Placeholder canvas
কলকাতা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Fourth Pillar | সাংবাদিক, ফিল্ম মেকার, অভিনেতা জেলে, মেহুল ভাই মজে মে হ্যায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Buddhadeb Pan
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১০:৩০:০০ পিএম
  • / ১৪০ বার খবরটি পড়া হয়েছে
  • Buddhadeb Pan

কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh, Congress Leader) সেদিন শ্লোগান (Slogan) দিয়েছেন – “মোদি সরকারকে দো সগে ভাই, ইডি অউর সিবিআই।” মোদি সরকারের (Modi Government) এক মায়ের পেটের দুই ভাই, ইডি আর সিবিআই (ED an CBI)। কিন্তু আমরা তো এছাড়াও কত শত ভাইয়ের কথা জানি। দাউদ ভাই, মুন্না ভাই। তাদেরও ওপরে, আপাতত বাজার গরম মোদিজির পরিচিত কয়েকজন ভাইকে নিয়ে। তালিকার ওপরে আছে মেহুল ভাই চোকসি (Fugitive Diamantaire Mehul Choksi), তিনি আপাতত দেশের ১৩ হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, বসে আছেন অ্যান্টিগাতে। এতদিন তাঁকে ধরার জন্য ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা ছিল (Red Corner Notice Issued by Interpol), মানে তিনি ওই অ্যান্টিগা (Antigua) ছেড়ে কোথাও যেতে গেলেই, তাঁকে আটকানো হতো। তিন বছর পর তাঁর বিরুদ্ধে জারি করা ওই রেড কর্নার নোটিস তুলে নিয়েছে ইন্টারপোল। অতএব, তিনি এখন মুক্ত, স্বাধীন এবং গণতান্ত্রিক (Free, Independent and Democratic)। মঙ্গলে উষা, বুধে পা, যেথা ইচ্ছা, তথা যা। উলটে তিনি জানিয়েছেন, ভারতের গোয়েন্দা সংস্থার দুই এজেন্ট (Agents) তাঁকে কিডন্যাপ (Abduct) করার চেষ্টা করেছে। সেই চেষ্টা এখনও জারি আছে, কাজেই ভারতে গেলে তাঁর প্রাণহানি আশঙ্কা থেকেই যাচ্ছে। অতএব, তিনি আপাতত বান্ধবীদের নিয়ে অ্যান্টিগাতে মালেব্যু রাম (Malibu Rum) খেতে খেতে গান গাইছেন। 

মোদিজি (Narendra Modi, Prime Minister of India) বলেছিলেন, না খাউঙ্গা অউর না খানে দুঙ্গা। সে কথা মনে পড়লেই, মেহুলভাই একচোট হেসে নিচ্ছেন। ওধারে আরেক বিনোদভাই আদানি, তিনিও ভাই, তিনি বেনামে কোম্পানি তৈরি করে মরিশাস (Mauritius) থেকে আমাদের প্রতিরক্ষা দফতরের বরাত পেয়ে যাচ্ছেন। গৌতম ভাই আদানির (Gautam Adani) নাম তো এখন গড়ের মাঠের ঘোড়াদেরও পরিচিত। নিজের শেয়ার নিজেই কিনছেন, নিজেই বাজার বাড়াচ্ছেন, ধার নিচ্ছেন এবং সেই ধারের টাকা দিয়ে সম্পদ কিনে, তা দেখিয়ে আবার ধার নিচ্ছেন। আপাতত একের পর এক ঘাপলা সামনে আসায় সামান্য বিব্রত। কিন্তু ওই যে মাথার ওপর আসল ভাইয়ের হাত আছে। আরেকজন ফ্রডের নাম সামনে, কিরণ ভাই প্যাটেল। তাঁর হাতে আবার পিএমও (PMO)-র, মানে প্রধানমন্ত্রীর দফতরের কাগজপত্র, তিনি জেড প্লাস সুরক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপাতত ধরা পড়েছেন বটে। কিন্তু কতদিন হাজতে থাকবেন জানা নেই। কারণ, এনার খবর ছাপা বন্ধ, কোনও জাতীয় সংবাদ মাধ্যম, এই খবর আর ফলো আপ করছে না। কোন ভাই এর নির্দেশে? জানা নেই। 

অন্যদিকে দেখুন, আমাদের দেশেই ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত নিত্যানন্দ বাবাজি, হিন্দু রাষ্ট্র কৈলাস রাষ্ট্র স্থাপনা করে ফেললেন। শুধু তাই নয়, তাঁর প্রতিনিধী দ্বিতীয়বারের জন্য ইউনাইটেড নেশনসের (United Nations) এক সভায় হাজির হয়ে সেদেশের কথা বললেন। প্রথমবার আচমকা হয়ে গিয়ে থাকতে পারে, কিন্তু বছর না ঘুরতেই আবার প্রতিনিধী হাজির ইউনাইটেড নেশনসের এক সভায়। অভিযুক্ত নয়, কনভিকটেড (Convicted), মানে শাস্তি পেয়েছেন, খুন আর ধর্ষণের শাস্তি, ডেরা সচ্চা সওদার রাম রহিম ইনসান, তিনি যেদিন ইচ্ছে প্যারোল (Parole) পেয়ে যাচ্ছেন। প্যারোলে জেল থেকে বের হওয়ার পরে তাঁর জন্য জেড প্লাস সিকিউরিটি (Z+ Security), তিনি তাঁর ভক্তদের সমাবেশে ভাষণ দিচ্ছেন। চলছেটা কী? কোন ভাইয়ের হাত আছে এই চোর, জোচ্চর, ভণ্ড, ধর্ষক খুনিদের মাথায়? কারওর তো একটা হাত আছে, নাহলে এই ফোর টয়েন্টি ফ্রড লোকজন জেলে নয়, আয়েসে জীবন কাটাচ্ছে কী করে? 

এবার অন্যদিকের ছবিটা দেখা যাক। এক কন্নড় অভিনেতা, নাম চেতন কুমার (Chetan Kumar, Kannada Actor), তিনি টুইট করেছিলেন – ১) হিন্দুত্ব মিথ্যার ওপর নির্মিত, সাভারকর বলছেন, যখন রাবনকে হারিয়ে রাম (Lord Ram) অযোধ্যায় ফিরলেন, তখন থেকে ভারত রাষ্ট্র শুরু হল, এটা একটা মিথ্যে। ২) ১৯৯২, বাবরি মসজিদ রামের জন্মভূমি এটা মিথ্যে। ৩) উরিগৌড়া নানজিগৌড়া টিপু সুলতানকে হত্যা করেছিলেন এটিও মিথ্যে। এই কথাগুলো নিয়ে আপনি একমত নাও হতে পারেন, এই কথাগুলো নিয়ে বিতর্কও থাকতেই পারে, কিন্তু এই কথাগুলো টুইট করার জন্য চেতন কুমারকে পুলিশ গ্রেফতার করেছে। বজরঙ্গ দল এই টুইটকে হিন্দু ভাবাবেগে আঘাত বলে ঘোষণা করেছেন, তারপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, ধর্মের ভিত্তিতে তিনি উত্তেজনা ছড়াচ্ছিলেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং স্বাভাবিকভাবেই জামিন দেওয়া হয়নি। অর্থাৎ চেতন কুমারের মাথার ওপর সেই ওয়ান অ্যান্ড ওনলির হাত নেই। 

পাঁচ মিনিটের জন্য আমাদের অফিসে আসুন, এটা ছিল অনুরোধ। কাশ্মীরে কর্মরত সাংবাদিক ইরফান মেহরাজ (Irfan Mehraj, Kashmiri Journalist) টিসিএল লাইভ-এর সম্পাদক। তিনি এনআইএ দপ্তরে যান, সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই একই মামলায় মানবাধিকার কর্মী খুররম পারভেজকেও (Khurram Parvez, Human rights activist) গ্রেপ্তার করা হয়েছে। ইরফান মেহরাজ, ক্যারাভান, আর্টিকল ফোর্টিন, আল জাজিরার মত সংবাদ মাধ্যেও নিয়মিত লিখতেন, খবর দিতেন। তিনি মানবাধিকার লঙ্ঘন নিয়ে বেশ কিছু তথ্য দিয়ে যাচ্ছিলেন গত কয়েক মাস ধরে। আপাতত তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সাহায্য করা, অর্থ জোগাড় করা থেকে নানান ধারায় অভিযোগ আনা হয়েছে। এখনই বলা যায়, তিনি আগামী তিন-চার বছর জেলের বাইরের আকাশ দেখতে পাবেন না। কারণ? ওই যে সেই এক এবং অদ্বিতীয় ভাইয়ের হাত তাঁর মাথায় নেই। 

এরপর আসি তৃতীয় গল্পে। এবার সিনেমা। সিনেমার নাম ভিড়। পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha, Indian film director)। সিনেমার বিষয় মাইগ্রেশন (Migration)। কোভিডের লক ডাউন (Covid Lockdown) ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী, ২৪ ঘণ্টাও সময় দেননি, অসংখ্য মানুষ মাইলের পর মাইল হেঁটেছে, বাচ্চা কাঁধে নিয়ে, শুকনো রুটিও জোটেনি, ট্রেনের তলায় কাটা পড়েছে পরিযায়ী শ্রমিকরা। প্রশাসনের নির্মম ব্যবহার, বেঁচে থাকলে যে কোনওমতে ঘরে ফেরার চেষ্টা, মরে গেলে প্ল্যাস্টিকের প্যাকেটে পুরে জ্বালিয়ে দেওয়া। সেই নির্মম ছবিই তুলে ধরেছেন অনুভব। স্বাভাবিক, প্রথমে সেন্সর বোর্ড দিয়ে আটকানোর চেষ্টা, এখন পেছনে পড়ে গিয়েছে হিন্দু বাহিনী। প্রথমে সামাজিক মাধ্যমে আর এখন সরাসরি ধমকি দেওয়া হচ্ছে। কেবল পরিচালককেই নয়, সিনেমা হল মালিককেও। ছবি দেখানো বন্ধ করার চেষ্টা তো নতুন কিছু নয়। কারণ? কারণ উনি অক্ষয় কুমার নন, কারণ উনি কিছু জরুরি সত্যি কথা দেখাতে চেয়েছেন এবং সব থেকে বড় কথা হলো, ওনার মাথায় ওই সেই বড় ভাইয়ের হাত নেই। অবশ্য মাথায় বড় ভাইয়ের হাত থাকলে, উনি এই ছবি বানাতেনও না। 

দেশে আইনের শাসন আর নেই, দেশ চলছে মোটা ভাইয়ের নির্দেশে, তাঁর ইচ্ছে, খুশি মতো। আর ঠিক তাই মেহুল ভাই, নীরব ভাইদের তালিকা বিরাট, সেই বিরাট তালিকায় আছেন পুষ্পেশ বৈদ (Pushpesh Baid), আশিস যোবানপুত্র (Ashish Jobanputra), বিজয় মালিয়া (Vijay Mallya), সানি কালরা (Sunny Kalra), সঞ্জয় কালরা (Sanjay Kalra), সুধীর কুমার কালরা (Sudhir Kumar Kalra), আরতি কালরা (Aarti Kalra), বর্ষা কালরা (Varsha Kalra), যতীন মেহতা (Jatin Mehta), উমেশ পারেখ (Umesh Parekh), কমলেশ পারেখ (Kamlesh Parekh), নীলেশ পারেখ (Nilesh Parekh), একলব্য গর্গ (Eklavya Garg), বিনয় মিত্তল (Vinay Mittal), নীরব মোদি (Nirav Modi), নীশাল মোদি (Neeshal Modi), মেহুল চোকসি (Mehul Choksi), সব্য শেঠ (Sabya Seth), রাজীব গোয়েল (Rajiv Goyal), অলকা গোয়েল (Alka Goyal), ললিত মোদি (Lalit Modi), নীতিন জয়ন্তীলাল সন্দেসারা (Nitin Jayantilal Sandesara), চেতনকুমার সন্দসেরা (Chetankumar Sandesara), রীতেশ জৈন (Ritesh Jain), হিতেশ নরেন্দ্রভাই প্যাটেল (Hitesh Narendrabhai Patel), ময়ুরীবেন প্যাটেল (Mayuriben Patel) and প্রীতি আশি, যোবানপুত্র (Priti Ashish Jobanputra)। 

এঁদের সিংহভাগই গুজরাতের (Gujrat), এক-আধজন অন্য রাজ্যের। এঁদের বেশ কয়েকজনকে নরেন্দ্রভাই দামোদরদাস মোদি ব্যক্তিগতভাবেই চেনেন। এনারা সবাই মিলে কম করেও এক লক্ষ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এঁদের একজনও জেলে নেই, প্রত্যেকেই বিদেশে বিভিন্ন জায়গায় সুখে-শান্তিতে বাস করছেন, মাঝে মধ্যে গায়ে ৫ লক্ষ টাকার জ্যাকেট চড়িয়ে এনাদের ঘুরতে দেখা যাচ্ছে, সি বিচে (Sea Beach) বান্ধবীদের নিয়ে ফুর্তি করতে দেখা যাচ্ছে। এঁদের কেউ কেউ ক্রিকেট প্রেমী, মাঠে ক্রিকেট দেখতে যাচ্ছেন। সব মিলিয়ে দিব্যি আছেন। সবচেয়ে বড় তথ্য হলো, এঁরা সবাই ২০১৪ সালের পরেই দেশ ছেড়েছেন, বুঝতে কি কোনও অসুবিধে আছে যে এঁদের প্রত্যেকের মাথায় সেই এক এবং অদ্বিতীয় মানুষটির হাত আছে? প্রতিমুহূর্তে যে সরকার দুর্নীতির বিরুদ্ধে বিরাট বিরাট কথা বলছেন, দুর্নীতি (Corruption) বলে প্রায় গোটা বিরোধী দলকেই জেলে পাঠানোর ব্যবস্থা করছে এবং সত্যি করেই দু-চারশো কোটি টাকার পুঁচকে দুর্নীতি ধরার পরে গ্যালারি গরম করছে, যে সরকার কারণে অকারণে মানুষকে জেলে পুরে রাখছে, বছরের পর বছর জেলে পচে মরছেন প্রতিবাদীরা, অন্যদিকে এক লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ নিয়ে কেটে পড়েছেন মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাই, যতীন ভাই এবং এই নিয়ে ছোটা-বড়া-মোটা ভাইরা চুপ এবং বলাই বাহুল্য, এই খেলা তো থেমে নেই, এই তালিকা আরও লম্বা হবে, আরও অনেক ভাই এই তালিকায় জুড়ে যাবেন। এই সরকারের দু’টো ভাইয়ের কথা বলেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, কিন্তু ভাইয়ের সংখ্যা অনেক এবং তাঁরা ক্রমবর্ধমান।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ভালো সুযোগ আসছে এইসব রাশির জাতকদের জীবনে 
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভোট শেষ হতেই বোমাবাজিতে উত্তপ্ত শীতলকুচি
শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
ভোট শেষ হওয়ার দুঘন্টার মধ্যেই বিজয় মিছিল তৃণমূল–বিজেপি
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
প্রথম দফায় ১০২ কেন্দ্রে কোন কোন হেভিওয়েটের ভাগ্য চূড়ান্ত হল
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
Stadium Bulletin | স্টার্ককে যদি হাবাসের হাতে ছাড়া যায়?
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
এসএসসি মামলার রায় সোমবার
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
শক্তিপুর ও বেলডাঙার ওসিকে সাসপেন্ড করল কমিশন
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
কয়লা পাচার মামলায় জয়দেবের জামিনের আর্জি খারিজ হাইকোর্টে
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
রেকর্ড! টানা ৬১৩ দিন কোভিডে আক্রান্ত থেকে মৃত্যু
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
৪০ ডিগ্রিতে ফুটছে কলকাতা
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
মণিপুরে ৫ বুথে বন্ধ ভোট, নাগাল্যান্ডে ভোট বয়কট ৬ জেলায়
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
বিয়ের পিঁড়িতে বসছেন রূপাঞ্জনা-রাতুল
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে আসছে আরও ৩০ কোম্পানি বাহিনী
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
ভোটে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি মমতার
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
বিকেল ৫টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে ভোটের মোট হার ৭৭.৫৭ শতাংশ
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team