কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মীর নিয়োগ-দুর্নীতি মামালায় নয়া মোড়। ৯০ জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। শুক্রবার তাঁর নির্দেশ, ওই শিক্ষাকর্মীদের কোনও বেতন দেওয়া যাবে না। সংশ্লিষ্ট স্কুলগলিতে তাঁরা কেউ ঢুকতেও পারবেন না। এদিনই আদালতে কমিশন ফের রিপোর্ট দিয়ে জানায়, তারা ওই ৯০ জনের নিয়োগ সংক্রান্ত কোনও সুপারিশপত্র দেয়নি। একই কথা আগে জানিয়ছিল মধ্যশিক্ষা পর্ষদও। আদালত প্রশ্ন তোলে, তা হলে ওই প্রার্থীদের চাকরি হল কী করে?
স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য ২০১৯ সালের নভেম্বর মাসে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করা হয়। ওই কমিটির উপদেষ্টা হলেন শান্তিপ্রসাদ সিনহা। আদালত কমিটির পাঁচ সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। বিভিন্ন সময় তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার রায়ে মন্তব্য করেন, নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে। এর পিছনে বড় চক্রও রয়েছে। সেই চক্রের কিংপিন হলেন শান্তিপ্রসাদ। এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। শুক্রবার আদালত পরিচালন কমিটির বাকি চার সদস্যকে এদিনই ডেকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে। শান্তিপ্রসাদকে প্রয়োজন হলে সিবিাআই আরও জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদালত জানিয়েছে।
আরও পড়ুন: SSC-Calcutta HC: ডিভিশন বেঞ্চে এসএসসির উপদেষ্টা, জিজ্ঞাসাবাদের রিপোর্ট পেশ সিবিআইয়ের
এসএসসির নিয়োগ নিয়ে ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ আসছে আদালতে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, যে কটি মামলা বিচারাধীন, তা হিমশৈলের চূড়ামাত্র। আদালতের আরও অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের অফিসটাই দুর্নীতির আখড়া।