শুক্রবারই বিয়ের পর প্রথম ভিকি কৌশলের সঙ্গে হোলি সেলিব্রেট করেছেন ক্যাটরিনা কাইফ।হোলির ছুটি কাটিয়ে শ্যুটিংয়ে ফিরলেন নায়িকা।‘অন্ধাধুন’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবণের নতুন থ্রিলার ফিল্ম ‘মেরি ক্রিসমাস’ নিয়ে দারুণ আগ্রহ রয়েছে দর্শকমহলে।ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে।গত জানুয়ারিতেই মিটে গিয়েছিল ছবির প্রথম পর্বের শ্যুটিং।কিছুদিন আগেই মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে শুরু হয়েছে ‘মেরি ক্রিসমাস’–এর দ্বিতীয় পর্বের শ্যুটিং।বিয়ের পর এটাই ক্যাটসুন্দরীর প্রথম হোলি।তাই ভিকির সঙ্গে হোলি সেলিব্রেশনের জন্য ছুটি নিয়েছিলেন ক্যাটরিনা ।শোনা যাচ্ছে, শনিবারই তিনি ফের যোগ দিয়েছেন মেরি ক্রিসমাস-এর শ্যুটিংয়ে।আগামী জুন মাসের মধ্যেই ছবির শ্যুটিং শেষ হবে বলে খবর।চলতি বছরের ২৩ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে মেরি ক্রিসমাস।
View this post on Instagram