‘অন্তিম’-এর পর আর মুক্তি পায়নি সলমনের নতুন ছবি।করোনা সংক্রমণ এড়াতে পিছিয়েছে সল্লুর আগামী রিলিজ ‘টাইগার ৩’-র শ্যুটিং।তাই ছবির মুক্তি আপাতত বিশ বাঁও জলে।তবে ভক্তদের বিনোদনে কমতি রাখছেন না ভাইজান।কয়েকদিন আগেই গুরু রান্ধাওয়ার নতুন মিউজিক ভিডিও ‘ম্যায় চলা’-তে দারুণ নজর কেড়েছেন সল্লু মিঞা।মিউজিক ভিডিওতে গান গুরুর সঙ্গে গলা মিলিয়েছেন চুলবুল পাণ্ডের বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরও।তবে এখানেই থামতে রাজি নন ভাইজান।শীঘ্রই আসছে নতুন মিউজিক ভিডিও ‘ড্যান্স উইথ মি’।তার টিজার এদিন সোশ্যাল সাইটে শেয়ার করেছেন জাসুস টাইগার।নতুন গানে যে থাকবে সলমনের ধামাকেদার ড্যান্স তার আভাস টিজারেই দিয়েছেন বলিপাড়ার সুপারস্টার।নতুন টিজার দেখার পর থেকেই সলমন ভক্তদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে।অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হবে না ভক্তদের।কারণ শনিবারই মুক্তি পাবে সল্লুর ‘ড্যান্স উইথ মি’।
View this post on Instagram