বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার ফরেনসিকের তিন সদস্যের একটি দল আসে হাসপাতলে। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা।
শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড বিভাগ রাধারানি ওয়ার্ডে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সন্ধ্যা মণ্ডল নামে ৬০ বছর বয়সি এক বৃদ্ধার। সন্ধ্যা মণ্ডলের বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে। শনিবার ছয় সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ডকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো সোমবার ফরেনসিকের তিন সদস্যের একটি দল আসে হাসপাতালে। ঘুরে দেখেন ঘটনাস্থল। সেইদিন রাতে কর্তব্যরত স্বাস্থ্য কর্মী ও নার্সদের সঙ্গে কথা বলেন তাঁরা। সমস্ত কিছু পর্যালোচনার পরই রিপোর্ট জমা দেবেন স্বাস্থ্য দফতরে।
আরও পড়ুন: School Reopen: অষ্টম থেকে দ্বাদশ বৃহস্পতিবার স্কুল শুরু, খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়, ঘোষণা মমতার
বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ড নিয়ে এর আগেও একাধিক বার গাফিলতির অভিযোগ উঠেছিল। পরিকাঠামো নিয়েও বারবার প্রশ্ন তুলেছিলেন রোগীর আত্মীয়রা। তার পরেও বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি। শনিবার সেই কোভিড ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।