বারুইপুর: বাড়ির সামনে দেদার বাজি (Bursting Crackers) পোড়াচ্ছিল একদল যুবক৷ শব্দবাজির তাণ্ডবে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল দ্বাদশ শ্রেণির (HS Student assault) এক ছাত্রের৷ সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ তাই ঘর থেকে বেরিয়ে বাজি ফাটানোর প্রতিবাদ করে৷ যুবকদের বলে, অন্য জায়গায় গিয়ে বাজি ফাটাতে৷ এ নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে ছাত্রটি৷ এরপরই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড নিয়ে চড়াও হয় ওই যুবকরা৷ ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় পড়ুয়ার শরীর৷ রক্তাক্ত অবস্থায় ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোক৷ পড়ুয়ার শরীরে ৩২টি সেলাই করা হয়৷ ঘটনার পর থেকেই আতঙ্কে ছেলেটির পরিবার৷
শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মল্লিকপুরের ঘটনা৷ জখম ছাত্রের নাম মহম্মদ ফয়েজ আফজল আলি৷ সে রাজপুর চৌহাটি হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র৷ এপ্রিল মাসেই উচ্চমাধ্যমিক দেবে৷ ছেলেটির পরিবার জানিয়েছে, পরীক্ষার জন্য ঘরে পড়াশোনা করছিল আফজল৷ সন্ধের পর থেকে কয়েকজন যুবক এসে বাড়ির সামনে বাজি ফাটাতে শুরু করে৷ বাজির আওয়াজে ছেলের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল৷ বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও বাজি ফাটানো বন্ধ করেনি তারা৷ তখন ঘর থেকে ছেলে বেরিয়ে আসে৷ ওদের বলে পাশে কোথাও বাজি ফাটাতে৷ এতেই মেজাজ হারায় ওই ছেলেগুলো৷
ব্লেড দিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মাথা, পিঠ ও ঘাড়ের অংশ চিড়ে দেওয়া হয়৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷
অভিযোগ, এরপরই পরীক্ষার্থীর মায়ের সামনে জানলার কাছে চকোলেট বাজি ফাটায় ওই যুবকরা৷ তাদের মধ্যে দু’জন ব্লেড নিয়ে অতর্কিতে হামলা করে পড়ুয়ার উপর৷ তার ঘাড়ে, মাথা ও পিঠের একাধিক জায়গা ব্লেডের আঘাতে চিড়ে যায়৷ কোথাও কোথাও গভীর ক্ষতও দেখা যায়৷ পরীক্ষার্থীর বাড়ির লোকজন দ্রুত তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ মাথা ও শরীরে ৩২টি সেলাই পড়ে৷ রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরীক্ষার্থীর পরিবার৷ এদিকে বাড়ির সামনেই নিগ্রহের ঘটনায় আতঙ্কিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবার৷ পরীক্ষার্থীর পরিবার দোষীদের শাস্তির দাবি জানিয়েছে৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ৷
আরও পড়ুন: Susunia Hill Fire: বাঁকুড়ার শুশুনিয়া পাহড়ে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল-বনবিভাগ