রামপুরহাট : হাতে দিন বলতে আর চারটে । আগুনের তাপ (Rampurhat political violence) আর হুমকির আতঙ্ক কাটিয়ে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে পারবে তো তারা ! আতঙ্ক-আশঙ্কা বাড়ছিল । ঠিক তখনই দুয়ারে জেলা শাসক । আশ্বাস দিলেন । শান্তিতে পরীক্ষা (Hs Examination) দিতে যান । পুলিস আছে । প্রশাসন তৈরি । কোনও ভয় নেই । অতীত ভুলে পড়ায় মন দিন । মঙ্গলবার ঠিক এমন ভাবেই বগটুইয়ের ২২ উচ্চ মাধ্যমিক (Rampurhat HS Student) পড়ুয়ার পাশে দাঁড়ালেন বীরভূমের জেলা শাসক । বিধান রায় । শুধু জেলা শাসক নন, পড়ুয়াদের অভয় দিতে হাজির ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরাও ।
২ এপ্রিল । শনিবার । শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক (Hs Exam 2022) । রাজ্যের আর পাঁচটা জায়গার মতো বগটুই গ্রামের ২২ পড়ুয়ারও এ বছর পরীক্ষায় বসার কথা । কিন্তু, সমস্যা হবে না তো? এই আতঙ্ক ঘুরে ফিরে আসছিল রেহনা খাতুন, সাহজাহান খানদের (নাম পরিবর্তীত) ।
হাতে গোনা কয়েক দিন । রামপুরহাটের বগটুই গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬ । ফ্রম পূরণ করেননি ৪ জন । ২ এপ্রিল ২২ জনের পরীক্ষা দিতে যাওয়ার কথা । সব কিছুই ঠিক ঠাক চলছিল । গত ২১ মার্চের রাতটা সব কিছু ওলোটপালট করে দিয়েছে । তারপর আতঙ্ক আর আশঙ্কার মেঘ ।
আরও পড়ুন- Mamata Banerjee: বিজেপি বিরোধিতায় জরুরি বৈঠক চেয়ে মমতার চিঠি
পরিস্থিতির গুরুত্ব বুঝে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাঁদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন জেলা শাসক । দেওয়া হল পেন, চকোলেট । নির্ভয়ে পরীক্ষা দিতে যেতে পারেন সেই জন্য কথা বললেন অবিভাবকদের সঙ্গে । সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন । শুধু উচ্চ মাধ্যমিক নয় । এই গ্রামের ৬১ জন একাদশ শ্রেণির পরীক্ষার্থী রয়েছে । তাদেরও বার্ষিক পরীক্ষা । ওই ছাত্রীরাও যাতে কোনও রকম ভয় না পায়, সাহস দিতে তাদের সঙ্গেও কথা বলেন জেলা প্রশাসনের কর্তারা ।