বলছিলেন, সেই সরকার চাই, যারা মানুষকে ৪০ টাকা লিটার পেট্রল দেবে, যারা এক দুর্নীতি মুক্ত দেশ দেবে, যারা চাকরি দেবে, যারা রোটি কপড়া মকানের ব্যবস্থা করবে, লোকে যোগে বিশ্বাস করে, মানুষজন গেরুয়া পরিহিত রাবণকেও বিশ্বাস করে, এখানে তো রামদেব, ওনাকে বিশ্বাস করলো, ওনার পতঞ্জলিকে বিশ্বাস করলো, ওনার প্রডাক্টের ওপর ভরসা রাখলো।

সরকার বদলালো, ওনার সম্পত্তি বাড়লো, সম্পদ বাড়লো, সরকারের পেয়ারের মানুষ যাতে হাত দিচ্ছেন, তাই সোনা। মার্চ ২৫ শে লকডাউন হলো করোনা আটকাতে, মানে আমাদের দেশ টের পেলো যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তিন মাসের মাথায় পতঞ্জলির বাবা রামদেব, করোনার ওষুধ বের করে সাংবাদিক সম্মেলন করে ফেললেন।

এমন একটা সময়ে, যখন সারা পৃথিবীতে এক কোটির মত আক্রান্ত, সারা ভারতে সাড়ে চার লাখের মত আক্রান্তের খবর পাওয়া গেছে। সারা পৃথিবী জুড়ে যত বড় বড় বৈজ্ঞানিকরা আছেন, তারা এই রোগের ওষুধ, ভ্যাক্সিন বার করার জন্য ২৪ ঘন্টা কাজ করছেন। অনেক জায়গাতেই প্রাথমিক কিছু সাফল্য পাওয়া গেছে, কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করছেন না, কারণ একটা ওষুধকে বাজারে ছাড়ার আগে বহু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তার বিভিন্ন ধাপ আছে, তারপর তাকে ওষুধ বলে ঘোষণা করা যায়। কিন্তু ওই যে, পয়সা আর ক্ষমতা থাকলে, আইনকে কলা দেখানো তো বাঁয়ে হাত কা খেল। তাই বাবা রামদেব সাংবাদিক ডেকে জানিয়ে দিলেন তাঁরা, ওষুধ বের করে ফেলেছেন, কেউ কেউ ৩ দিনে আর বাকিরা ৭ দিনে সুস্থ হয়ে যাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে দেখালেন সেই ওষুধের প্যাকেট, করোনিল। খেলেই সেরে যাবে করোনা। লোকটাকে অ্যারেস্ট করা উচিত, জেলে পোরা উচিত, ওষুধ নিয়ে এই সময়ে এরকম বজ্জাতি করার জন্য, তা না করা আয়ুস থেকে বলা হয়েছে ক্লিনিকাল ট্রায়ালের রিপোর্ট পাঠান, বলা হয়েছে এই ওষুধ এখন বিক্রি করতে পারবে না। তাতে বয়ে গিয়েছে, কাল পরশু থেকে, পতঞ্জলির হাজার একটা দোকানে রাখা থাকবে এই ওষুধ৷ মৃত্যু ভয়ে মানুষ কিনবে৷ মরলে মরবে৷ বাঁচলে জয় বাবা রামদেবের জয়।

একটা ওষুধ আবিস্কার করে, তাকে বাজারে আনতে বছর কেটে যায়। খুব সাধারণ ভাবেও, একটা নতুন ওষুধ আবিস্কার আর বাজারে আনার মধ্যের সময় ৯ থেকে ১০ মাস। বাবা রামদেব বুলেট ট্রেনে বসে করোনার ওষুধ বার করে বাজারেও এনে ফেললেন, তার সাংবাদিক সম্মেলনও হয়ে গেল। আয়ুস কেবল জানিয়েছে, তাদের কাছে কোনও ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট নেই, অথচ উনি সবার সামনে এই ওষুধে করোনা ৩ দিন কি বড়জোর সাত দিনে সেরে যাবে বলে ঘোষণাও করে দিলেন।

কোনও রোগ সেরে যাবে এমন ওষুধ, যার ক্লিনিকাল ট্রায়াল হয় নি, তার বিজ্ঞাপণ করা শাস্তিযোগ্য অপরাধ। ফাঁক আছে, তার সুযোগ বাবা রামদেব এতদিন নিয়েছেন, ইমিউনিটি বুস্টার, শরীরে রোগ আটকাতে চেষ্টা করে, এরকম বলে হাজার একটা ওষুধ উনি বিক্রি করেন, যার গুণাগুণ কেউই জানে না। ঠাকুর দালানে চন্নোমেত্ত বা মাজারে জলপড়ার মতই প্রমাণ বিহীন ওষুধ, কিন্তু এতদিন সেগুলোকে ওষুধ বলা হয় নি, আমলা রস, খেলে চোখ ভালো হবে, কিন্তু আইন বাঁচিয়ে, ওষুধ বলা হয় নি। এবার তা নয় বাবা রামদেব সাংবাদিক সম্মেলনে পরিস্কার বলেছেন, এই ওষুধে করোনা সেরে যাবে।

আমি জানি বাবা রামদেবকে জেলে পোরা হবে না৷ গ্রেফতার করা হবে না৷ দেশ শুদ্ধু মানুষের করোনা আতঙ্ককে ব্যবহার করে তিনি কোটি কোটি টাকা ব্যবসা করছেন, করবেন। আইন তার কাছে গলফ বল৷ তিনি সপাটে মারবেন, তাঁর ইচ্ছে মতো। মানুষ মরলে মরবে, বাঁচলে বাঁচবে। ওনার উপার্জিত কোটি কোটি টাকার, কিছু অংশ নিশ্চয়ই বিতরণ হবে, আইন পুজোর অঙ্গ হিসেবেই।

যাঁর নিজের চোখ পিটপিট করা, যা সাধারণ এমবিবিএস ডাক্তারও জানে স্নায়বিক দুর্বলতা, তার চিকিৎসা যিনি এতদিনেও করে উঠতে পারেননি, তাঁর দোকান থেকে সারা ভারতে হাজার একটা ওষুধ বের হচ্ছে, মানুষের বিশ্বাস নিয়ে খোলা বাজারে তামাশা হচ্ছে, কেউ কিচ্ছুটি বলবে না। সেই তিনি হঠাৎ রেগে আগুন তেলে বেগুন। কেন? কারণ সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছেন, কী প্রশ্ন? আপনিই তো বলেছিলেন যে সরকার ৪০ টাকা লিটার পেট্রোল বিক্রি করবে, সেই সরকার আসছে, তো এখন দাম ১০০ ছাড়িয়েছে, আপনি কেন কিছু বলছেন না? বলছেন তো নাই, উলটে আগের টুইট ডিলিট করছেন, পর পর এইসব প্রশ্ন শুনে, তিনি প্রথমে বললেন, বলেছিলাম তো কী হয়েছে, এখন বলছি না, যা করার করে নে, হ্যাঁ তুই তোকারিতে নেমে এলেন, তারপর বললেন, এরকম প্রশ্ন করলে ভাল হবে না বলে দিচ্ছি, নিন শুনুন।

১৮০ ডিগ্রি ডিগবাজী খেয়ে, বাবা রামদেব এখন তেলের দাম বাড়ানোর স্বপক্ষে সওয়াল করছেন, প্রশ্ন করলে বমকে যাচ্ছেন, ১৫ দিনে ১৩ বার পেট্রোল ডিজেলের দাম বাড়ল, সেদিনের প্রতিবাদী রামদেব বাবাজি এখন সরকারের দালালি করছেন, এই রাসপুটিনদের চিনুন, রাশিয়ায় রাসপুটিনের দেহ পাওয়া গিয়েছিল নদীর ধারে, ঘাড়ে আর গলায় গুলির চিহ্ন, জানা গিয়েছিল তেনার সহযোগীরাই তাঁর মৃত্যুর ছক কষেছিল, শেষের সেদিন বড্ড ভয়ঙ্কর ছিল রাসপুটিনের, দেশে দেশে রাসপুটিনরা গজায় বটে, কিন্তু শেষ পরিণতির খবর রাখে না, ইতিহাস একথাই বলে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

“৫ বছরে বদলে যাবে এই এলাকা,” বিরাট মন্তব‍্য সৌরভের
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ক্যালিফোর্নিয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন শুভশ্রী-রাজ!
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
৬ জেলায় সভাপতি নির্বাচন বিজেপির
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
শেয়ার বাজারে ষাঁড়ের দৌড়, সেনসেক্স, নিফটির আবার উত্থান
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
এক নিমেষে সোনা বিক্রি! চালু হল ‘গোল্ড এটিএম’, দেখুন ভিডিও
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
সৌরভকে পাশে নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস মুখ্যমন্ত্রীর
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Aajke | ব্রিগেডের মিটিং আর কমরেড সেলিমের মিথ্যে ভাষণ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’, বক্স অফিস কি বলছে! !
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
শালবনিতে উপস্থিত মুখ্যমন্ত্রী, দিদির প্রশংসা জিন্দল গোষ্ঠী
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ফার্স্ট বয়দের বিরুদ্ধে দলে বদল আনবে KKR?
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
পুলের জলে ডুব প্রিয়াঙ্কার
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
গোপনে বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’ খ্যাত নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ভারতে ভ্যান্স, তখনই মার্কিন সফরে নির্মলা সীতারামন, যাবেন পেরুতেও
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা! মিলল না পুলিশি অনুমোদন, দ্বারস্থ হাইকোর্টে
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team