দোল খেলতে ভীষণ ভালবাসেন কিন্তু দোল খেলার পর ত্বক ও চুলের বেহাল অবস্থার হাল ফেরাতে নাস্তেনাবুদ হয়ে যান। তাই রঙ খেলতে গিয়ে সারাক্ষণ সতর্ক থাকতে হয় এই বুঝি গায়ে অ্যালার্জি বেরোলো। তবে এবার আর চিন্তা নয়, রঙ খেলুন মন খুলে আর খেলার আগে চুল ও ত্বক সুরক্ষিত রাখতে এই কাজগুলো অবশ্যই করুন। যেমন-
ত্বকের পরিচর্যা
দোল খেলার সময় যে শুধু বাজার থেকে কেনা রঙয়ের থেকেই ত্বক ও চুলের ক্ষতি হতে পারে তা কিন্তু নয়। বরং প্রত্যেকদিন যে হারে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে তাতে সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকেও ত্বক ও চুল বাঁচাতে হবে। তাই দোল খেলার জন্য বাড়ি থেকে বেড়নোর আগে প্রথমে ভাল করে ত্বকের ওপর ময়শ্চারাইজার লাগিয়ে নিন। গোটা শরীরের ঘন করে এই ময়শ্চারাইজার লাগান। এরপর শরীরের খোলা অংশে ভাল করে সানস্ক্রিন লাগিয়ে নিন। সানস্ক্রিনের সান প্রোটেকশান ফ্যাক্টর যেন থাকে ৩০-র ওপরে।
হাত ও নখ পরিষ্কার রাখুন
দোল খেলার পর নখে রঙ জমে গিয়ে দেখতে ভীষণ বাজে লাগে। শুধু নখে না কিউটিক্যালেও রঙ জমে যায় তাই দোল খেলতে যাওয়ার আগে নখ ভাল করে কেটে নিন। পারলে নেল পলিশ পড়ে নিন যাতে হোলি রঙ নখে ছোপ ফেলবে না। আর সব শেষে নখে একটা কিউটিক্যাল অয়েল লাগিয়ে নিন।
এবার পালা ত্বকের সব থেকে পাতলা অংশগুলির যত্ন নিন। যেমন ঠৌঁট, চোখের তলার অংশ। তাই ঠোঁটে ভেসলিন লাগিয়ে নিন এবং চোখের তলায় ঘন করে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এতে চোখের তলার চামড়ায় আর্দ্রতা বজায় থাকবে ও ত্বকও সুরক্ষিত থাকবে।
আর সব শেষে বাড়ি থেকে বেরোনোর আগে গা ঢাকা জামা পড়ে বেরোন। এতে শরীরের অধিকাংশ অংশ ঢাকা থাকলে রঙ কম লাগবে। ত্বক সুরক্ষিত থাকবে।
হেয়ারকেয়ার
রঙ খেলার সময় ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়া প্রয়োজন না হলে রঙ স্ক্যাল্পে জমে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হতে পারে এবং চুল শুষ্ক হয়ে চুলের ডগা ফেটে যেতে পারে। তাই দোল খেলার আগে মাথায় ভাল করে নারকেল তেল লাগিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে তেল লাগিয়ে নিন। এতে চুলে বেশি রঙ লেগে থাকবে না এবং খেলা শেষে মাথা সহজে পরিষ্কার করতে পারবেন।
যাদের লম্বা চুল তারা বিনুনি করে নিতে পারেন। এতে চুলের অনেকটা অংশেই রঙ লাগবে না। রঙ ও সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলের রক্ষা করে। এর পাশাপাশি চুল ভাল রাখতে চুলে হেয়ার সেরাম লাগিয়ে নিন এটা রঙ ও সূর্যের আলো দু’টো ক্ষেত্রেই রক্ষা করবে।