Placeholder canvas
কলকাতা রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
TMC Candidate List: ‘কত টাকার বিনিময়ে টিকিট’? প্রার্থিতালিকা প্রকাশের পরই রাজ্যজুড়ে তৃণমূলীদের বিক্ষোভ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: পল্লবী দত্ত
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ০৮:৫৪:০৩ পিএম
  • / ৪৩০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: পল্লবী দত্ত

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: শুক্রবার রাজ্যের ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল৷ আর প্রার্থিতালিকা প্রকাশের পরই উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুরু হয়েছে দলীয় কোন্দল৷ এদিন দলের তরফে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের অনেককেই প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না কর্মীরা৷ তাই প্রার্থী বদলের দাবিতে সন্ধের পর বৃষ্টি মাথায় নিয়ে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বহু জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন৷ কেউ কেউ প্রশ্ন তোলেন, কত টাকার বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে প্রার্থীকে?

যদিও প্রার্থিতালিকা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে৷ জানা গিয়েছে, এই তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত নয়৷ প্রকাশিত তালিকাটা তৈরি করেছে আই-প্যাক৷ সেই তালিকায় দেখে জেলায় জেলায় বিক্ষোভ শুরু হতেই বৈঠকে বসেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ছাড়া কী করে তালিকা প্রকাশ করা হল ওয়েবসাইটে৷ সদুত্তর পাওয়া যায়নি৷ তিনঘণ্টা পরেও প্রার্থিতালিকাটি ওয়েবসাইট থেকে সরানো হয়নি৷ শেষ পাওয়া সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল শীর্ষ নেতৃত্বের সই করা সংশোধিত তালিকা জেলাসভাধিপতিদের কাছে পাঠানো হয়েছে৷ চূড়ান্ত তালিকায় ২০ শতাংশ নামের পরিবর্তন আছে৷

এদিকে দলের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকা দেখে জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ৷ শুক্রবার সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা৷ এই ওয়ার্ড থেকে ভোটে দাঁড়াচ্ছেন সুমন পাল৷ তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ দলের কর্মীদের একাংশ৷ তাঁরা জানিয়েছেন, নোটন দাস এই ওয়ার্ডের দাবিদার৷ সুমন পাল কর্মীদের সঙ্গে থাকেন না৷ তাঁর বিরুদ্ধে অনৈতিক নানা কাজের অভিযোগ রয়েছে৷ নোটন দাসকে প্রার্থী চেয়ে ওয়ার্ডের তৃণমূল কর্মীরা সোচ্চার হন৷ অশোকনগর রাস্তা অবরোধ করেন তাঁরা৷ টায়ার জ্বালিয়ে প্রতিবাদও করেন৷ বিক্ষোভকারীদের প্রশ্ন, কত টাকার বিনিময়ে সুমন পালকে প্রার্থী করা হল এর জবাব দিতে হবে৷

অন্যদিকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই অনুগামীদের নিয়ে প্রচার শুরু করে দেন সুমন পাল৷ তিনি বলেন, ‘আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি নিশ্চয় আছে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমাকে প্রার্থী করা হয়েছে৷ যাঁরা বিক্ষোভ করছেন তাদের বলব প্রার্থী একজনই হবে৷ অনেকেই হয়তো ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ কিন্তু এই ভেদাভেদ নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেব৷’

Suman-Pal

অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুমন পালের প্রচার শুরু৷ শুক্রবার৷ নিজস্ব চিত্র৷

আরও পড়ুন: TMC Candidate List: মমতা অনুমোদিত নয়, তালিকা আই প্যাকের; প্রার্থী ঘোষণার পরই জেলায় জেলায় বিক্ষোভ

একই ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গের মাল পুরসভায়৷ সেখানকার ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে পুলিন গোলদারকে দাঁড় করিয়েছে তৃণমূল৷ কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে কিছুতেই মানতে চাইছেন না ওয়ার্ডের তৃণমূল কর্মীরা৷ মালবাজার শহরের সত্যনারায়ণ মোড়ে তৃণমূলের পার্টি অফিসের সামনে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তাঁরা৷ তৃণমূল কর্মীরা জানিয়েছেন, ২ নম্বর ওয়ার্ডে বৈজু রাউতের প্রার্থী হওয়ার কথা ছিল৷ তাঁর নাম চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু হঠাৎ করে পুলিন গোলদারকে প্রার্থী করা হল৷ তাঁদের দাবি, বহিরাগত পুলিনকে প্রার্থী হিসেবে তাঁরা মানবেন না৷ প্রার্থী বদল না করা হলে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দেন কর্মীরা৷

TMC-2

মালবাজারে তৃণমূলীদের বিক্ষোভ৷ শুক্রবার৷ নিজস্ব চিত্র৷

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

স্ত্রীকে কাটারির কোপ, যাবজ্জীবন সাজা স্বামীর
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
গরুপাচার মামলায় জামিন অনুব্রতর দেহরক্ষী সায়গলের
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
আরজি কর মেডিক্যাল থেকে বহিষ্কৃত ১০ চিকিৎসক
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
জুনিয়র ডাক্তারদের অনশন শুরু, নেই আর জি করের কেউ
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
ভোটে জিততে টাকা ছড়ায় কংগ্রেস, তোপ মোদির
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
পুজোর আগে আইনি লড়াই জিতল আর্সালান বিরিয়ানি!
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
বিজেপির জেলা পরিষদের সদস্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ডাক্তারদের জমায়েত বেআইনি, এই মর্মে মামলা পুলিশের
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
আজ আইএসএলের প্রথম ডার্বি, মোহনবাগান বনাম মহমেডান
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
প্রৌঢ়কে পিছমোড়া করে বেঁধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
আদালত অবমাননায় অভিযুক্ত পরিবহণ সচিব সৌমিত্র মোহন
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ইস্টবেঙ্গলকে আজ জয়ে ফেরাতে পারবেন বিনো?
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
হরিয়ানায় ঘোড়ায় চড়ে ভোট দিলেন শিল্পপতি নবীন জিন্দল
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
ধর্মতলায় অবস্থান নিয়ে জুনিয়র ডাক্তারদের বিবেচনার বার্তা কলকাতা পুলিশের
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা ঘাঁটিতে বড় হামলা
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team