দার্জিলিং: উত্তরবঙ্গ সফরের (Mamata Banerjee North Bengal) দ্বিতীয় দিন। মঙ্গলবার দার্জিলিঙের ম্যালেতে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Darjeeling)।দুপুর ২ টোর পর শুরু হবে এই অনুষ্ঠান।বেশকিছু উপভোগক্তাদের হাতে তুলে দেবেন শংসাপত্র ও বিধবা ভাতা।
মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতির কাজ প্রায় শেষের পথে।আজ বেলা দুটো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচমন্ড থেকে সোজা দার্জিলিং ম্যালে চলে আসবেন।দার্জিলিঙের রিচমন্ড হিলে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই দুপুর ২ টো নাগাদ রওনা দিয়ে সোজা পৌঁছবেন ম্যালে।কালিম্পং ও দার্জিলিং জেলার ৩৪০০ জন মহিলাকে বিধবা ভাতা দেবেন। এছাড়াও এই দুই জেলার ৩১০০ জন নতুন আবেদনকারিদের হাতেও তুলে দেবেন এই ভাতা। এই মুহূর্তে প্রচুর সংখ্যক পর্যটক এই মুহূর্তে দার্জিলিঙে রয়েছেন। মুখ্যমন্ত্রীর দার্জিলিঙে আসার খবর পেয়ে অনেকেই থেকে গিয়েছেন। মঙ্গলবার তাঁকে দেখতে ভিড় জমাতে পারেন পর্যটকরা।
মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতির কাজ প্রায় শেষ
জিটিএ নির্বাচনসহ (Mamata GTA Election) পাহাড়ে রাজনৈতিক সমীকরণ নিয়ে সোমবারই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী।নির্দিষ্ট করেছেন আগামী ২-৩ মাসের মধ্যে জিটিএ নির্বাচন হবে পাহাড়ে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা এবং ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতিনিধিরা।সোমবার মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখেন, তাতে একটা কথা পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর নজর রয়েছে পাহাড়ের জিটিএ, পঞ্চায়েত বা পাহাড়ের বাকি তিনটে পুরসভার নির্বাচনের দিকে।
আরও পড়ুন Mamata GTA Election: আগামী ২-৩ মাসের মধ্যে জিটিএ নির্বাচন, দার্জিলিংয়ে জানালেন মমতা