অস্কারের দৌড়ে জায়গা করে নিল দু দুটি দক্ষিণী ছবি।৯৪ তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারত থেকে মনোনীত হল সুপারস্টার সুরিয়া অভিনীত ছবি তামিল ছবি ‘জয় ভীম’ এবং মোহনলালের মালায়লম ছবি ‘মারাক্কার-লায়ন অফ দ্য আরবিয়ান সি’। ওটিটিতে মুক্তির পরই দারুণ তোলপাড় ফেলে দিয়েছে সামাজিক তামিল ছবি ‘জয় ভীম’।পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছে হাঙ্গামা খ্যাত পরিচালক প্রিয়দর্শন-এর নতুন ছবি ‘মারক্কার-লায়ন অফ দ্য আরবিয়ান’।৯৪তম অ্যাকাডেমি পুরস্কার প্রতিযোগীতায় প্রাথমিক ভাবে ২৭৬টি ছবি বেছে নেওয়া হয়েছে।২০২২ অস্কারের জন্য ভারত থেকে মনোনীত হয়েছে ‘জয় ভীম’ এবং ‘মারক্কার’।
সুরিয়া অভিনীত ‘জয় ভীম’ বেস্ট ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগীতার জন্য পাঠানো হয়েছে।আগামী ২৭ শে জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে অস্কারের ভোটিং পর্ব।৮ফেব্রুয়ারি ঘোষণা হবে চুড়ান্ত মনোনয়ন তালিকা।আগামী ২৭মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।