Placeholder canvas
কলকাতা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ: ফাঁকা কলসীর আওয়াজ বেশী
সম্পাদক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১, ১১:০৩:১৬ পিএম
  • / ৪২১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

দিল্লির সরকার, নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি নেতৃত্ব কী নিয়ে ব্যস্ত? কী নিয়ে চিন্তিত? ওনারা কি দেশজোড়া করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে, তার ক্ষয়ক্ষতি নিয়ে, বা আবার আসছে, তৃতীয় ওয়েভ, তাই নিয়ে ব্যস্ত? মানে যে কোনও সুসভ্য সরকারের তো তাই হওয়া উচিত, মৃত্যু সংখ্যা যে লুকোনও হয়েছে, তা তো সরকারের থেকে আর কেউ বেশি জানে না, তা যে ৩/৪ লক্ষ নয়, তা যে ৩৫/৪০ লক্ষের বেশি, তা সরকার জানে। সরকারের থেকে আর বেশি কেই বা জানবে আমাদের অর্থনীতির হাঁড়ির হাল? তারা তো জানে জিডিপির আসল হাল হকিকত, তারা তো জানে এমএসএমই সেক্টরের প্রকৃত চেহারা, তারা তো জানে মুল্যবৃদ্ধির হার, তারা তো জানে কনজামশন, কেনাবেচা, পণ্যের ব্যবহার কতটা কমেছে, তারা তো বিলক্ষণ জানে বেকারত্ব কোন চূড়োয় ঠেকেছে, তারা জানে কৃষিক্ষেত্রে কত বড় সর্বনাশ হতে চলেছে। তাই স্বাভাবিক কারণেই, পৃথিবীর যে কোনও সভ্য সরকারের মত আমাদের সরকারেরও উদ্বেগ থাকা উচিত, যে কোনও সভ্য দেশের প্রধানমন্ত্রীর মত, আমাদের দেশের প্রধানমন্ত্রীরও উদ্বিগ্ন হবার কথা, স্বাভাবিকভাবেই, তাদেরকে বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন জ্ঞানী গুণি মানুষজনদের সঙ্গে কথা বলে, এই বিরাট বিপর্যয় থেকে বার হবার রাস্তা খোঁজার চেষ্টা করা উচিত, কিন্তু সমস্যা হল বিজেপি তো তেমন দলই নয়, জ্যোতি বাবু এক কথায় এই দলটির উদ্দেশ্যে, ঠিকঠাক এক বিশেষণ ব্যবহার করেছিলেন, তিনি বলেছিলেন ‘বর্বর, বর্বরদের দল’। একটা দল যাদের এতটুকু মানবিকতা বোধ নেই, একটা দল যারা হিংসা লাগাতে পারলে, হিন্দু মুসলিম মেরুকরণ ঘটাতে পারলে খুশি হয়, কেবল ভোটের জন্য এরা যা খুশি করতে পারে, কেবল সরকার বানানোর জন্য এরা গোরু ভেড়ার মত এমএলএ কিনে দেখিয়ে দিয়েছে, ঠিক তাই অতিমারীর এই সঙ্কটে যদি ভেবে থাকেন এই সরকার, মোদি – শাহ, বিজেপি নেতৃত্ব দেশ নিয়ে, দেশের মানুষের ওপর নেমে আসা বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন, তাহলে আপনি ভুল ভাবছেন, বিলকুল গলত।

এই বাংলায় চূড়ান্ত হারের পর, বিজেপিকে একটু ছন্নছাড়া মনে হচ্ছিল, হাত থেকে একের পর এক রাজ্য খসে যাচ্ছে, ২০০ আসন পাবো বলার পর, ৭৫টি আসন জুটছে, হিন্দি হার্ট ল্যান্ডে করোনার থাবা তীব্র, লাশ ভাসছে নদীর জলে, নদীর চরে শয়ে শয়ে লাশ, বেনামী লাশ, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, রোজ ফ্রন্ট পেজ ছবি। তাল বুঝে আদালতের সুর একটু অন্য রকম, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে বিরুপ প্রতিক্রিয়া, এদিকে পিকে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসে পড়লেন, ওদিকে আদিত্য যোগীকে বাগে আনা যাচ্ছে না, সব মিলিয়ে বেশ কি জানি কী হয় গোছের মাহোল, ছন্নছাড়া অবস্থা। কিন্তু দলের নাম বিজেপি, নেতার নাম নরেন্দ্রভাই দামোদরদাস মোদি, সাকরেদের নাম অমিত শাহ, পেছনে আরএসএস। খুব দ্রুত এই অবস্থা কাটিয়ে নেবার প্রক্রিয়াও শুরু হয়ে গেলো, না তারা চিন্তিত নয় অতিমারী নিয়ে, তারা অর্থনৈতিক বিপর্যয় নিয়েও চিন্তিত নয়, তারা চিন্তিত আগামী বছর ৫ রাজ্যের চুনাও নিয়ে, বিলক্ষণ জানেন যে ওই পাঁচ রাজ্যের ফলাফল, আগামী সাধারণ লোকসভা নির্বাচন ২০২৪ এর ভবিষ্যৎ নির্ধারণ করবে, উত্তরপ্রদেশে হার মানে ২০২৪ এ ওঁ গঙ্গা, সেটা ওনারা জানেন তাই আপাতত পাখির চোখ হল নির্বাচন, এবং বিজেপি’র চেয়ে ভালো কে জানে যে নির্বাচনে জেতার জন্য লাগে পারসেপশন, ডেভেলপমেন্টের পারসেপশন, উন্নতি আসলে হওয়াটা জরুরি নয়, উন্নতি হচ্ছে, এটা মনে করানোটা হল ওই ইমেজ বিল্ডিংয়ের অংশ, সরকার সত্যি করে কতটা কাজ করলো সেটা জরুরি নয়, সরকার কাজ করছে, এই ধারণাটা প্রতিষ্ঠিত করাই হল লক্ষ্য, তার মানে একটা মেসেজ, একটা খবর মানুষের কাছে পাঠিয়ে দাও, যে খবর বলে দেবে এই যে দেখুন, সরকার কাজ করছে, তার জন্য দুটো জিনিষ দরকার, এক হল, পরিকল্পনা, কোন খবরটা কি ভাবে ছড়ানো যায়, কোন খবর ছড়ালে লাভ হবে, তার পরিকল্পনা। দুই হল, প্রচার যন্ত্র। সে তো আছেই, গদি মিডিয়া আছে, কোনও প্রশ্ন না করেই ছড়িয়ে দেবে রাজার বার্তা, আর আছে বিজেপির আইটি সেল, এবং অবশ্যই আরএসএসের প্রচারক, প্রতিদিন যারা বিষ ছড়ান। লক্ষ্য করে দেখুন, বিজেপির বৈঠক হচ্ছে, প্রায় প্রতিদিন, দিনে দুটো তিনটে বৈঠক, কোথাও সভাপতি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং হাজির, কোথাও অমিত শাহের সঙ্গে এক গুচ্ছ মন্ত্রী, রাজধানী দিল্লি, লক্ষ্ণৌ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, পানাজি, সিমলা বৈঠকের পর বৈঠক। এখন থেকেই মাঠে নেমেছে বিজেপি, লক্ষ্য ২০২২ এ পাঁচ রাজ্যের নির্বাচন। প্রথম নির্দেশ গেছে প্রত্যেক বিজেপি শাসিত রাজ্যে, ডাইরেক্ট বেনিফিসিয়ারি বাড়াও, ইউনিয়ন সরকারের মন্ত্রীদের ফান্ড খরচ করতে বলা হচ্ছে এই পাঁচ রাজ্যে, রাজ্যে আপাতত আইনশৃঙ্খলা বাগে আনতে হবে দ্বিতীয় নির্দেশ, সেই মত প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে। তিন নম্বর নির্দেশ, কোন্দল থামাও, আদিত্য যোগী গত চার বছরে একবারও যাননি তাঁর বাসভবন লাগোয়া কেশব মৌর্যের বাড়ি, চলে গেলেন। গুজরাটে রূপানি বসছেন তাঁর বিরোধীদের সঙ্গে, কর্ণাটকেও তাই। কিন্তু শেষমেষ বিজেপি জানে লড়াই হবে, নরেন্দ্র মোদির ইমেজকে হাতিয়ার করে, তাই সেই ইমেজে পালিশ লাগাও, ইমেজ বিল্ডিং শুরু করো। প্রধানমন্ত্রী এলেন মন কি বাত বলতে, প্রধানমন্ত্রী এলেন টিভির পর্দায়, কী বলছেন? কোভিডের পর উল্লাস ছিল, এখন বুঝেছেন ওসব উল্লাস মানুষ নেবে না, থালা, দিয়ার গল্প শেষ, আগে কি বলা হচ্ছিল? মোদির নেতৃত্বে আমরা অতিমারীকে জয় করেছি, তারপর সেকেন্ড ওয়েভ, মানুষ বুঝে গেছে, তাই ভ্যাক্সিনের গল্প শুরু, আমি ভ্যাক্সিন নিয়েছি, আমার মা ভ্যাক্সিন নিয়েছে, আপনিও ভ্যাক্সিন নিন, মানে ওহে পাবলিক আমি তোমাদেরই একজন। দূরত্ব অনেক বেড়ে গেছে, প্রধানমন্ত্রীর প্রথম মেসেজ আমি তোমাদেরই লোক, যে মেসেজ তিনি ২০১৪ তে দিয়েছিলেন, তারপর ভুলে গিয়েছিলেন, আজ হঠাৎ মনে পড়েছে। এরপরে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক এক রিপোর্টের উল্লেখ করলো, যা নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে, অক্সিজেন অডিট কমিটি, কেন? তৈরি হল কারণ এটা জানতে যে একটা সময়ে হঠাৎ অক্সিজেনের সংকট কেন দেখা দিল? তো সেই কমিটির মাথায় এইমসের কর্তা ডঃ গুলেরিয়া, তিনি একটা ইন্টারিম রিপোর্ট দিয়েছেন, সেটা ফাঁস হল, তাতে বলা হয়েছে দিল্লির সরকার, হঠাৎ কৃত্তিম চাহিদা তৈরি করে বিরাট অক্সিজেন ভান্ডার নিজেদের রাজ্যে নিয়ে যান, যার ফলেই নাকি ১২ টা রাজ্যে এই অক্সিজেন সংকট তৈরি হয়, মানুষ মারা যায়, তার মানে ওই যে ছবি দেখছিলেন, মানুষ রাস্তায়, অক্সিজেন নেই, মারা যাচ্ছে, সে সবের দোষ কারো নয় গো মা, দোষ ওই কেজরিওয়ালের, আপ সরকারের। প্রচার শুরু। ভ্যাক্সিন কেন নেই? প্রধানমন্ত্রী নিজেই জানাচ্ছেন এর আগে নাকি দেশে ভ্যাক্সিন তৈরির সংস্থাই ছিল না, ১৯৪৭ সাল থেকে নাকি এই কাজ হয়নি, ডাহা মিথ্যে, কিন্তু সত্যি হবার আগেই কোটি কোটি মানুষ পেয়ে গেছে এই খবর, মেসেজ পৌঁছে গেছে।  এরপর এল চমক, ২১ শে জুন ৮৬ লক্ষ মানুষকে ভ্যাক্সিন দেওয়া হল, বিশ্ব রেকর্ড, বললেন স্বাস্থ্যমন্ত্রী, হর্ষবর্ধন, প্রতিধ্বনি শোনা গেলো প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ, নানান মন্ত্রী থেকে বিজেপি আইটি সেলে, অর্ণব গোস্বামী তো বসেই ছিল, চিল চিৎকার, কে বললো ভ্যাক্সিনেশন হচ্ছে না? ৮৬ লক্ষ, বিশ্ব রেকর্ড, ছড়িয়ে গেলো সেই বার্তা। দু দিনের মধ্যেই জানা গেলো সত্য, প্রথমত এটা বিশ্ব রেকর্ড নয়, চীন ২ কোটি ভ্যাক্সিন দিয়েছে গড়ে অন্তত দিন দশেক ধরে, দ্বিতীয়ত জানা গেলো এটা ছিল রীতিমত পরিকল্পিত, বিজেপি শাসিত রাজ্যে তার আগে দু তিন দিন ভ্যাক্সিনেশন কমিয়ে দেওয়া হয়েছিল, ২১ জুন হঠাৎ সংখ্যা বাড়ে, তার পর থেকে কমে আবার গড়ে ৩০/৩৫/৩৭ লক্ষ তে এসে দাঁড়িয়েছে, তাহলে হর্ষবর্ধনের ট্যুইট? প্রধানমন্ত্রীর রিট্যুইট? ওই যে ইমেজ বিল্ডিং তারই অঙ্গ, পরে সত্যি বেরিয়ে এল বটে কিন্তু তা জানলো কতজন? লোকে জানলো ভারত একদিনে বিশ্ব রেকর্ড করেছে, ৮৬ লক্ষ্য ভ্যাক্সিনেশন, শুধু তাই নয়, সেদিন বিজেপি শাহিত রাজ্যে হঠাৎ এই বৃদ্ধির সামনে অবিজেপি, কংগ্রেস শাসিত রাজ্যে সংখ্যা স্বাভাবিক ভাবেই কম, তারা তো এই ষড়যন্ত্রে ছিল না, তাদের সংখ্যা এবার তুলে আনা হল, স্মৃতি ইরানি বললেন, এই দেখুন, অবিজেপি রাজ্যের অবস্থা, দেখেছেন? এসব খবর ছড়ানো হচ্ছে, ইমেজ বিল্ডিং হচ্ছে, শায়র আকবর মালিহাবাদী

এক শায়রিতে বলেছিলেন, কাপ প্লেটের শব্দ শোনা যাচ্ছে, খাবার আসছে না, অবস্থাটা ঠিক সেই রকম সরকার কাজ করছে, এই প্রচার চতুর্দিকে, কিন্তু বাস্তবতা তার থেকে বহু দূরে, সরকার, বিজেপি কেবল ইমেজ বিল্ডিং এই ব্যস্ত, এই বিপর্যয়ে মানুষের জন্য নয়, তাঁরা ব্যস্ত ২০২২ এর নির্বাচন নিয়ে, ঠিক যেমন ব্যস্ত ছিলেন এই বাংলার নির্বাচন নিয়ে, যখন দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়ছিল দেশের বুকে। কেবল কাপ প্লেটের শব্দই শোনা যাচ্ছে, আসলে এই সরকার হল এক ফাঁকা কলসি, আর কে না জানে ফাঁকা কলসিতে শব্দ বেশী হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কর্মসূত্রে আমেরিকায় যাওয়ার পথ আরও কঠিন করে তুলছেন মার্কিন প্রেসিডেন্ট
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
‘তুমি বাংলার গর্ব’, রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে দেবকে শুভেচ্ছাবার্তা মমতার, আপ্লুত অভিনেতা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হামলা! ব্যাহত উড়ান পরিষেবা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
দাদাসাহেব ফালকে পাচ্ছেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল, শুভেচ্ছা মোদির
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
৫০ বলে শতরান করার রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধনা
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
‘এরা আইনের ঊর্ধ্বে উঠে গিয়েছেন!’ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
মহালয়ার প্রাক্কালে দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
গত বারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল!
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
পুজোয় ভিলেন বৃষ্টি, মেকআপ লং-লাস্টিং রাখতে দেখুন এই ট্রিকস
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
আদিবাসী কুড়মি সমাজের প্রতিবাদ আন্দোলনে রণক্ষেত্র কোটশিলা স্টেশন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে কুপিয়ে খুন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
সমাজমাধ্যমে AI পোস্ট ঘিরে গুজরাটে সাম্প্রদায়িক উত্তেজনা, আটক ৫০
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেও রেফারি সেই পাইক্রফট!
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
‘রেল নীর’ কমছে ট্রেনের ব্র্যান্ডের পানীয় জলের দাম
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ঝাড়খণ্ডে গ্রেফতার ISIS জঙ্গি!
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team