ঋতু পরিবর্তনের প্রভাব পড়েছে মনে? মন ভাল রাখতে ও গ্রীষ্মের দাবদাহে শরীর ও মন দুই ভাল রাখতে বাড়ি সাজিয়ে তুলুন এইভাবে। চিন্তা নেই অন্দরসজ্জার এই সব কৌশলে টান পড়বে না আপনার পকেটে।
কম দামি থেকে শুরু করে বেশি দামি, নানা রকমের ইন্ডোর প্ল্যান্ট রয়েছে। তাই আপনার পছন্দ ও সাধ্য মতো যে কোনও ইন্ডোর প্ল্যান্ট বাড়িতে নিয়ে আসুন। দেখবেন কেমন এক নিমেষে বদলে যাবে বাড়ির পরিবেশ। বাড়ির বারান্দায় কিংবা জানলায় এই গাছ সাজাতে পারেন।
সেন্টেড ক্যান্ডেল দিয়ে বাড়ির পরিবেশ সাজিয়ে তুলুন। এগুলো সহজলভ্য যেমন তেমন আবার গরমকালে জোড়ালো আলোর বদলে মোমবাতির নরম আলোয় বাড়ির পরিবেশ ভাল থাকবে। গরমকালের জন্য হালকা সুগন্ধি যেমন ল্যাভেন্ডার, লেমনগ্রাস ও ভ্যানিলা বাঁছতে পারেন। এগুলোর পাশাপাশি আপনার পছন্দের যে কোনও সুগন্ধি যুক্ত গাছ ব্যবহার করতে পারেন।
শীতকালে যেমন গাঢ় রঙয়ের পর্দা ও কুশন কভার আরামদায়ক লাগে গরমকালে এর ঠিক উল্টোটা হয়। তাই এই সময় হালকা রঙয়ের পর্দা ও কুশন কভার ব্যবহার করতে পারেন। বিশেষ করে হলুদের হালকা শেড ও সাদা রঙয়ের পর্দা ও কুশন কভারে ঘর সাজাতে পারেন।
সকালের দিকে রোদ কড়া হওয়ার আগে কিংবা বিকেলের দিকে বাড়ির দরজা, জানলা খোলা রাখুন। এতে ঘরে হাওয়া খেললে ও আলো ঢুকলে ঘরের পরিবেশ ভাল থাকবে।
এছাড়া ঘরে ভাল রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন। তবে সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করলে রুম ফ্রেশনার ব্যবহার করবেন না। এর ফলে রুম ফ্রেশনার ও সেন্টেড ক্যান্ডেলের গন্ধ মিশে ঘরের পরিবেশ নষ্ট করে দেবে।
এগুলো ছাড়া নানা রকমের ডিজাইনার আয়না দিয়ে ঘর সাজাতে পারেন। এর ফলে ঘরে ভাল আলো খেলবে।
(ছবি সৌ: Unsplash)