রামপুরহাট: রামপুরহাট হত্যাকাণ্ডে কুমারড্ডা গ্রামে শেখলাল শেখের বাড়িতে সিবিআইয়ের (Rampurhat political violence) প্রতিনিধি দল। ওই গ্রামে উদ্ধার হওয়া দুটি টোটো এবং বাইক নিয়ে এদিন শেখলালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বিশেষ ক্যাম্পে নিয়ে গিয়ে রবিবার শেখলাল শেখকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর,তদন্তের স্বার্থে আবারও কুমারড্ডা গ্রামে যেতে পারেন সিবিআই (CBI) আধিকারিকেরা।
বগটুই হত্যাকাণ্ডের (Rampurhat Fire Deaths) ১১ দিনের মাথায় কুমারড্ডা গ্রাম থেকে উদ্ধার হয় দুটি টোটো এবং একটি মোটরবাইক। বগটুইয়ের পাশের গ্রাম কুমারড্ডা। সেই গ্রামের বাসিন্দা মনিরুল শেখের বাড়িতেই উদ্ধার হয়েছে এই দুটি টোটো এবং বাইক। হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্য শেখলাল শেখ ও মিহিলাল শেখ আগেই অভিযোগ এনেছিলেন, সেই রাতে ওই দুটি টোটো এবং বাইকে করেই পেট্রল, বোমা, বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল। তারপরেই অগ্নিসংযোগ করা হয়েছিল। আর হত্যাকাণ্ডের (Rampurhat Fire Deaths) পরে প্রমাণ লোপাটের জন্য গ্রাম থেকে সরিয়ে ফেলা হয় টোটো এবং মোটরবাইক।
শেখলাল শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। রবিবার। নিজস্ব চিত্র।
তদন্তের পর সিবিআইয়েরও একই ধারণা। তাদের দাবি, টোটো দুটির মালিক রানা শেখ এবং তাঁর ছেলে মিলন শেখ। স্থানীয় সূত্রের খবর, ওই দু’জন বগটুইয়ের বাসিন্দা। বগটুয়ের অগ্নিকাণ্ডের পরের দিন তাঁরা নিজেদের টোটো এখানে রেখে যায়। বলেন, ওই গ্রামে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দেওয়া হচ্ছে সেই কারণেই তাঁদের বাড়িতে রেখে যাওয়া হয়েছে। সেই তদন্তে রবিবার কুমারড্ডা গ্রামে গিয়ে মিহিলাল শেখকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই।