পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কথা ভেবে অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি। চিঠিতে মমতা উল্লেখ করেন যে, চলতি বছরের ৪ মে থেকে এখনও পর্যন্ত ৮ বার দাম বেড়েছে পেট্রোপণ্যের। যার ফলে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। অক্টোবর মাস পর্যন্ত বিকল্প রাস্তা হিসাবে বাস মালিকদের কোনও ট্যাক্স দিতে হবে না। আগামী ৬ মাসের ট্যাক্স পুরোপুরি মুকুব করা হয়েছে। বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করার পর নিজেদের সিদ্ধান্ত জানাবেন।
দেশে যে মুদ্রাস্ফীতি শুরু হয়েছে, তার জেরে কমেছে জনসাধারণের আয়। এই অবস্থায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি তাঁদের জীবনধারার ওপর এক কুপ্রভাব ফেলবে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে তেলের দামের ওপর রিবেট দেওয়া হবে বলেও জানিয়েছেন মমতা। চিঠিতে মমতা লিখেছেন, চলতি বছরের মে মাস থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ১২.৯৪% বেড়েছে। যার ফলে রান্নার তেলের দাম ৩০.৮% বেড়েছে এবং ফলের দাম বেড়েছে ১২%। একই সঙ্গে ১৫.২% হারে বেড়েছে ডিমের দাম এবং ৮.৪৪% হারে বেড়েছে স্বাস্থ্য সম্মত জিনিসের দাম।
তাই মোদির কাছে মমতার আর্জি, যে ভাবেই হোক দাম কমাতে হবে পেট্রোপণ্যের। চিঠিতে মমতা অনুরোধ জানিয়েছেন যে, পেট্রোপণ্যের ওপর যে ট্যাক্স চাপাচ্ছে মোদি সরকার, সেই ট্যাক্সের পরিমাণ কমালে কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।