কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ধৃত গিয়াসউদ্দিনকে সোমবার বারাসত আদালতে তোলা হবে। পুলিস সূত্রে খবর, ৮ দিনের জন্য গিয়াসকে পুলিসি হেফাজতের আবেদন করা হবে। ভাইরাল হওয়া ভিডিয়োতে গিয়াসউদ্দিন ছাড়াও আরও বেশ কয়েকজন ছাত্রকে দেখা গিয়েছিল। তাঁরা কারা, এই মুহূর্তে কোথায় আছে সেই সমস্ত বিষয় তদন্ত করবে পুলিস।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করার ঘটনায় গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি, কটুক্তি, খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর (Giyasuddin Mondal) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো। সেই ঘটনায় রবিবার গ্রেফতার করা হয় ওই প্রাক্তন ছাত্রনেতাকে।
শনিবার ভাইরাল হয় এক ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যায়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University Controversy) উপাচার্যের ঘরে ঢুকে একেবারে তাণ্ডব চালাচ্ছে কয়েকজন প্রাক্তন ছাত্র। সেখানে উপাচার্যকে চড় মারার হুমকি ও অকথ্য ভাষায় গালাগালি দিতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি গিয়াসউদ্দিন মণ্ডলকে। সেখানে ছিলেন আরও কয়েকজন বহিরাগত। তাদের মধ্যে একজন ভিডিয়োটি করেছেন। কিন্তু তাদের মুখের ভাষা এতোটাই অশালীন, যা প্রকাশের অযোগ্য। ভিডিয়োতে প্রাণনাশের হুমকি দিতেও শোনা যায় উপাচার্যকে।
আরও পড়ুন: Maoists Poster: ফের মাওবাদী পোষ্টার জঙ্গলমহলে, ৮ এপ্রিল বাংলা বনধের ডাক
যদিও এই ঘটনায় তৃণমূলের ছাত্র পরিষদের যোগ মানতে নারাজ টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভিডিয়োতে যে ছেলেদের দেখা গিয়েছে, তাদের সঙ্গে দলের কোনও যোগ নেই। ২০১৭ সালেই দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা কেবল নিন্দনীয় নয়, তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার একটা চক্রান্ত।