স্বর্ণালঙ্কার পরা শুধু তাঁর শখ ছিল না। তিনি মনে করতেন এটি তার পক্ষে খুব লাকি। সব সময়ই তিনি ৭-৮ কি সোনার চেইন পরে থাকতেন। বাপ্পি লাহিড়ী দেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একজন ছিলেন। ভারতীয় ডিস্কো মিউজিকের কিং কম্পোজার বাপ্পি লাহিড়ী গত চার বছর ধরে সঙ্গীতপ্রেমীদের মনোরঞ্জন করে আসছেন। বাপ্পিদা সোনার অলংকারের সেজে থাকতে ভালবাসতেন। পাশাপাশি তার শখ ছিল নতুন নতুন বিলাসবহুল গাড়ি কেনা। প্রভাতের সংগীতশিল্পীর বিলাসবহুল গাড়ি এক দুর্দান্ত সংগ্রহ ছিল। তার গ্যারেজে ছিল বিশ্বের সেরা অনেক গাড়ি। তার মধ্যে বিশেষ করে পাঁচটি গাড়ি ছিল তার বিশেষ পছন্দের। অতি সম্প্রতি তিনি টেসলর টেসলা এক্স মডেলের একটি গাড়ি কিনেছিলেন যেটির দাম ৫৫ লক্ষ টাকা। এই গাড়ি ভারতে বিশিষ্ট কয়েকজনের কাছে আছে।
এই মুহূর্তে ভারতে এই গাড়িটি পাওয়া যায় না। বিদেশ থেকে আনতে হয়। তিনি ছিলেন একমাত্র ভারতীয় সংগীতশিল্পী যাঁকে মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন আমন্ত্রণ জানিয়েছিলেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম রয়েছে। ১৯৮৬ সালে বাপ্পি লাহিড়ী ৩৩ টি ছবির সংগীত পরিচালনা করেছিলেন। সেজন্যই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছিল।