Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Wb election result: বিরোধীদের হিংসার অভিযোগ উড়িয়ে বাংলা আজও মমতাময়ী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২, ০৪:০৬:০১ পিএম
  • / ৪২৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

কলকাতা: দশ মাসের ব্যবধান৷ বাংলার রং ফের একবার সবুজ৷ ২ মে ফিরল ২ মার্চে৷

এক রাজ্যে ১০৮ পুরসভা৷ ঘাস ফুল ফুটল ১০২টিতে৷ বিধানসভা ভোটে কিছুটা ছবি দেখা গিয়েছিল  পদ্মের৷ পুরসভায় ধুয়েমুছে সাফ৷ একটি পুরসভা পেয়ে কিছুটা সম্মান ফিরে পেল বামেরা৷ চারটি ত্রিশঙ্কু৷ ঝালদা, বেলডাঙা, এগরা, চাঁপদানি।  দার্জিলিং হামরো পার্টির দখলে৷ কিন্তু,  আসল কথা, বাংলার ফের সবুজ আবিরেই ভরসা রাখল৷ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর৷ ভরসা রাখল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর৷

দশ মাস আগেই ছবিটা বোঝা গিয়েছিল৷ বাংলার মানুষ কতটা প্রত্যাখ্যান করেছে বিজেপিকে৷ দু’হাত মমতার দিকেই বাড়িয়ে দিয়েছে৷ বিধানসভায় যে আস্থা তাঁরা রেখেছিল, তার ছবি দেখা গিয়েছিল কলকাতা, শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর পুরভোটে৷ আর রাজ্য জুড়ে ১০৮ পুরসভায় ফের একবার তৃণমূলের জয়জয়কার৷

ভোটের দিন বেশ কিছু অভিযোগ উঠেছিল৷ সংবাদ মাধ্যমের একাংশ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল৷ কংগ্রেস-সিপিএম-বিজেপি ভোট লুট, ছাপ্পা ইত্যাদির অভিযোগ করছিল৷ যেমনটা প্রতিবার পরাজয়ের আভাস পেয়ে করে থাকে৷ অন্তত শেষ দশ বছর বাংলা এমনটাই দেখেছে৷

ফল ঘোষণা হতেই উচ্ছসিত জয়ী তৃণমূল প্রার্খী৷

২০১১ বিধানসভা ভোট৷ বুদ্ধদেব ভট্টাচার্য-বামেদের অহংকার চূর্ণ করে মহাকরণে পা রেখেছিলেন মমতা৷ সেই শুরু বামেদের পতন আর তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করা৷ পরবর্তী দুই বিধানসভা নির্বাচনে যত মানুষ তৃণমূল সমর্থন করেছে ততই বাম-কংগ্রেস-বিজেপি ভোট লুটের অভিযোগ করেছে৷ আশ্চর্য, কোনও অভিযোগই ধোপে ডেকেনি৷ প্রমাণ মেলেনি৷ নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোট হয়েছে বলে দরাজ সার্টিফিকেট দিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে কেন্দ্রীয় বাহিনী দিয়েও ভোট হয়েছিল গত বিধানসভায়৷ সেখানেও তৃণমূল বিপুল ভোটে জিতেছে৷ বিজেপি-সহ বিরোধীরা ভোট লুটের হাস্যকর অভিযোগ করেও কিছু করতে পারেনি৷

তাই, বলাই যায়, অভিযোগ, অভিযোগের জায়গাতে রয়েছে৷ লুট-ছাপ্পা-হিংসার কথা বিধানসভা ভোটেও শোনা গিয়েছিল, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল৷ তাহলে কি কেন্দ্রীয় বাহিনীও ব্যর্থ? সেই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপি-সহ বিরোধীরা দিতে পারেনি৷ স্বাভাবিক ভাবেই এবারও পুরসভা ভোটের দিন থেকেই হিংসার অভিযোগ তুলেছিল বাম-বিজেপিরা৷ কারণ, বাংলায় তারা আগেই প্রত্যাখ্যাত৷ এবারের পুরভোটে ফল যে তাদের অনুকূলে যাবে না, আগেই বুজে গিয়েছিল আলিমুদ্দিন-মুরলিধর সেন লেন৷

তৃণমূলের এই সাফল্য একদিনে আসেনি৷ রাজ্য জুড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে উন্নয়নের কর্মসূচি চলছে নিঃসন্দেহে এটা তারই ফল৷ যারা ভোটের ফল নিয়ে বিশ্লেষম করেন, তাঁদের মত, ছাপ্পা,রিগিং, বুথ জ্যাম করে অল্প কিছু সাফল্য আসে৷ এ ভাবে সর্বত্র জয়জয়কার হতে পারে না৷ মানুষের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ ছাড়া এত বিপুল সাফল্য আসতে পারে না৷

এবারের পুরভোট বেশ কয়েকটা দিক স্পষ্ট করল৷

প্রথমত, বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ তৃণমূল নেত্রীকে সামনে রেখেই বহরমপুরের মত জায়গা আজ হাত মুক্ত৷ এতদিন শোনা যেত, অধীররঞ্জন চৌধুরী আর বহরমপুর নাকি অভিন্ন হৃদয়ের৷ না৷ বাংলার মানুষ ভুল প্রমাণ করলেন৷ অধীর নয়৷ বাংলা চাই মমতাকে৷ তাই, পুরভোটে অধীরকেই প্রত্যাখান করতে দু’বার ভাবল না বহরমপুর৷

দ্বিতীয়ত, পঞ্চাশ বছরের বেশি৷ কাঁথি পুরসভা ছিল অধিকারী পরিবারের অধিকারে৷ সময়ের সঙ্গে সঙ্গে এই অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূল কংগ্রেসের সহায়তায় সেই অধিকারকে আরও দৃঢ় করেছে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার ফল আজ ভালভাবে বুঝতে পারল শান্তিকুঞ্জ৷ মমতার মমতা সরে যাওয়ার ফল পেলেন শিশির অধিকারীরা৷ কাঁথি পুরসভা তৃণমূলের৷ যেখানে শিশির-শুভেন্দু-দিব্যেন্দুদের কোনও ভূমিকা নেই৷ আরও স্পষ্ট করে বললে, বিরোধী দলনেতা নিজের পাড়াতেই আজ ব্রাত্য৷

আরও পড়ুন-এসএলএসটি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

তৃতীয়ত, বালুরঘাট এবং খড়গপুর৷ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ৷ নিঃসন্দেহে বঙ্গবিজেপির দুই মুখ৷ নিজেদের এলাকাতেও পদ্মফুল ফোটাতে পারলেন না৷ যে হিরণ্ময়কে একাধিকবার কটাক্ষ শুনতে হয়েছিল, সেই অভিনেতার হাত ধরেই কিছুটা মুখরক্ষা হল দিলীপের৷ বাকি সবই মমতাময়৷

চতুর্থত, এবারের পুরভোটে দ্বিতীয়স্থানে নির্দল প্রার্থীরা৷ তাৎপর্যপূর্ণ এখানে৷ ভোটাররা বাম-বিজেপি-কংগ্রেস কোনও দলকে তৃণমূলের বিরোধী হিসাবে দেখতে চাইলেন না৷ যেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বাম-রাম-কংগ্রেস সমঝোতাকেই প্রমাণ করল৷ তৃণমূল নেত্রী বলেছেন, বিরোধিতা নয়, এই তিনটি রাজনৈতিক দল সমঝোতা করে চলে৷ দ্বিতীয় স্থানে উঠে আসা নির্দল যেন সেটাই বোঝাচ্ছে৷

পঞ্চমত, পুরভোট নিঃসন্দেহে অক্সিজেন দিল বামেদের৷ দশ মাস আগে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল বাংলা৷ বাম নেতারা কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট নিয়ে মুখ খুলেছিলেন৷ ভুল স্বীকার করেছিলেন৷ তার ফল মিলল৷ ২২৭৪টি ওয়ার্ডের মধ্যে ৬৫ ওয়ার্ডে জয় পেলেন বাম প্রার্থী৷ কিছুটা অক্সিজেন অবশ্যই ফিরলল৷ তাও ফিরল তরুণ নেতাদের হাত ধরে৷ যারা দিনরাত এককরে অক্সিজেন পৌঁছে ছিলেন করোনা আক্রান্তের ঘরে৷

আরও পড়ুন-Russia-Ukraine War: রুশ সেনার ঘেরাটোপে জনবহুল খারকিভ, রকেট হামলায় নিহত ২১

ষষ্ঠত, সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আগেই তৃণমূল সরব ছিল৷ এ দিন ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রীর মন্তব্য, কয়েক হাজার বুথের মধ্যে ৭-৮টি বুথের ছবি বারবার দেখানো হয়েছে৷ নির্বাচন কমিশনও সে কথায় বলেছে৷ দু’টি বুথে কমিশন পুনর্নির্বাচনও করেছে৷ মমতা-নির্বাচন কমিশন দু’য়ের মন্তব্যই প্রমাণ করছে, হামলার যে দাবি উঠেছিল, তা বিক্ষিপ্ত৷

তৃণমূলের এই জয়ের পর মমতা মন্তব্য, দায়িত্ব বাড়ল৷ নম্র হতে হবে৷

কর্মীদের চাঙ্গা করলেন৷ অক্সিজেন যোগালেন৷ বুঝিয়ে দিলেন, হিংসা নয়, নম্রতাই বাংলার উন্নয়নের চাবি কাঠি৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

জঘন্য ফুটবল, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২০২৬ বিশ্বকাপ খেলবেন? বড় ঘোষণা মেসির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সোমবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসবেন চাকরিহারারা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অলৌকিক! মন্দির উদ্বোধনের আগেই দিঘায় ভেসে এল জগ্ননাথ মূর্তি
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
‘রাম-বাম’ তত্ত্বে বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা কুণাল ঘোষের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
নতুন করে অশান্তির খবর নেই, এখনও পর্যন্ত গ্রেফতার ২৮৯ : জঙ্গিপুর পুলিশ সুপার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
খেলা হবের পাল্টা ‘নেমে খেলার ডাক’ সেলিমের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অনাদি সাহুর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দার্জিলিং-এ বিকল্প রাস্তা চাইছে মোর্চা, কেন্দ্রকে চিঠি রোশন গিরির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভুল বোঝাবুঝি থেকে মারাত্মক ঘটনা ভাবতে পারছে না বিহারের বেতিয়ার পুলিশ লাইন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন রাহুল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
জামাই বরণ করতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের অপেক্ষায় অন্ধ্রের গ্রাম
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team