কলকাতা: গরমের থেকে মুক্তি পেতে শুক্রবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকদিন ধরেই রাজ্যে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। অস্বস্তি বাড়াচ্ছে আদ্রতাও। এর মধ্যেই সাধারণ মানুষ অপেক্ষায় ছিল বৃষ্টির। সেই আশার কথা শোনাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বিভিন্ন জেলার আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে ফের গরমে ভোগান্তি বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।
কলকাতার আকাশ এদিন ভোরে আংশিক মেঘলা থাকবে। কলকাতার পাশাপাশি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ।
আরও পডুন: Narendra Modi: দেশের শীর্ষস্থানীয় শিখ বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বেড়েছে তাপমাত্রা। এমনকী গত দু’দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতও হয়েছে।