Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
চতুর্থ স্তম্ভ: বিশ্বাসঘাতক
সম্পাদক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ১০:২৭:৩৬ পিএম
  • / ১০৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ব্যর্থতা মানুষকে দুভাবে প্রভাবিত করে। ব্যর্থতা নতুন উদ্দম জোগায়। নতুন ভাবে নিজের ভুল ত্রুটি শুধরে নিয়ে মানুষ আবার কাজে নামে। ফেলিওর ইস দ্য পিলার অফ সাকসেস। ভুল থেকে শিক্ষা আর সেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া এক পদ্ধতি। যা মনুষ্য সমাজকে অগ্রগতির দিকে নিয়ে চলে, উন্নততর সমাজ তৈরি হয়, বিজ্ঞান তাই বলে, সমাজ বিজ্ঞানেও সে কথাই লেখা আছে। কিন্তু অন্যরকমটাও হয়, ব্যর্থতা হতাশা আনে। ব্যর্থতা মানুষের বোধ বুদ্ধি কেড়ে নেয়। ব্যর্থতায় মানুষ তার সন্তুলন, ব্যালেন্স হারায়। এ আমরা বহুবার দেখেছি, আমরা প্রত্যেকেই দেখেছি, আমাদের ছোটবেলায় এক অপু কাকাকে দেখেছি, যিনি সরকারি বাস চালাতেন, নেশা ছিল লটারির টিকিট কাটা। প্রতিদিন লটারির টিকিট কাটতেন, কখনও সখনও ৫০/১০০ টাকা পেয়েছেন, তার বেশি নয়। তো একদিন তাঁর লটারির ১০ সংখ্যার ৯ টা মিলে গেলো। প্রথম পুরস্কারের সঙ্গে, এমনকি আগে সিরিজের নামও মিলে গেলো, কেবল ১০ নম্বর সংখ্যাটা মিললো না। তারপর থেকে তিনি লটারির দোকানের সামনে বসে থাকতেন, হাতে একরাশ পুরোনো লটারির টিকিট। চাকরি বাকরি সবই গেলো। ওইখানেই প্রায় সারাদিন বসে বসে চিৎকার করেন আয়, আয় আমি মিলিয়ে দেবো, সব মিলিয়ে দেবো। বড়রা বলল, অপু পেগলে গেছে, আমি জানলাম অপুকাকা পাগল হয়ে গেছে।

ব্যর্থতা মাঝে মধ্যেই এরকম বিপর্যয় ডেকে আনে, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর দিকে তাকালেই পরিস্কার বোঝা যাবে। আমার সেই ছোট্টবেলার বড়রা থাকলে বলতেন, শুভেন্দু পেগলে গেছে। ইনফ্যাক্ট উনি সম্পূর্ণ বা আংশিক পাগল হয়ে গেছেন বা হননি, তা তো নির্ধারণ করবেন ডাক্তারবাবুরা, যদি উনি চিকিৎসার জন্য যান। কিন্তু তার আগে দায়িত্ব নিয়ে এটা তো বলতেই পারি, যে ওনার কথাবার্তা ইদানিং আমাদের অসংলগ্ন লাগছে। আসুন একটু আলোকপাত করা যাক। কেবল শ্রোতা বন্ধুদের জন্যই নয়, উনিও যদি অনুষ্ঠানটা দেখেন, অবশ্য যদি দেখেন, বলছিই বা কেন, নিশ্চিত দেখেন, দেখেন বলেই তো আমাদের খবর নিয়ে এত আপত্তি, না দেখলে তো এত কথা উঠত না। উনি ইদানিং এমনকি প্রেস কনফারেন্সেও, কলকাতা টিভির বুম মাইক দেখলে রেগে আগুন, তেলে বেগুন হয়ে যাচ্ছেন, কি রাগ কি রাগ, যেন সাক্ষাৎ যমরাজকে সামনে দেখছেন, এই অসময়ে। মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এবার তো গতকাল মানে বুধবার দৌড়ে পালিয়ে গিয়ে লিফটের দরজা বন্ধ করে দিলেন।
এই একটা নয়, প্রতিটা ক্ষেত্রে। ওনার বক্তব্য হল, এদের সব শিখিয়ে পাঠানো হয়েছে, মানে শুভেন্দু বাবু রেগে গেছেন, কারণ কলকাতা টিভির সাংবাদিকদের তাদের সিনিয়ররা, অফিসে বসে কী প্রশ্ন করতে হবে সেটা শিখিয়ে কেন পাঠাচ্ছেন! শেখানো চলবে না, উনি যে প্রশ্নের উত্তর দিতে চান, ওনার যে প্রশ্নের উত্তর দিতে সুবিধে হবে, সেই সব প্রশ্ন কেন করা হচ্ছে না? মানে ওনাকে প্রশ্ন করা যাবে না যে ওনার বাঁহাতের লোকজন ত্রিপল চুরিতে অভিযুক্ত, উনি সেই খবর রাখেন কিনা? বা যারা ওই চুরিতে যুক্ত বলে অভিযোগ, তারা কি বরাবরই বিভিন্ন চুরির সঙ্গে যুক্ত? না এইসব প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করা যাবে না যে, উনি যে সব কো-অপারেটিভ ব্যাঙ্কের মাথায় এতদিন বসেছিলেন, সেখানে বহু দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলো সম্পর্কে উনি ওয়াকিবহাল কিনা? প্রশ্ন করা যাবে যে ওনার দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে ওনার কিছু জানা আছে কি না? প্রশ্ন করা যাবে না যে, পরিবহন দফতরে বিভিন্ন সরঞ্জাম কেনা নিয়ে যে প্রশ্ন উঠছে, তার সত্যতা কতটা, সে বিষয়ে উনি ওয়াকিবহাল কি না? না এসব প্রশ্ন করা যাবে না।
আসলে প্রশ্ন, বিশেষ করে স্বাধীন মতামত ওনার না পসন্দ, ঠিক ওনার ইদানিংকার মনিবের মত। যিনি বিশ্বের সেই রাষ্ট্রপ্রধান, যিনি আজ পর্যন্ত কোনও প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হননি, এটাও স্বাভাবিক। কারণ তেঁতুল গাছে বাতাবি লেবু হয় না, আপেল গাছে আমড়া হতে পারে না। এক স্বৈরাচারী ফ্যাসিস্ট দল এবং তাদের নেতারা, সাংবাদিকদের মুখোমুখি হবেন না, হলে রেগে যাবেন, এটাই তো স্বাভাবিক। তা শুভেন্দুবাবু শুনে রাখুন, যতদিন আমরা আছি, যতদিন সাংবাদিকদের ডাকবেন, ততদিন আমরা হাজির থাকবো, আপনি হুঙ্কার দেবেন আর আমরা দফতরে ফিরে আসবো, তা তো হয় না। আর আমরা কাকে কী প্রশ্ন করবো, কোন প্রশ্ন কখন করবো, তা আমরাই ঠিক করবো, আমাদের জুনিয়র সাংবাদিকদের সেই শিক্ষা দিয়েই আমরা পাঠাবো, আপনার ওই অসভ্যতার সামনে বুক চিতিয়ে দাঁড়াতে, হ্যাঁ আমরা শিখিয়েই পাঠাবো। প্রতিদিন আপনার মেজাজে গ্যামাক্সিন ঢালাটা, আজ থেকে আমাদের অবশ্যকরণীয় কর্তব্য ধরেই আমরা কাজ করবো, আপনার হাতে ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে, ভিজিলেন্স আছে, সিবিআই আছে, যা যা করার করুন। আমাদের বুম মাইক দেখে আপনার ভয় লাগাটা উচিত, এখন লাগছে, ভবিষ্যতেও লাগবে। এ তো গেলো আমাদের কথা।

এরপর আসা যাক আপনার আরও কিছু শিশুসুলভ বিশৃঙ্খলার কাহিনী নিয়ে, আপনার প্রশ্ন, মুকুল রায়কে কেন দলবিরোধী আইনের আওতায় এনে, তাঁর বিধানসভার সদস্যপদ খারিজ করা হবে না? জায়জ প্রশ্ন, আপনি বিরোধী দল নেতা, আপনি এই প্রশ্ন করতেই পারেন, কিন্তু, কিন্তু এ প্রশ্ন করার সময় আপনার বাবার ছবিটা চোখের সামনে ভেসে উঠলো না? সুনীল মণ্ডলের ছবি? আপকা কুত্তা টমি আউর মেরা কুত্তা, কুত্তা? সারা রাত চুরি করার পর কোনও চোর কি চৌর্যবৃত্তি নিয়ে প্রশ্ন তুলতে পারে? সারাটা দিন চোলাই খেয়ে বেদম হয়ে থাকা কোনও মানুষ কি, মদ্যপান বিরোধী সমাবেশ ডাকতে পারে? নিজে ঘরে ফিরে তো দেখেন বাবাকে, যাঁকে আপনি অবশ্য শিশির বাবু বলেই সম্বোধন করতে ভালবাসেন, না তার আবার কারণ জানতে চাইবো না, যে শিশির বাবুকে ঘরে ঢুকেই দেখেন, তাঁকে এই প্রশ্ন করেছেন? দল বিরোধী আইনের পাঠ পড়িয়েছেন? আপনার কোনও হক আছে এই আইন নিয়ে কথা বলার? আর তারপর গত সোমবার যা বললেন, সেই স্বীকারোক্তি শুনে আমাদের চক্ষু চড়কগাছ। হয় নাকি, কোনও সুস্থ স্বাভাবিক মানুষ প্রকাশ্যে একজন আইপিএসকে বলতে পারেন যে, আপনাকে আমি বারামুলায় ট্রান্সফার করে দেবো! ভাবা যায়, আপনি কেন? এই হুমকি দেশের রাষ্ট্রপতিও দিতে পারেন না। এটা আইনত অপরাধ, এটা বোঝার মত জ্ঞান বুদ্ধি বিদ্যে আপনার নেই জানি, কিন্তু আপনার আশেপাশে একজনেরও কি নেই? তারপর, সবাইকে অবাক করে দিয়ে আপনি বললেন, আপনাদের সব ফোন কল রেকর্ড করা আছে, কাদের? দেশের আইপিএসদের? কার কাছে? রাজ্যের একজন বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতার কাছে। কেন? কারণ সেই আইপিএসকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা কোন নির্দেশ দেন, তা জানার জন্য?
অপুকাকু পেগলে গেছিলেন, শুভেন্দুদার কী হল? তাহলে তো জানতে হচ্ছে, কী ভাবে আড়ি পাতছেন? কতজনের কল রেকর্ড করেছেন? কার অনুমতি নিয়ে করেছেন? আপনার জানা না থাকতেই পারে বা বলা ভাল আমরা জানি যে আপনার জানা সম্ভবই নয় যে, আমাদের সংবিধান এই বিষয় নিয়ে কী বলেছে, সংবিধানে মৌলিক অধিকারে কী বলা আছে, জানা অসম্ভব যে কেন্দ্রীয় সরকারি কর্মচারি রুলসে এনিয়ে কী বলা আছে? আপনি সংবিধানের শপথ নিয়ে মানুষের মৌলিক অধিকার কাড়ার কথা বলছেন? আমরা তো বলবো রাজ্য প্রশাসন এখনও ঠুঁটো জগন্নাথের মত বসে আছে কেন? এই কথা বলার অভিযোগে এখনি গ্রেফতার করা হচ্ছে না কেন?
আর ওই দিনের বক্তৃতায় শুভেন্দু অধিকারী একটা ঘোষণা করেছেন, ৯ অগস্ট, ভারত ছাড় আন্দোলনকে মাথায় রেখে তিনি পূর্ব মেদিনীপুরে জমায়েত করবেন। নির্লজ্জতার সীমাও ছাড়িয়ে গেছেন শান্তিকুঞ্জের এই নবতম অশান্তিটি, ৯ অগস্ট? ইংরেজ ভারত ছাড়, আন্দোলন করেছিলেন কারা? কার ডাকে হয়েছিল সে আন্দোলন? গান্ধীজি। সেই গান্ধীজির হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারী ৯ আগস্ট, পালন করবেন? সেই দিনগুলোতে উত্তাল মেদিনীপুর, তেরঙ্গা হাতে এগিয়ে যাচ্ছেন গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, অজয় মুখার্জির নেতৃত্বে স্বাধীন পতাকা উড়ছে তমলুকে। আর আরএসএস? ইংরেজদেরকে লিখিত চিঠি দিয়ে জানাচ্ছে যে, এই সত্যাগ্রহীদের ধরিয়ে দেবার জন্য তারা কাজ করবে। সেই বিশ্বাসঘাতকের দলে নাম লিখিয়ে ৯ অগস্ট পালন করবে? মানুষ এত বোকা? সামনের প্রেস কনফারেন্সে এই প্রশ্ন আসবে, শুভেন্দু মাইতি মাথায় রাখুন। না এটা আমাদের সাংবাদিকদের শিখিয়ে দিতে হবে না, এই ইতিহাস ভারতের মানুষ জানেন, বাংলার মানুষ তো আরও বেশী করেই জানেন, বিশ্বাসঘাতক আরএসএসের রাজনৈতিক সংগঠনে নাম লেখানোর পর ৯ অগস্ট, উচ্চারণ করার অধিকারও আপনি হারিয়েছেন শুভেন্দু বাবু, আপনি আপাতত ওই বিশ্বাসঘাতকদের একজন, যারা সেদিন মাতঙ্গিনী হাজরার ওপর গুলি চালিয়েছিল, যারা সত্যাগ্রহীদের বেত্রাঘাত করেছিল, আপনি সেই বীরত্বপূর্ণ ইতিহাসের অংশ নন, যে ইতিহাসে তমলুক অনেক আগেই স্বাধীনতার পতাকা তুলেছিল। আপনি সম্ভবত পেগলে যাওয়া এক বিশ্বাসঘাতক, ইতিহাস যার বিচার করবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

রক্তদান করে মনোনয়ন জমা দেবের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
বিশ্বকাপের আগে লঙ্কান বোলারদের ট্রেনিং দেবেন আক্রম
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
আগামী বছর কবে মাধ্যমিক, জানুন বিস্তারিত
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
মাধ্যেমিকের দশম স্থানে পাণ্ডুয়ার নীলাঙ্কন মণ্ডল
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
মাধ্যমিকে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
সন্দেশখালি কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
রান না নিয়ে তুমুল সমালোচিত হচ্ছেন এম এস ধোনি
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
রোগী মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
গোল পেলেন না এমবাপে, পিএসজিকে ১-০ হারাল ডর্টমুন্ড
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় চিকিৎসক হতে চায়
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
কোচবিহার থেকে মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
এবছরের মাধ্যমিক পরীক্ষার পাশের হার ৮৬.১৩ শতাংশ
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
ঘাটাল মাস্টার প্ল্যান না হলে তৃণমূলকে ভোট দিতে হবে না, মন্তব্য দেবের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
মে মাসে কেরিয়ারে বড় উন্নতি হবে ৫ রাশির জাতকের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team