কলকাতা টিভি ওয়েব ডেস্ক: বাংলা বনধের ডাক দিয়ে ফের মাওবাদী পোষ্টার পড়ল জঙ্গলমহলে। রবিবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার কাঁকো অঞ্চলের ভান্ডারপুর গ্ৰামে মাওবাদী পোস্টার পাওয়া যায়। স্পেশাল হোমগার্ডে ক্রিমিনালদের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং দুর্নীতি পরায়ন তৃনমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে আগামী ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়েছে মাওবাদীরা।
জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী পোষ্টার পাওয়ার ঘটনায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দীর্ঘ দশ বছর পর প্রশান্ত বোস গ্রেফতারের প্রতিবাদে মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়ে জঙ্গলমহলে। তারপর আবার ৮ এপ্রিলর ডাকা বনধে চিন্তিত প্রশাসন।
এর আগে জঙ্গলমহলে (Jangalmahal Maoists) আটক করা হয় দুই সন্দেহভাজন মাওবাদীকে (Maoists)। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কয়েকজন মাওবাদীর গতিবিধি ও কার্যকলাপের চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় কম্পিউটার, পেনড্রাইভ, মোবাইল, একাধিক লিফলেট ও বই। কম্পিউটারের হার্ডডিস্ক ও পেনড্রাইভ ফরেন্সিক টেস্টে পাঠানো হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির কল লিস্ট খতিয়ে দেখেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Arms Recover: অস্ত্র কারখানার হদিস এসটিএফের, ধৃত ৬
এক সময়ের মাওবাদীদের আঁতুরঘর ছিল দক্ষিণ বাঁকুড়ার একাধিক এলাকা। মাও নাশকতার নানান ঘটনার সাক্ষী বহন করে চলেছে জঙ্গলমহল। সরকার বদলানোর পর এক সময়ের অশান্ত জঙ্গলমহলে ফিরে আসে শান্তি। তবে মাঝে মাঝেই মাও নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায়।