রামপুরহাট : রামপুরহাটের ঘটনায় দ্রুত-কঠোর পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । বৃহস্পতিবার বগটুই গ্রামে পৌঁছে তৃণমূলের রামপুরহাট ১ ব্লক সভাপতি আনারুল শেখকে গ্রেফতারে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কঠোর নির্দেশ, অভিযুক্তদের যেখান থেকে হোক খুঁজে বের করতে হবে। কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয়, তার সব রকম ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে এদিন ক্ষতিগ্রস্তদের ১ লাখ, প্রয়োজনে ২ লাখ টাকা করে বাড়ি মেরামতির জন্য তুলে দেন মমতা। তাঁর মন্তব্য, সে দিনের ঘটনার খবর পেয়েই আনারুলকে পুলিস পাঠাতে বলেছিলাম। কিন্তু, সে কোনও ব্যবস্থা নেয়নি। পুলিসও তাদের দায়িত্ব পালন করেনি অনেকক্ষেত্রে। সময় মতো কেন পুলিস পাঠানো হয়নি তা জানতে চেয়ে মমতা বলেছেন, তদন্ত করে পুরো বিষয়টা ফের খতিয়ে দেখতে হবে।
মমতার আরও ঘোষণা, ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কোটা থেকে এই চাকরি দেওয়া হবে। প্রথম এক বছর অস্থায়ী চাকরি থাকবে তখন ১০ হাজার টাকা করে পাবেন সবাই। পরের বছরে চাকরি স্থায়ী করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে খুন করে পরে আগুন লাগানো হয়। এত বড় নৃশংস ঘটনা ঘটবে ভাবতে পারিনি। এরপরেই তাঁর নির্দেশ, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যেখান থেকে হোক তাদের খুঁজে বের করতে হবে। এমন ভাবে কেস দিতে হবে যাতে তারা কোনও ভাবেই রেহাই না পায়।
মমতার কথায়, কোনও রকম অন্যায় সহ্য করা হবে না।পুলিস-আইজি-ডিআইজি যারা সেদিন দায়িত্ব পালন করেননি। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ৬০ শতাংশ অগ্নিদগ্ধ মহিলাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তিন জখম শিশুকে ৫০ হাজার করে, নিহতর পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু কয়েকটা লোকের জন্য সেদিনের ঘটনা ঘটেছে বলে দাবি করে মমতার মন্তব্য, এই ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে।
আরও পড়ুন- Mamata Banerjee Rampurhat: দশজনকে চাকরির ব্যবস্থা করা হবে: মুখ্যমন্ত্রী
মমতার মন্তব্য, বেশ কিছুদিন ধরেই আনারুল শেখের বিরুদ্ধে অভিযোগ শুনেছি। এই ঘটনার পর তার নাম উঠে এসেছে। দ্রুত আত্মসমর্পণ করতে হবে তাকে। তা না হলে পুলিসকে নির্দেশ দেব, যেখান থেকে হোক তাকে গ্রেফতার করতে হবে। কোনও রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।