মেদিনীপুর: অ্যান্ড্রয়েড ফোনে কথা বলার সময় হঠাৎই বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে যায় ফোনটিতে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবসান এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুগবসান এলাকার যুবক আব্দুল শফি এদিন বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। কাজের প্রয়োজনে কয়েকজনকে ফোন করছিলেন তিনি। দুজনকে ফোন করার পর তৃতীয় জনকে ফোন করতেই ঘটল বিপদ। হঠাৎ ফোন থেকে একটা শব্দ। আব্দুল দেখেন ফোনটিতে আগুন ধরে গিয়েছে। তড়িঘড়ি হাত থেকে ফোনটি ছুড়ে ফেলে দেন ওই যুবক।
আব্দুল জানান, কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। সৌভাগ্যবশত ফোনটি পকেটে ছিল না। আমার হাতে ছিল। না হলে আমি মারা যেতে পারতাম। এ বিষয়ে ফোন নির্মাতা কোম্পানিকে জানানো হবে। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
আরও পড়ুন: Jhalda Murder: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার আরও এক
এর আগেও চার্জ দেওয়ার সময় মোবাইল ফেটে আগুন ধরে যাওয়ার মতো বহু ঘটনা ঘটেছে। কথা বলতে বলতে বিস্ফোরণে জখম হওয়ার নজিরও রয়েছে অনেক। গ্রামের মানুষের বক্তব্য, বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই যুবক। আগুনে তাঁর হাত বা মুখের ক্ষতি হতে পারত।