কলকাতা: যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড। সকাল ১১টা ৩৫। রাস্তার সামনে দাঁড়িয়ে কাঁদছে এক কিশোর। কী ব্যাপার? খোঁজ নিতে এগিয়ে যান যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট (Kolkata Police) সপ্তর্ষি ব্রহ্ম। জানতে পারেন, ঢাকুরিয়ার এক স্কুলের দশম শ্রেণির ছাত্র ওই কিশোর। সাড়ে এগারোটায় স্কুলে আইসিএসই প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অথচ সে সময়মতো পৌঁছতে পারেনি। বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সোমবার থেকে দুদিনের জন্য সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। রাজনৈতিক সমাবেশের কারণে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যাদবপুরের বেঙ্গল ল্যাম্প মোড়।
ওই কিশোরের থেকে সবকিছু শুনে আর এক মুহূর্ত দেরি করেননি কর্তব্যরত পুলিস সার্জেন্ট। নিজের বাইকে বসিয়ে মিনিট পাঁচেকের মধ্যে ওই ছাত্রকে স্কুলে পৌঁছে দেন তিনি। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা দেওয়ার জন্য তাকে কিছুটা বাড়তি সময়ও দেওয়ার ব্যবস্থা করে দেন ওই পুলিসকর্মী।
কলকাতা পুলিস তাদের নিজস্ব ফেসবুক পেজে এই ঘটনাটি পোস্ট করে ছাত্রটির জন্য শুভেচ্ছা কামনা করেছে। কলকাতা পুলিসের এই পেজটিতে নিয়মিত তাদের ভালো কাজের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে।
আরও পড়ুন: Karnataka Hijab Row: কর্নাটকের কলেজে আবারও ফেরানো হল হিজাব পরা ছাত্রীকে
কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়নগুলি সোমবার এবং মঙ্গলবার সাধারণ ধর্মঘট ডেকেছে। সোমবার সকাল থেকেই কলকাতা শহরের বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থকরা পথে নামেন। মিছিল, মিটিংয়ের পাশাপাশি কোথাও কোথাও রাস্তা অবরোধও হয়। যাদবপুরের বেঙ্গল ল্যাম্প মোড়ে সেই অবরোধের জন্যই আটকে পড়েছিল ওই ছাত্রটি। অবরোধের ফলে যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ওই এলাকায়।