কলকাতা: উত্তম কুমার-“তার মানে আপনি বলতে চাইছেন বিনা ডকুমেন্টসে ঋণ পাইয়ে দেওয়ার লিংকে আমি ক্লিক করলেই সর্বস্বান্ত হব? কমল মিত্র-“বলতে চাইছি না, বলছি।”
কলকাতা পুলিশের ফেসবুক পোস্টে ফিরে এলেন মহানায়ক উত্তম কুমার এবং কমল মিত্র। তাঁদের ছবি দিয়ে এইভাবে ব্যাঙ্ক জালিয়াতির সতর্কবার্তার প্রচার শুরু করলেন লালবাজারের পদস্থ কর্তারা। ফেসবুক পোস্টে উঠে এল সুপারহিট ছবি ‘দেয়া নেয়া’র বিখ্যাত সেই সংলাপ। যে সংলাপ শোনা গিয়েছিল বাবা কমল মিত্র এবং ছেলে উত্তম কুমারের কণ্ঠে।
শহরে নানাভাবে ব্যাঙ্ক জালিয়াতির চক্রান্ত চলছে। এই অনলাইন জালিয়াতিতে সক্রিয় জামতাড়ার কুখ্যাত জালিয়াতরা। বিভিন্ন কায়দায় চলছে জালিয়াতি। কখনও ব্যাঙ্কের নাম করে, কখনও আবার অন্য কায়দায় জালিয়াতি চালানো হচ্ছে।
আরও পড়ুন: ‘সাইবার ক্রাইমে’র জালে মধুমিতা
কোনও ডকুমেন্টস ছাড়াই এবার ঋণ পাইয়ে দেওয়ার নাম করে জালিয়াতির জাল ছড়িয়েছে দুষ্কৃতীরা। তাদের আটকাতে সাধারণ মানুষকে বিভিন্নভাবে সতর্ক করেছে কলকাতা পুলিশ। শহর জুড়ে শুরু হয়েছে পুলিশের প্রচার। শহরের বিভিন্ন জায়গায় পড়েছে লালবাজারের পোস্টার এবং ফ্লেক্স। তাতেও দমানো যায়নি জালিয়াতি।
এবার সেই প্রচারে অভিনবত্ব নিয়ে এলেন লালবাজারের পুলিশ কর্তারা। কলকাতা পুলিশের ফেসবুকে উত্তম কুমার এবং কমল মিত্রের ছবি দিয়ে মঙ্গলবার থেকে শুরু হল প্রচার।