সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল। সমান ভাবে বেড়ে চলেছে ডিজেলও। অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে নাভিশ্বাস উঠেছে আম জনতার। যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে তাতে আগামী দিনে গোরুর গাড়িকেই যাতায়াতের কাজে লাগাতে হবে। তাই গোরুর গাড়িকে হাতিয়ার করে অভিনব প্রতিবাদ বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূলের।
সাংগঠনিক জেলা যুব সভাপতি রাজকুমার সিংহের উদ্যোগে জঙ্গলমহলে রাইপুর বিধানসভার বিভিন্ন পেট্রোল পাম্পে গোরুর গাড়ি নিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় যুব তৃণমূলের তরফে। সোমবার সকালে বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর বিধানসভার ফুলকুসমা গ্রাম পঞ্চায়েতের চাম্টাবাইদ মোড়ে পেট্রোল পাম্পের সামনে থেকে গোরুর গাড়ি নিয়ে প্রতিবাদ কর্মসুচির সূচনা হয়। পরে এই বিধানসভার বিভিন্ন পাম্পে গোরুর গাড়ি নিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানানো হয়।
প্রত্যেকটি গোরুর গাড়িতে প্রতীকী নাম দিয়ে প্রতিবাদ জানানো হয়। তৃণমূল যুব সভাপতির দাবি বাঁকুড়া সাংগাঠনিক জেলার ৬টি বিধানসভা এলাকাতে থাকা পেট্রোল পাম্প গুলিতে বিভিন্ন ভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানানো হবে বলেও জানা গিয়েছে।