কলকাতা টিভি ওয়েব ডেস্ক: স্বাভাবিক ছন্দে ফিরছে জয়রামবাটি মাতৃমন্দির। আগামী ১ লা এপ্রিল থেকে মাতৃমন্দিরে শুরু হচ্ছে বসে প্রসাদ গ্রহণ। দীর্ঘ করোনা পরিস্থিতির পর মাতৃমন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ ছিল।ফলে আবারও মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে যাওয়ায় খুশি ভক্তরা।
বছরের শুরুতে কোভিড কাঁটায় বাধা পরে ভক্তদের প্রবেশ।কল্পতরু উৎসবেও একইভাবে ভক্তদের জন্য বন্ধ ছিল মন্দিরের দরজা। মন্দিরের পুরোহিতদের নিয়েই নিয়ন মেনে সারা হয় মা’য়ের পুজো।কিন্তু এবার ভিক্তদের জন্য শুধু জয়রামবাটি মন্দির নয়, খুলে যাছে মা সারদার পুরানো বাড়ি। থাকছে নতুন বাড়ি দর্শন এবং মায়ের সামনে বসে আরাধনা, জপ ও আরতি দেখার সুযোগ।সোমবার এই ঘোষণা করেন মন্দির কর্তৃপক্ষ।
মাঝে মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য খুলে দিইলেও তা ছিল শুধু সীমিত সময়ের জন্যও।কেবল বাইরে থেকে মা সারদাকে দর্শনের সুযোগ পেয়েছিলেন ভক্তরা। তবে আগের থেকে করোনা পরিস্থিতির বদল হয়েছে। তাই জয়রামবাটি মাতৃমন্দিরের সমস্ত কিছু স্বাভাবিক করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।দীর্ঘ করোনা আবহে মাতৃমন্দিরে ভক্তদের জন্য এই সুযোগ বন্ধ ছিল।আবার মন্দির প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পেয়ে খুশি ভক্তরা।
আরও পড়ুন TMC-BJP Clash Assembly: চক্রান্ত করে বিধানসভায় হামলা বিজেপির, সরব পার্থ