রামপুরহাট: ভোট পরবর্তী হিংসায় বীরভূমের নলহাটিতে বিজেপি নেতা খুনে এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম ফারুক আলি ওরফে বাদল। তার বাড়ি নলহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ছায়াপল্লি। নলহাটিতেই বিজেপি নেতা মনোজ জয়সওয়াল খুনের ঘটনায় এতদিন সে ফেরার ছিল। সিবিআই তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণাও করে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে পাকড়াও করে শনিবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদন ধরে নলহাটির বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন মনোজ জয়সওয়াল। স্থানীয় সূত্রে খবর, গত বছর ইদের দিন মনোজের পরিচিত কেউ তাঁকে ফোন করে এক জায়গায় খেতে বসার আমন্ত্রণ জানায়। সেই ফোন পেয়ে মনোজ তাদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। সেদিনই ঘণ্টাখানেক পর নলহাটি থেকে মথুরা যাওয়ার রাস্তার ক্যানেল পাড়ের পাশে ধানের জমিতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে মনোজের পরিবার। নলহাটি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নেমে পুলিস দুজনকে গ্রেফতার করে। এদিন আরও এক অভিযুক্ত ফারুককে গ্রেফতার করে সিবিআই। তবে এখনও পলাতক আর এক অভিযুক্ত। তার খুঁজছে সিবিআই।
আরও পড়ুন: Shasan Bombing: শাসনে গোষ্ঠীদ্বন্দ্বেই ফাঁসানো হয়েছে ধৃতদের, দাবি পরিবারের