ত্বকের পরিচর্যায় প্রাকৃতিক উপকরণগুলির মধ্যে মধু অন্যতম। রোদে পোড়া ত্বকের শুশ্রুষা করা থেকে শুরু করে ত্বকের হারানো জৌলুস ফেরাতে মধুর উপকারিতার শেষ নেই। তাই ফেস ওয়াশ ও ফেস প্যাকে মধু ব্যবহার করার পাশাপাশি এবার মধু দিয়ে ফেসিয়াল করে নিন এই ভাবে। এই হানি ফেসিয়াল আপনার ত্বকে আরাম পৌছানোর পাশাপাশি এটা ত্বকের নমনীয়তা বাড়িয়ে তোলে, দাগছোপ থাকলে তা পরিষ্কার করে দেওয়া হয়। এখানেই শেষ নয় ত্বকে বার্ধক্যের ছাপও পড়তে দেয় না।
কীভাবে বাড়িতে এই হানি ফেসিয়াল করবেন দেখে নিন-
মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটারি ও হিউমেকট্যান্ট কার্যকারিতা রয়েছে। এটা ত্বকে জমে থাকা ময়লা ও বাড়তি তেল পরিষ্কার করে এবং পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। তাই প্রথমে
মুখ জল নিয়ে ধুয়ে নিন এরপর মুখে হালকা করে মধু লাগিয়ে নিন। গলা পরিষ্কার করতে ভুলবেন না।
এই ভাবে প্রায় ২০ মিনিট মুখে ও গলায় মধু লাগিয়ে রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ শুকনো করে মুছে নিন।
মুখের রোমকূপের মুখ বন্ধ করে ত্বকের ভিতরে ময়লা সহজে পৌছতে পারে না। দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন হানি ফেসিয়াল টোনার।
টোনার বানাতে উপকরণের প্রয়োজন
এভাবে বানিয়ে ফেলুন হানি ফেসিয়াল টোনার
প্রথমে শশার খোসা ছাড়িয়ে পিউরি বানিয়ে নিন।
এবার পিউরি ছেঁকে শশার রস বানিয়ে নিন।
এবার শশার রসের সঙ্গে মধু মিশিয়ে দিন।
এবার এই মিশ্রণ একটা বোতলে ঢেলে ভাল করে ঝাঁকিয়ে নিন।
এবার তুলোর টুকড়োতে এই ফেসিয়াল টোনার নিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন।
মধুর অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতার যেমন রয়েছে ঠিক তেমনই আবার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে মধুর জুড়ি মেলা ভার। এক্সফোলিয়েটার হিসেবেও মধুর জবাব নেই। ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ব্ল্যাকহেড ও হোয়াইটহেডও হতে দেয় না।
এই ভাবে বাড়িতে বানিয়ে নিন মধুর তৈরি বডি স্ক্রাবার
উপকরণ
একটি পাত্রে মধু ও চিনির গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন।
এবার মুখ ভিজিয়ে রেখে গোটা মুখে ও গলায় লাগিয়ে রাখুন।
এবার আলতো হাতে আসতে আসতে মুখ ও গলায় ভাল করে মালিশ করে নিন।
এবার পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত মুখ ও গলায় লাগিয়ে রাখুন।
এবার প্লেন জল দিয়ে মুখ ও গলা ভাল করে পরিষ্কার করে নিন।
নানা রকমের প্রাকৃতিক উপকরণের সঙ্গে মধু মিশিয়ে একাধিক মধুর তৈরি ফেস প্যাক বানানো সম্ভব। তাই ঋতু পরিবর্তন কিংবা রোদে পুড়ে ত্বক নিজের জৌলুস হারালে ত্বকের হারনো জৌলুস নিমিষে ফিরিয়ে আনবে। বাড়িতে এই ভাবে বানিয়ে নিন হানি ফেস প্যাক।
উপকরণ
কীভাবে বানাবেন এই ফেস প্যাক
আধখানা কলা ছোট ছোট টুকরো করে নিন।
এবার একটি পাত্রে কলার টুকরো গুলুকে থেঁতো করে নিন এবং ১ টেবিলচামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণ মুখে ও গলায় ভাল করে লাগিয়ে নিন।
এই মিশ্রণ ১০ মিনিট মুখে ও গলায় রেখে ভাল করে ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন।