বেলাকোবা: জলপাইগুড়ির (Jalpaiguri) গাজলডোবা থেকে ২টি ক্যাঙারু উদ্ধার (Kangaroos Rescued) করল বন দফতর। প্রাথমিক অনুমান, ক্যাঙারুগুলি ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল। শুক্রবার সন্ধেয় গাজলডোবার রাস্তায় বন কর্মীদের টহল দিতে দেখে ক্যাঙারুগুলিকে ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার হওয়া ক্যাঙারুগুলিকে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এর আগে গত ১২ মার্চ অসম সীমান্তের বারোবিশা এলাকায় পাচারকারীদের খপ্পর থেকে একটি ক্যাঙারু উদ্ধার করে পুলিস।
পশু পাচারের আগাম খবর থাকায় জলপাইগুড়ির গাজলডোবার ক্যানেল রোড এলাকায় শুক্রবার সন্ধেয় টহল দিচ্ছিলেন বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীরা। তাঁদের দেখতে পেয়ে পাচারকারীরা রাস্তায় গাড়ি ফেলে পালায়। ওই গাড়ি থেকেই ক্যাঙারু দুটি উদ্ধার হয়। পাচারকারীদের খোঁজ শুরু করেছে বন দফতর। বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও হরি কৃষ্ণান জানান, ক্যাঙারু দুটিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে।
বন দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, কিছু পশু পাচার করা হবে বলে আমাদের কাছে আগাম খবর ছিল। মালবাজার থেকে গাজোলডোবা যাওয়ার ক্যানেল রোডে একটি চার চাকা গাড়ি থেকে ক্যাঙারু দুটিকে উদ্ধার করা হয়। পাচারকারীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।