ভোপাল: কার আগে কে নেবে ভ্যাকসিন? এই নিয়ে রীতিমত মারামারি, ধাক্কাধাক্কি, হুলুস্থুল কাণ্ড পড়ে গেল। পরিস্থিতি এতোটাই বিগড়ে গেল যে প্রায় পদপিষ্ট হয়ে যাওয়ার মত অবস্থা। ভ্যাকসিন রয়েছে মাত্র ২০০টি। আর গ্রামবাসীদের সংখ্যা প্রায় ২ হাজার। প্রত্যেকেই চাইছেন ভ্যাকসিন নিতে। লাইন ভেঙে কে কার আগে পৌঁছবেন চিকিৎসকের কাছে। তাই নিয়েই তাড়াহুড়ো। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের চিন্দওয়ারা জেলায়।
আরও পড়ুন: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?
ওই টিকাকেন্দ্রের একটি ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যে ঘরে ভ্যাকসিন দেওয়া হবে তার শাটার খুলতেই হুড়মুড়িয়ে লোক ঢুকছেন সেখানে। তাঁদের না আছে মুখে মাস্ক। আর না মানছেন সামাজিক দূরত্ব বিধি। এই ধাক্কাধাক্কির চোটে কয়েকজন মহিলা পড়েও গেছেন মাটিতে। কিন্তু তােও হুঁশ নেই কারও। পড়িমরি মানুষ ছুটছেন ভ্যাকসিন নিতে। এই ঘটনা দেখে তাজ্জব চিকিৎসকেরা।
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্তকে হাসপাতালে ভর্তি করালেন মন্ত্রী
তাঁদের বক্তব্য, এতে করোনা সংক্রমণ হতে পারে। কিন্তু মানুষ এতটাই মরিয়া আর আতঙ্কিত যে সামাজিক দূরত্ব না মেনেই ছুটেছেন। যাতে আগে ভ্যাকসিন নিয়ে করোনা ঠেকানো যায়। দেশজুড়েই শোনা যাচ্ছে ভ্যাকসিনের আকাল। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, কিছুদিন ধরেই রাজ্যে ভ্যাকসিনের জোগান কম রয়েছে। সবাইকেই ভ্যাকসিন দ্রুত দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তা বলে এ ধরনের ঘটনা একদমই বরদাস্ত নয়।