নয়াদিল্লি: উত্তর পূর্বের তিন রাজ্য মণিপুর, ত্রিপুরা ও মেঘালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার সকালে টুইট করে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও। ১৯৭১ সালের উত্তর-পূর্ব অঞ্চল পুনর্গঠন আইনের অধীনে ১৯৭২-এর ২১ জানুয়ারি মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয় পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘দেশের জন্য এই তিন রাজ্যের অবদানে গর্বিত৷’ মণিপুরকে ‘উদ্ভাবন এবং ক্রীড়া প্রতিভার পাওয়ার হাউস’ হিসেবে উল্লেখ করেন।
Statehood Day greetings to the people of Manipur. India is proud of Manipur’s contribution to national development. Manipur is a powerhouse of innovation and sporting talent. I wish the state the very best in its journey towards progress.
— Narendra Modi (@narendramodi) January 21, 2021
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ত্রিপুরা, মণিপুর ও মেঘালয়ের প্রাকৃতিক সম্পদের উল্লেখ করে জানান, এই তিন রাজ্য প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। ভারতের উত্তর-পূর্বের প্রাণবন্ত সংস্কৃতি এবং ঐতিহ্যকে এই তিন রাজ্য এগিয়ে নিয়ে চলেছে। প্রতিষ্ঠা দিবসে তিন রাজ্যের জনগণকে তিনি অভিনন্দন জানান।
Greetings to the people of Manipur, Meghalaya and Tripura on Statehood Day. These states, full of natural riches, represent the vibrant culture and unique traditions of our northeast. My best wishes to the citizens of these states for a happy and prosperous future.
— President of India (@rashtrapatibhvn) January 21, 2022
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব টুইটারে এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা এক অনন্য উন্নয়নের সাক্ষী হয়ে রয়েছে।’
I extend warm greetings to my beloved sisters & brothers on Statehood Day of our state.
Tripura is witnessing a new era of progress & prosperity under the leadership of Adarniya Shri @narendramodi ji.Together we shall strive to realise the hopes & aspirations of every citizen. pic.twitter.com/zs3sZLjtLm
— Biplab Kumar Deb (@BjpBiplab) January 21, 2021
মেঘালয়ের মুখ্যমন্ত্রী পূর্বসূরি নেতাদের স্মরণ করে বলেন, যে নেতাদের দৃঢ়তায় মেঘালয় সৃষ্টির পথ প্রশস্ত হয়েছে, তাঁদের সম্মান জানাই। মেঘালয় দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা।
On #MeghalayaDay, we honour our resolute leaders before us who paved way for the creation of Meghalaya. Let us recommit ourselves & carry forward their legacy with the same values & purpose that inspired them- for the future of our people.
Wishing everyone a Happy Meghalaya Day! pic.twitter.com/rsZdcQjb4a
— Conrad K Sangma (@SangmaConrad) January 21, 2021
রাজ্যের প্রতিষ্ঠা দিবসে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন শাহ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। তাঁর বার্তা, ‘আসুন, আমরা আমাদের সুন্দর রাজ্যের শান্তিপূর্ণ সহাবস্থান, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি।’
Warmest greetings to the people of my State on the occasion of #StatehoodDay.
Let us pledge to work together for peaceful co-existence, progress & prosperity of our beautiful State.
May the State achieve zenith of development under the leadership of PM Shri @narendramodi ji.
— N. Biren Singh (@NBirenSingh) January 21, 2021