তিন কিংবা দু’কামরার ছোট ফ্ল্যাট, জায়গার অভাব যেমন আছে তেমনই আবার ঘরের আনাচে কানাচে রয়েছে আরামদায়ক কোনগুলো। সারাদিনের ক্লান্তির অবসান হয় যেখানে এসে। অন্দরসজ্জাও অনেকটাই সহজ, সামান্য কিছু ফের বদলেও নিমেষেই বদল ফেলা যায় বাড়ির রূপ। তাই স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক কিংবা ছোট ফ্ল্যাট ঠিক মতো সাজাতে জানলে স্টাইলিশ হোম ডেকর পাওয়া তেমন কিছু শক্ত নয়। রইল ছোট ফ্ল্যাট বা স্টুডিও অ্যাপার্টমেন্ট সাজিয়ে তোলার তেমনই দারুণ কিছু বাজেট ফ্রেন্ডলি উপায়।
ফোল্ডেবেল ফার্নিচার ব্যবহার করুন
জায়গার অভাবের কথা মাথায় রেখেই তৈরি করা হয় এই সব ফোল্ডেবেল ফার্নিচার। এগুলি যেমন ওজনে হালকা হয় তেমনই আবার জায়গাও কম নেয়। তাই প্রয়োজনমতো, যখন ইচ্ছে সহজেই জায়গা বদলানো সম্ভব। এছাড়া এই সব আসবাবপত্র এমন ভাবে তৈরি করা হয় এগুলো দেখতেও বেশ স্টাইলিশ। অন্দরসজ্জায় এক অন্য মাত্রা যোগ করে।
আলোর ব্যবহারে বিশেষ নজর দিন
ছোট জায়গায় একটার বদলে একাধিক আলোর উত্স থাকলে ভাল হয়। তবে এই একাধিক আলোর ব্যবস্থা এমন ভাবে করতে হবে যাতে কোনও জায়গায় সামান্য অন্ধকারও যাতে না থাকে। ঘর যাতে সম্পূর্ণ রূপে আলোকিত থাকে। তবে ঘরে ন্যাচারাল লাইট সোর্স থাকলে মনে রাখবেন অন্দরসজ্জার হিড়িকে তা যেন কোনও মতেই অবরুদ্ধ না হয়।
বিভ্রান্তির জন্য আয়না
ঘরে আয়না থাকলে তা আরও বড় ও খোলামেলা দেখায়। তাই ঘরের দৈর্ঘ্যপ্রস্থ নিয়ে বিভ্রম সৃষ্টি করতে চাইলে ঘরে লম্বা আয়না রাখতে পারেন। লম্বা আয়না থাকায় ঘর দেখতে বেশ খোলামেলা লাগে। আরও ভাল হয় যদি জানালার পাশেই আয়না রাখা যায়। এতে ঘরের বাইরের জগতের প্রতিফলনও ঘটবে। ঘর ছোট হলেও দেখতে বড় লাগবে।
ঘর সাজাতে রাগ ব্যবহার করতে পারেন
ছোট ছোট রাগ বা মেঝেতে পাতবার কম্বল আজকাল অন্দরসজ্জায় ‘দ্য ইন থিং’। তবে ছোট ছোট রাগের বদলে একটা লম্বা রাগ ব্যবহার করতে পারেন। তবে জ্যাবরা কাজের বদলে হালকা নকশা বা রঙয়ের রাগ বাছুন, এতে ঘর আরও খোলামেলা ও উজ্জ্বল দেখাবে। তাই রাগ কিনতে হলে পেল প্যাস্টেল, ন্যাচারাল দেখতে নিউট্রাল শেড কিংবা অফ হোয়াইট রাগ বাছুন। নানা রকমের নকশ ও প্যাটার্ন বা মোটিফ দেখতে ভাল লাগলেও ছোট ঘরের ক্ষেত্রে সেটা মানায় না।
ঘরে বসার জায়গায় চমক আনতে পারেন
ছোট ঘরে স্বাভাবিক ভাবে কাউচ বা সোফা রাখলে তা দেখতে মোটেও ভাল লাগবে না। বরং ফ্লোর সিটিংয়ের ব্যবস্থা করতে পারেন। প্রয়োজন না থাকলে তুলে রাখতে পারেন। মেঝেতে বসার ব্যবস্থা থাকলে তা যেমন আরামদায়ক বানানো যাবে তেমন আবার উঁচু ছাদের ভিজ্যুয়াল এফেক্ট সৃষ্টি হবে। ঘর খোলামেলা দেখাবে।
অন্দরসজ্জার সময়ে এই বিষয়গুলিতে নজর দিলে দেখবেন আপনার অ্যাপার্টমেন্ট আরও আকর্ষণীয় হয়ে উঠেবে।
(ছবি সৌ: Homebnc)