নয়াদিল্লি: নির্মলা সীতারমনের বাজেটকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে বিজেপি। দলের শীর্ষ নেতারা বাজেটের ভূয়সী প্রশংসা করলেও এই বাজেট নিয়ে তীব্র তোপ দেগেছেন বিরোধীরা। একযোগে সরব হয়েছে কংগ্রেস-তৃণমূল-সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলি। কংগ্রেসের দাবি, মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই বাজেট। কংগ্রেস সাংসদ টুইটে বাজেটকে, ‘মোদি সরকারের জিরো সাম বাজেট!’ বলে উল্লেখ করেছেন।
টুইটারে বাজেট নিয়ে কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল টুইটে লিখেছেন, ‘বেতনভুক শ্রেণি, মধ্যবিত্ত, গরিব ও বঞ্চিত, যুব সমাজ, কৃষক ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য কিছুই নেই বাজেটে। এটা মোদি সরকারের জিরো সাম বাজেট।’ মধ্যবিত্ত, গরিব মানুষ যে এই বাজেটে হতাশ, তা মনে করাতে ভোলেননি কংগ্রেস নেতারা।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা টুইটারে লিখেছেন, ভারতের বেতনভোগী শ্রেণি এবং মধ্যবিত্তরা অতিমারি পর্বে বেতন হ্রাস এবং মূল্যস্ফীতির কবলে পড়েছিল। তাঁরা বাজেট থেকে অনেক কিছু আশা করেছিলেন। পিছনে ত্রাণ আশা করছিল। তবে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কর কাঠামো অপরিবর্তিত রেখে তাঁদের গভীরভাবে হতাশ করেছেন। এটি ভারতের বেতনভুক শ্রেণি এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
আরও পড়ুন: Budget 2022: জনকল্যাণ-উন্নয়নমুখী বাজেটের জন্য নির্মলাকে ধন্যবাদ মোদির
M0di G0vernment’s Zer0 Sum Budget!
Nothing for
– Salaried class
– Middle class
– The poor & deprived
– Youth
– Farmers
– MSMEs— Rahul Gandhi (@RahulGandhi) February 1, 2022
বাজেটের সমালোচনায় কেন্দ্রকে পেগাসাস নিয়েও খোঁচা মারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লেখেন, সাধারণ মানুষের কাছে এই বাজেট শূন্য৷ বেকারত্ব ও মূল্যবৃদ্ধিতে ঝুঁঝতে থাকা সাধারণ মানুষের জন্য বাজেটে কোনও দিশা নেই বলে টুইটে অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বড় বড় শব্দের মধ্যে হারিয়ে গিয়েছে সরকারের উদ্দেশ্য৷ এই বাজেট আসলে পেগাসাসে মোড়া একটি বাজেট৷
কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, ‘গরিব, কৃষক, চাকুরিজীবী বা মধ্যবিত্তদের পকেট শূন্য৷ তাদের স্বস্তি দেওয়ার মতো বাজেটে কিছুই নেই৷ বেকাররাও হতাশ৷ ছোট ব্যবসায়ীদের বাঁচাতে এবং পণ্যের চাহিদা বাড়াতে বাজেটে কিছুই বলা হয়নি৷’ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির প্রশ্ন, এই বাজেটে কে লাভবান হল? দেশের ধনী ব্যক্তিদের ১০ শতাংশের হাতে মোট সম্পদের ৭৫ শতাংশ রয়েছে৷ ৬০ শতাংশ মানুষের হাতে ৫ শতাংশের কম সম্পদ আছে৷ অতিমারিতে যাদের হাতে প্রচুর অর্থ এল সেই ধনীদের ক্ষেত্রে কেন করবৃদ্ধি করা হল না?
চলতি মাসেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই বাজেট তৈরির চেষ্টা করেছে মোদি সরকার, এমনটাই মত বিশেষজ্ঞদের। সে কারণেই হয়তো বাজেটে বড় বড় উন্নয়নের কথা থাকলেও বেকারত্ব কমাতে বাজেটে কোনও দিশা দেখানো হয়নি। বয়স্কদের জন্য বাজেটে বিশেষ কিছুই নেই।