কলকাতা: বঙ্গে বর্ষার ইনিংস আরও লম্বা হতে চলেছে। দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভিজবে উত্তরও। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন: হনুমানের লাথিতে হাসপাতালে বৃদ্ধা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে সপ্তাহব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। এই অক্ষরেখা বিহার, উত্তরবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এ ছাড়া উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত।
এর প্রভাবেই জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। মঙ্গলবার দক্ষিণের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: জঙ্গলের রাজত্ব চালাচ্ছেন মোদি-শাহ: মমতা
উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবারে অতিভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। মালদহ, দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।