মহিষাদলঃ মহিষাদলের (Mahishadal) চক- দ্বারিবেড়িয়ায় গ্রামে ফতোয়া (Mahishadal Khap Panchayat) জারি করার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল ৫ জনকে। সোমবার রাতে গ্রাম কমিটির পাঁচজনকে গ্রেফতার করে মহিষাদল থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হলেন সুভাষচন্দ্র ঘোড়ই, শংকর প্রসাদ ঘোড়ই, তারকনাথ দাস, সঞ্জয় কুমার সাহু, শুভঙ্কর মাইতি।তাদের বিরুদ্ধে চক- দ্বারিবেড়িয়া গ্রামে এক প্রকার ফতোয়া জারি করার অভিযোগ উঠেছে।
গ্রামবাসীদের অভিযোগ, কোন সমস্যা হলে জানানও যায় না প্রশাসনকে। বদলে জানাতে হয় গ্রাম কমিটিকে। জমি-ঘর কিনতে গেলে বা বাড়িতে কোনও মাঙ্গলিক কিংবা পারলৌকিক কাজ করতে গেলেও বসতে হবে গ্রাম কমিটিকে নিয়ে! এমনকি গ্রামের কোনও ছেলে বিয়ে করে ঘরে বউ নিয়ে এলে অথবা গ্রামেরই কোনও মেয়ে যদি বাড়ি ছেড়ে চলে যায়, তবে সেসব বিষয়েও হস্তক্ষেপ করে গ্রাম কমিটি।জোরাজুরি কড়া হয় ধার্য চাঁদার নামে জরিমানা দিতে!
জানা গিয়েছে, সম্প্রতি চকদ্বারিবেড়িয়া গ্রাম কমিটির তরফেই খাপ পঞ্চায়েতের মতো একগুচ্ছ ফতোয়া জারি করা হয়৷ শুধু মৌখিক ভাবে ফতোয়া জারি নয়, সেগুলিকে ছাপিয়ে বাড়ি বাড়ি বিলি করা হয়। এমনকী গ্রামের বাড়ির দেওয়ালেও নোটিশ আকারে সেগুলো লাগিয়ে দেওয়া হয়।সেগুলি না মানলে জরিমানা দিতে হবে বলেও গ্রাম কমিটির তরফে জানানো হয়৷
আরও পড়ুন Petrol-Diesel Price Hike: ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের
দীর্ঘদিন ধরে চলে আসা এই ধরনের জুলুমবাজিতে ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের মনে। বিতর্কেরও সৃষ্টি হয়। এরপরই মহিষাদল থানার পুলিস তদন্তে নামে। গ্রেফতার করে ৫ জনকে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।
আরও পড়ুন Galsi Murder: স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদেই খুন যুবক, গলসিতে গ্রেফতার প্রতিবেশী