উস্কানিমূলক মন্তব্যের জের। তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে মিঠুন চক্রবর্তীকে। মানিকতলা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করবে তাঁকে। এই নিয়ে তিন বার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কোন কোন সভায় এরকম উস্কানিমূলক মন্তব্য করেছেন? সেই সভায় বড় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন? এই মন্তব্য কি উনি নিজেই করেছিলেন না তাঁকে এরকম মন্তব্য করতে প্ররোচিত করা হয়েছিল? সভায় তখন কত মানুষ উপস্থিত ছিলেন? ইত্যাদি প্রশ্নের মুখোমুখি হতে হবে তাঁকে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা হবে মহাগুরুকে।
আরও পড়ুন : মিঠুনকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করা যাবে
শনিবার বেলা এগারোটায় জিজ্ঞাসাবাদের কথা থাকলেও, মিঠুনের বিশেষ কিছু কাজ থাকায় তিনি জিজ্ঞাসাবাদের সময় পরিবর্তনের জন্য অনুরোধ করেন। সুত্রের খবর, বেলা এগারোটার পরিবর্তে বিকেলের দিকে তাঁর সঙ্গে কথা বলবে মানিকতলা থানা। বাংলার বিধানসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে প্রচারে নামেন মহাগুরু। একাধিক জনসভায় ও রোড শো’য়ে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর ছবির কিছু বিখ্যাত সংলাপ এইসময় বলেন মহাগুরু। বিতর্কের সুত্রপাত সেখানেই। সেই সংলাপ উস্কানিমূলক বলে একাধিক ধারায় মামলা দায়ের হয় তাঁর নামে।