বদলাতে চলেছে কার্তিক আরিয়ান অভিনীত পরের ছবির নাম।কিছুদিন আগেই জানা গিয়েছিল প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার পরের ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান।নাম ঘোষণার পাশাপাশি ছবির ফার্স্টলুক টিজারও মুক্তি পায়।এতদূর পর্যন্ত ঠিকই ছিল।কার্তিক অভিনীত এই নতুন ছবির নাম সত্যনারায়ণ কি কথা।এতেই তৈরি হয়েছে জোর বিতর্ক।সত্যনারায়ণ একটি বিশেষ সম্প্রদায়ের আরাধ্য দেবতা। বলিউডি ছবিতে ভগবানের নাম দেওয়া মোটেই উচিত্ নয়।সদ্যই এমনটাই দাবি তুলেছে নেটিজেনের একাংশ।
এরপরই নড়ে চড়ে বসেন ছবির নির্মাতারা।রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বদলানো হবে ছবির নাম।সদ্যই একটি ট্যুইটে বিবৃতি প্রকাশ করে ছবির পরিচালক সমীর বিদ্বানস্ জানিয়েছেন, কারোর ভাবাবেগে আঘাত করার জন্য এমনটা করেননি তাঁরা। সৃষ্টিশীল ভাবনা থেকেই ছবির নাম সত্যনারায়ণ কি কথা রাখা হয়েছিল।প্রযোজক এবং সমস্ত কলাকুশলীদের সমর্থনেই ছবির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।খুব শীঘ্রই ছবির নতুন নাম ঘোষণা হবে।
সূত্রের খবর,সমীর বিদ্বানসের এই ছবি একটি দুর্দান্ত প্রেমের গল্প।ছবিতে কার্তিককে এমন একটি চরিত্রে দেখা যাবে যে রকম রোল এর আগে করেননি লুকাছুপির অভিনেতা।এখন সত্যনারায়ণ কি কথা-র নাম বদলে ছবির নাম কি হয় সেটাই দেখার।