সোনারপুর: পৌরসভায় আসতে হলে পরতে হবে শালীন পোষাক। অশালীন বা দৃষ্টিকটূ পোষাক পরে পুরসভার কার্যালয়ে প্রবেশ করা যাবে না। সাধারণ মানুষের জন্য এমনই পোষাক নীতি চালু করেছে রাজপুর-সোনারপুর পৌরসভা। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পৌরসভায় ঢোকার প্রবেশ দ্বারে লাগানো হয়েছে পোস্টার। তাতে কালো কালিতে লেখা, অশোভনীয় বা দৃষ্টিকটু পোশাক পরে পৌরসভায় প্রবেশ নিষিদ্ধ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিরোধীদের বক্তব্য, রাজ্যের কোনও পৌরসভাতেই এমন ভাবে পোশাক-পরিচ্ছদ নিয়ে বিধিনিষেধ জারি করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে রাজপুর-সোনারপুর পৌরসভা পরিষেবা নিতে আসা মানুষকে এমন নির্দেশিকা দিতে পারে কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই।
আরও পড়ুন: বিজেপি কর্মীর দেহ ফের ময়নাতদন্ত, নির্দেশ হাইকোর্টের
পৌরসভা সূত্রে খবর, রাজপুর-সোনারপুর পৌরসভার রাজপুর কার্যালয়ে সম্প্রতি বেশ কিছু মানুষ বারমুন্ডা, হাফপ্যান্ট পরে কার্যালয়ে আসছেন বিভিন্ন পরিষেবা নিতে। সেই অবস্থাতেই অনেকে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে ঘন্টার পর ঘণ্টা বসে থাকছেন। তাতে শুধু পুরকর্মী নয় অস্বস্তিতে পড়ছেন পরিষেবা নিতে আসা অন্যান্য মানুষেরাও, বিশেষ করে মহিলারাও। সে কারণেই এই নির্দেশ।
আরও পড়ুন: কে আগে নেবে ভ্যাকসিন, টিকাকেন্দ্রে হুলুস্থুল
সোনারপুর পৌরসভার প্রশাসক পল্লব দাস জানিয়েছেন, বিগত কিছুদিন ধরে অনেকেই অভিযোগ জানিয়ে আসছিলেন পোশাক নিয়ে। তাঁদের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত। তাছাড়া অফিসের কিছু নিয়ম থাকে। সেইমতো দৃষ্টিকটু যাতে না লাগে এমন পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই নিয়ম যথেষ্ট দায়িত্ব নিয়েই পালন করা হচ্ছে পৌরসভাতে। কেউ হ্যাফপ্যান্ট কিংবা বারমুন্ডা পরে চলে আসলে তাদের ফেরত পাঠাচ্ছে গেটের দায়িত্বে থাকা রক্ষীরাই।
আরও পড়ুন: রাস্তায় বাস নেই, সময়ে গন্তব্যে পৌঁছতে ভোগান্তি
বিরোধীরা এই নির্দেশকে ফতোয়া বলে দাবি করলেও স্থানীয় বাসিন্দারা কিন্তু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, অনেকসময় এই ধরনের পোশাক পরে এলে তা দৃষ্টিকটূ। সেক্ষেত্রে কাজেও অসুবিধা হয়। তাই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজপুর সোনারপুর বাজার অফিস এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।