কলকাতা: আসানসোলের বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) সমর্থনকে ঘিরে কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অগ্নিমিত্রাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দেন মিঠুন। নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানান। অগ্নিমিত্রা প্রশংসা করেন। এই ফ্যাশন ডিজাইনার মানুষের জন্য কাজ করতে চান বলেও মন্তব্য করতে শোনা যায় মহাগুরুকে। মিঠুনের এই প্রচার ভিডিয়োর পরই মুখ খুলেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক।
মিঠুনকে নিশানা করতে ছাড়েননি কুণাল ঘোষ। রাজনৈতিক চাপে মিঠুন এমন কাজ করছেন বলে মন্তব্য করে কুণালের কটাক্ষ, লোকে দেখে শেখে, ঠেকে শেখে। কিন্তু মিঠুনদা তো দেখেও শিখছেন না, ঠেকেও শিখছেন না। মিঠুনদার রাজনৈতিক ভূমিকাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন।
ব্যক্তি মিঠুনের সঙ্গে বরাবরই ভাল সম্পর্ক কুণালের। সেই কথার সূত্র ধরে তৃণমূল মুখপাত্র বলেন, ব্যক্তি মিঠুনদাকে সম্মান করি। আপনাকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ মিঠুনের জাত গোখরো মন্তব্যকে কটাক্ষ করতেও ছাড়েননি কুণাল। তাঁর কথায়, আপনি আসলে রাজনীতিতে জলঢোঁড়া সাপ।
আরও পড়ুন: দলবদলুদের গুরুত্ব, বিজেপির জাতীয় কর্মসমিতিতে ঠাঁই মিঠুন-দীনেশের, আমন্ত্রিত রাজীবও
এদিন অগ্নিমিত্রার সমর্থনে মিঠুন তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, ‘আমি কথা বলছি আপনাদের মেয়ে, আপনাদের বোন, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের জন্য। তিনি চান মানুষের সেবা করতে, মানুষের পাশে দাঁড়াতে।’ এর পরই মিঠুনকে ‘উধাও বিজেপি’ বলে কটাক্ষ করেন কুণাল। মহাগুরুর প্রতি তাঁর উপদেশ, কেন নিজের সম্মান নষ্ট করছেন? দশচক্রে ভগবান ভূত হয়ে যাবেন না।
বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ পদ ছাড়ার পর সেখানে উপনির্বাচন হচ্ছে। বিজেপি প্রার্থী বিধায়ক অগ্নিমিত্রা পল। গত বিধানসভা ভোটের আগে মিঠুনকে বিজেপির হয়ে প্রচারে দেখা গিয়েছিল। বেশ কয়েক জায়গায় প্রচারে গিয়ে নিজেকে জাত গোখরো হিসেবে দাবি করেছিলেন তিনি। বিজেপির এক ছোবলে বঙ্গ থেকে তৃণমূল সাফ হয়ে যাবে বলেও গেরুয়া-মঞ্চ থেকে দাবি করতে শোনা যায় মহাগুরুকে।
ভোটের ফল প্রকাশ হয়েছে। বিজেপি বাংলা থেকে একপ্রকার মুছে গিয়েছে। আশ্চর্যজনক ভাবে তার পর থেকে মিঠুনকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিজেপির হয়ে প্রচার করতেও শোনা যায়নি তাঁকে। প্রায় একবছর পর ফের একবার বিজেপির হয়ে প্রচার করতে দেখা গেল মিঠুনকে। বিধানসভা ভোটের সময়ও মিঠুনের প্রচার নিয়ে সরব ছিলেন কুণাল। এদিন মিঠুনের ভিডিয়ো বার্তার পর কুণালের কটাক্ষ, আপনাকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছেন বাংলার মানুষ। লোকে ঠেকে শেখে, আপনি তাও শিখছেন না।