মগরাহাট: আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট। সেই ছবি প্রশাসনের চোখে পড়তেই গ্রেফতার ইমরান খান নামে এক যুবক। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা ইমরান। তবে এখানেই শেষ নয়। ইমরানের সূত্র ধরে মগরাহাটের বিভিন্ন জায়গা থেকে মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস। এছাড়াও উদ্ধার হয়েছে দুটি কার্তুজ ও বেশ কয়েকটি তাজা বোমা। এই ঘটনায় আরও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিস।
পুলিস জানায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভঙ্গিমায় অস্ত্র নিয়ে ছবি পোস্ট করে ইমরান। সেই ছবি চোখে পড়তেই ডায়মন্ড হারবার থানার পুলিস গ্রেফতার করে ওই যুবককে। কীভাবে তার কাছে ওই বন্দুক পৌঁছল, তা এখনও জানতে পারেনি পুলিস। তবে তাদের প্রাথমিক ধারণা, কোনও বেআইনি অস্ত্রচক্রের সঙ্গে যুক্ত রয়েছে সে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, মগরহাটের বেশ কিছু জায়গায় বেআইনি অস্ত্রের কারবার চলছে। মগরাহাটের বিভিন্ন এলাকা থেকে আটটি আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ, তাজা বোমা উদ্ধার করে পুলিস। গ্রেফতার হয়েছে আরও দুই যুবক। তাদের জেরা করছে পুলিস।
আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ইমরান খান। নিজস্ব চিত্র।
সোশাল মিডিয়ায় বন্দুক হাতে ছবি পোস্ট করার ঘটনা এই নতুন নয়। কদিন আগেই মালদহের হরিশচন্দ্রপুরে বন্দুক হাতে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তৃণমূলের এক যুব নেতা। শুরু হয় রাজনৈতিক তরজা। প্রশ্ন ওঠে, তৃণমূল নেতার হাতে অস্ত্র কোথা থেকে এল। তবে তা পাখি মারার বন্দুক বলে দাবি করেন ওই তৃণমূল যুব নেতা।
আরও পড়ুন: Baharampur accident: কিশোর অপহরণ ঘিরে বাইক দুর্ঘটনার ঘনঘটা, মৃত ২