আসানসোল ভ্যাকসিন কাণ্ডে শোকজ করা হল আসানসোল পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তবসুম আরাকে।আসানসোল পুরনিগমের প্রশাসক বোর্ডের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।পাশাপাশি এই ঘটনায় একইসঙ্গে শোকজ করা হয়েছে ওইদিন ভ্যাকসিন কর্মসূচীতে উপস্থিত ডাক্তার অপূর্ব কুমার পান, নার্স মোনালি ভট্টাচার্য ও শাহেনওয়াজ পরভিন সহ তিনজন চিকিৎসককে ।তাদের শোকজ করেছেন আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংহানিয়া। পাশাপাশি ওইদিন ভ্যাকসিন ক্যাম্প থেকে যিনি ভ্যাকসিন নিয়েছিলেন তাঁর দেখাশোনার জন্য পুরনিগমের তরফে এক চিকিৎসককে দায়িত্বও দেওয়া হয়েছে।
আরও পড়ুন ডলফিনের মাংস কেটে পাচার, গ্রেফতার ১
শনিবার কুলটির যৌনপল্লিতে পুরসভার পক্ষ থেকে এক টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।সেই শিবিরে হঠাৎই হাজির হন প্রাক্তন ডেপুটি মেয়র তথা বর্তমান পুরবোর্ডের সদস্য তবসুম আরা। এর পরেই নার্সের হাত থেকে সিরিঞ্জ নিয়ে তাঁদেরই একজনকে কোভিড টিকা দেন তিনি।যা নিয়েই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন ভিক্ষুকদেরও কাজ করা উচিত, বলল হাই কোর্ট
প্রশ্ন ওঠে, বিনা প্রশিক্ষণে পুরবোর্ডের সদস্য কি করে এই কাজ করতে পারেন? পরে টিকাদানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিষয়টি সকলের নজরে আসে।ইতিমধ্যেই এই ঘটনা সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে। বিরোধী দলের নেতারা টিকাকরণের এই ভিডিও টুইট করে তীব্র সমালোচনা করেছেন।
আরও পড়ুন বাড়ছে স্টাফ স্পেশাল মেট্রো