Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Fourth Pillar | রং মাখুন, রং মাখান, রংবাজদের রুখে দিন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভেন্দু ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ০৪:৪৫:০২ পিএম
  • / ৩০ বার খবরটি পড়া হয়েছে
  • শুভেন্দু ঘোষ

আসছে রংয়ের উৎসব। আজ সবার রংয়ে রং মেশাতে হবে। কিন্তু এখন রং তো এক অন্য ন্যারেটিভ নিয়ে আমাদের সামনে হাজির। নানান রংয়ের নানান মানে। রংয়ের বিশ্বাস আর বিশ্বাসের রং নিয়ে কাজিয়া চলছে। বহু আগে জ্যাকিদা, আরএসপির যতীন চক্রবর্তী খাস কলকাতার শহীদ মিনারের চুড়োটাই লাল রংয়ে রাঙিয়ে দিয়েছিলেন, তা নিয়ে বিরাট বাওয়ালও হয়েছিল। পরবর্তীতে মমতা এসে গোটা শহরটাকেই নীল-সাদা করে দিয়েছেন, তা নিয়েও চ্যাঁচামেচি কম হয়েছে নাকি। একটু পিছনে যাওয়া যাক, মেরা রং দে বসন্তি চোলা মায়, রং দে বসন্তি চোলা। ভগৎ সিং ফাঁসিকাঠে চড়ছেন, সঙ্গে শুকদেব, রাজগুরু, ‘শহীদ’ ছবিতে প্রেম ধবনের লেখা গান গাইছেন, মেরা রং দে বসন্তি চোলা মায়ে রং দে বসন্তি চোলা, আমায় বাসন্তী রংয়ের পোশাকটা দাও মা, আমার বাসন্তী রংয়ের পোশাকটা দাও। সেই বাসন্তী রং, গেরুয়া রং যা ত্যাগের প্রতীক, এক যৌবনের অগ্রদূত নিশ্চিত মৃত্যুর আগে এর থেকে ভালো কীই বা আর গাইতে পারত।

আমাদের পূর্ব বাংলা থেকে পঞ্জাব পর্যন্ত যা বাসন্তী রঙ, সেই রংই গুজরাত মহারাষ্ট্রে নেমে ভাগওয়া হয়েছে কেশরী হয়েছে, বহু বহু পরে তা প্রতিবাদী ধর্মের হাত ধরে গেরুয়া হয়েছে। আদি মুনি ঋষি ব্রাহ্মণদের পোশাক ছিল সাদা, হ্যাঁ সফেদ, দুগ্ধ ফেনিল সাদা, দুধের ফেনার মতো সাদা। চারটে বেদে কোথাও গেরুয়া রংয়ের উল্লেখ নেই। রোমান ক্যাথলিক সন্ন্যাসী কিংবা কাবায় হজ করতে যাওয়া ভক্তের দলও তো ওই সাদা কাপড়ই পরতেন, পরেন। বহু পরে মূলত ব্রাহ্মণ্য বিরোধী প্রতিবাদী ধর্মের নেতারা গেরুয়া পরতে শুরু করেন, ক্রমশঃ তা সাধু সন্ন্যাসীদের বসন হয়ে দাঁড়ায়। গেরুয়া বা গিরে মাটিতে ছোপানো পোশাকের রংকেই গেরুয়া বলা হত, সেই গেরুয়া আদতে অত্যন্ত আধুনিক এক রং। এখন সেই রংয়ের ঠিকেদারি নিয়েছে কিছু অর্বাচীন অশক্ষিতের দল, আর অর্বাচীন অশিক্ষিতের হাতে মুক্তোর মালাও ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলার জন্য, বাদরের হাতে মুক্তোর মালা পড়লে যা হয়। সেই ঠিকেদারেরা নাকি হিন্দু, আর তাদের পবিত্র রং নাকি গেরুয়া, তাই নিয়েই দেশজুড়ে রংবাজি করে বেড়াচ্ছে। শাহরুখ কেন খালি গায়ে, দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রংয়ের বিকিনি পরে গান গাইছে, দেশজুড়ে ওই হিন্দু ধর্মের স্বঘোষিত ঠেকেদারেরা ছবি ব্যান করার ফতোয়া জারিও করেছিল। এই প্রথমও নয়, যখন তখন হিন্দু ধর্মের নামে ফিল্ম ব্যান করার, বয়কট করার ফতোয়া জারি শুরু হয়েছে গত ক’ বছর জুড়ে। এবং তাকিয়ে দেখুন সব বিষয়ে ঘণ্টাখানেক বক্তৃতা দিয়ে ফেলেন যিনি, সেই নরেন্দ্র মোদি এই রংবাজি নিয়ে একটা কথাও বলেন না। দেশের প্রধানমন্ত্রী দেশের মধ্যে কতগুলো অশিক্ষিত জানোয়ারদের ফতোয়া দেওয়ার বিরুদ্ধে কোনও কথা না বলার মানে হল এই হুলিগানিজম-এ তেনার সায় আছে, নিশ্চয়ই আছে। কারণ এই ছোট ছোট বিভেদের মশলা দিয়েই তো মোদি–শাহ, বিজেপি-আরএসএস-এর রাজনৈতিক দর্শন তৈরি হয়েছে।

এনাদের কল্যাণে গাঁদা এখন হিন্দুদের ফুল, রজনীগন্ধা মুসলমানেদের, নারকেল আজ হিন্দুদের ফল আর খেজুর মুসলমানদের, এরাই ঠিক করে দেয় সবুজ হল মুসলমানদের রং আর গেরুয়া হল হিন্দুদের। অতএব গেরুয়া বিকিনি পরে নাচা যাবে না, ওনাদের স্মৃতি ইরান ওই গেরুয়া বিকিনি পরেই আন্তর্জাতিক মঞ্চে সুন্দরী পুরস্কার নিতে গিয়েছিলেন, কিন্তু সে তো কংগ্রেস জমানায়, অন্তত তা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, পুরনো হিন্দি ছবিগুলোতে ডাকাতেরা আসত গেরুয়া ফেট্টি পরে জয় ভবানী বলে, কেউ তো প্রশ্ন করেনি। করেনি কারণ সেই প্রশ্ন বিভাজন তৈরি করে ভোট এনে দিত না। এখন করছে কারণ বিভাজনের রাজনীতিই ভোট ব্যাঙ্ক তৈরি করে দিচ্ছে, সেই জন্যই হিন্দু ব্রাহ্মণ ধর্ষকরা বেমালুম ছাড়া পেয়ে যায় জেল থেকে কারণ তারা সংস্কারি মানুষ। ডবল মজা হল যিনি এই কথা বুক বাজিয়ে বললেন তিনিও নির্বাচনে জিতলেন বিপুল ভোটে। কাজেই আকাশের বিভাজন হোক, বিভাজন হোক নদী জঙ্গলের, বিভাজিত হোক আমাদের পাহাড় পর্বত, ভেঙে দেওয়া হোক জলাশয়ের বর্ণপরিচয়, একই নিয়ম ধরে কিছু রং হবে হিন্দু, কিছু মুসলমান, রং চিনে চিনে কোতল হবে মানুষ, এটাই তো রাজনীতি।

আরও পড়ুন: Fourth Pillar | বিজেপি জোট কি ৪০০ পার? একাই ৩৭০?

এই রংয়ের পিছনে লুকিয়ে থাকা সত্যিটা আসুন দেখে নেওয়া যাক। আলো না থাকলে সমস্ত রং কালো, বিশাল নীলা আশমান রাতে কালো ঘুরঘুট্টি, অমাবস্যায় কালো আপনার প্রেমিকার মুখ। আবার রংয়ের না থাকাই হল সাদা, কোনও রংই নেই, আলো আছে, তাহলে তা সাদা দেখাবে, সাদাকে ভাঙলেই বেরিয়ে আসবে বেনিআসহকলা। বাকি সব হল আরজিবি, রেড, গ্রিন, ব্লু। লাল সবুজ আর নীল। পৃথিবীর বাকি সব রং এই তিন রংয়েরই পারমুটেশন, কম্বিনেশন বা একটা বা দুটোর অ্যাবসেন্স, না থাকা। হলুদ হল নীল বাদে লাল আর সবুজ এক পরিমাণে মেশানো। আর বেগুনি? বেগুনি তে সবুজ থাকবেই না, লাল থাকবে ৫৬.১ শতাংশ, নীল থাকবে ১০০ শতাংশ, মিশিয়ে নিন, হয়ে যাবে বেগুনি। আর গেরুয়া? যা নিয়ে এত বাওয়ালি, তাতে কোন রং আছে? আমাদের পতাকায় যে রং আছে তা কমলা, স্যাফ্রন, কেশরী, অনেকে গেরুয়াও বলবেন, তো সেই রংয়ে ২৫৫ ভাগ লাল, ১৫৩ ভাগ সবুজ আর ৫১ ভাগ নীল আছে। রংয়ের ফারাক যারা করে তাদের মূর্খ ছাড়া কীই বা বলা যাবে বলুন তো? আবার ওই গেরুয়াও কি এক রকম? না, গিরে মাটিতে ছোপানো কাপড়ের আরজিবি এক্কেবারে আলাদা, রামকৃষ্ণ মঠ মিশনের গেরুয়া আলাদা, ইসকনের গেরুয়া আলাদা। মমতার সামনে অরিজিৎ গাইলেন রঙ দে তু মোহে গেরুয়া, অমনি ছাগলের তিন নম্বর সন্তানদের কী লাফালাফি, গেরুয়া, গেরুয়া। আরে বাবা রাঁঝে কি দিল সে ইয়ে দুয়া, রং দে তু মোহে গেরুয়া, ভালবাসার কথা হচ্ছে, বিশুদ্ধ ভালবাসার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হোক আর মোহন ভাগবতের সামনেই হোক, সমস্যাটা কোথায়? আসলে এই ছবি বেরিয়েছিল ২০১৫তে, ১৮ ডিসেম্বরে, তখনও এই ছাগলের তৃতীয় সন্তানেরা হাজির হয়নি মাঝমাঠে, তারা তখনও সাইডলাইনে ছিল। এখন এই গান গাইলে পাঠানের মতোই দিলওয়ালেও কেস খেয়ে যেত, ফতোয়া দেওয়া হত। রং নিয়ে ছবি ব্যান করার আসল কারণটা কী? বা আরও সাফ করে বললে এই রংবাজির পিছনের কারণটা কী? আসল কারণ হল সর্বত্র এক ধর্ম জিগির তুলে রাখতে হবে, সর্বত্র হিন্দু আর মুসলমান বিভাজন দরকার, দরকার নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য, দেশের ৭৮.৯ শতাংশ হিন্দু। কিন্তু আরএসএস–বিজেপির দুঃখ হল এখনও মাত্র দেশের ৪০ শতাংশ হিন্দু বিজেপিকে ভোট দেয়, বিজেপি চায় এক তীব্র ইসলাম বিদ্বেষী হিন্দু ভোট ব্যাঙ্ক, যা দেশের হিন্দু জনসংখ্যার অন্তত ৮০-৮৫ শতাংশ হবে। তার মানে মোট ভোটের ৫৬ থেকে ৬০ শতাংশ, এই বিভাজনে মানুষকে একবার আনলে বিজেপির চিরস্থায়ী বন্দোবস্ত এবং মৌরুসিপাট্টা বজায় থাকবে। বিরোধীরা যাই করুক না কেন, মূল্যবৃদ্ধি যেখানেই যাক না কেন, বেকারত্ব যত বাড়ুক না কেন, অর্থনীতি যে তলানিতেই ঠেকুক না কেন বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যাবে না। সেই জন্যই তারা দলীয় কর্মসূচিতে, সরকারি স্তরে, বিভিন্ন বিল এবং সরকারি পদক্ষেপে, বিভিন্ন উগ্র হিন্দু সংগঠনের কর্মসূচির মাধ্যমে এই বিভাজন বিষকে ছড়িয়ে দিচ্ছে, লক্ষ্য ভারতবর্ষের শাসনক্ষমতা, আর কিচ্ছু নয়।

স্যাফ্রন নিয়ে আরও কিছু কথা, আমাদের ভাগওয়া রং বা কেশরী হল ডিপ স্যাফ্রন, তার আরজিবি একটু আলাদা, লাল ২৪৪, সবুজ ১৯৬ আর নীল ৯৮, হিসেব করে মেলালেই হয়ে যাবে সেই গাঢ় স্যাফ্রন যাকে এই ধর্মের ঠেকেদারেরা গেরুয়া বলে, তো এই স্যাফ্রন রংটাই বা এল কোথা থেকে? মজার কথা হল সেটাও এসেছে ইরান থেকে, মানে সেই পারস্য, হিন্দিতেও সবুজ কথাটা ব্যবহার করা হয়, সেই সবুজ শব্দটাও কিন্তু ফারসি, আবার সফেদ শব্দটাও ফারসি। মানে কী দাঁড়াল? আমাদের জাতীয় পতাকার তিনটে রং, সফেদ, যা আসলে কোনও রং নয়, রং না থাকার ফলে যে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে তা হল সফেদ, কিন্তু শব্দটা ফারসি। গেরুয়া বা ডিপ স্যাফ্রন, যে স্যাফ্রন রংটাই এসেছে পারস্য থেকে আর সবুজ, শব্দটা ফারসি আর ইসলাম ধর্মের প্রতীক। এই কারণেই যখন আমাদের সংবিধান প্রণেতারা দেশের জাতীয় পতাকার রং বেছে নিলেন, ত্যাগ শান্তি আর অগ্রগতির রং স্যাফ্রন, সফেদ আর সবুজ তখন সব থেকে বিরোধিতা করেছিল এই আরএসএস, এই ছাগলের তৃতীয় সন্তানদের প্রকৃত পথপ্রদর্শক।

আরএসএস পত্রিকা অর্গানাইজার-এ স্বাধীনতা দিবসের আগের দিন আরএসএস-এর গুরু গোলওয়ালকর লিখছেন, “The people who have come to power by the kick of fate may give in our hands the Tricolour but it will never be respected and owned by Hindus. The word three is in itself an evil, and a flag having three colours will certainly produce a very bad psychological effect and is injurious to a country.” অর্থাৎ যারা ভাগ্যের জোরে আজ ক্ষমতায় এসেছে, তারা আমাদের হাতে এই ত্রিবর্ণ পতাকা তুলে দিয়েছে, কিন্তু এই ত্রিবর্ণ পতাকাকে কোনওদিনও কোনও হিন্দু সন্মান করবে না। তিন শব্দটাই অশুভ, আর সেই তিন রংয়ের পতাকা দেশের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে, দেশের পক্ষে তা ক্ষতিকর। তো এই গোলওয়ালকরকে নরেন্দ্র ভাই দামোদরদাস মোদি গুরু বলে, সেই মোদিজিই ত্রিবর্ণ পতাকা তোলেন দিল্লির লাল কেল্লায়। হিপোক্রেসি কি ভি কোই সীমা হোতি হ্যায় বলে হাসা ছাড়া আমাদের আপাতত আর কীই বা উপায় আছে বলুন? সেই হিপোক্রিটরা এই রংয়ের উৎসবে হাজির, আর তেনাদের উৎসব মানেই তো ঘৃণা ছড়ানো। সাবধান, দোল উৎসবে উত্তেজনা ছড়ানোর ফন্দি আঁটছে কিছু মানুষ, কিছু এলাকাতে হঠাৎ ঘৃণার আগুন ছড়িয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে তারা। নজর রাখুন, সাবধানে থাকুন, রং মাখুন, রং মাখান। রংবাজদের রুখে দিন। দোলের দিন থাকব না, দোলের পরের দিন মঙ্গল আবার হাজির হব চতুর্থ স্তম্ভ নিয়ে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ময়নার প্রাক্তন ওসিকে তুলোধনা অভিজিতের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
জল কষ্টে শুকিয়ে যাচ্ছে জঙ্গলমহলের হাসি!
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফাতে কমল ভোটের হার! দেখুন রিপোর্ট
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল আলিপুর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধারে কেন্দ্রকে নিশানা মমতার
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সিপিএম কেরলে ভোট লুঠ করেছে, ভোট মিটতেই অভিযোগ কংগ্রেসের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি নেতার বাড়িতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য!
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি প্রার্থী সুভাষের ছেলের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ চিকিৎসায় গাফিলতি
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
কপ্টারে বসতে গিয়ে ফের চোট মুখ্যমন্ত্রীর
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকে জেরা ইডির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ভূতের ভবিষ্যৎ-এর ‘আত্মারাম’
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শাহাজাহান ঘনিষ্ঠ কে এই আবু তালেব, কীভাবে উত্থান?
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
মুর্শিদাবাদে আক্রান্ত ছয় তৃণমূল কর্মী
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে তৃণমূলকে হুঁশিয়ারি প্রাক্তন বিচারপতির
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team