Placeholder canvas
কলকাতা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Fourth Pillar | বিহার নির্বাচন ২০২৫, বাংলা নির্বাচন ২০২৬
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  পবিত্র ত্রিবেদী
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:২৫:০৭ পিএম
  • / ৫২ বার খবরটি পড়া হয়েছে
  • পবিত্র ত্রিবেদী

অক্টোবর, নভেম্বরে বিহারের নির্বাচন, ওখানে এমনিতেই একটা ফিফটি ফিফটি আবহ তো ছিলই, তার ওপরে এই ওয়াকফ বিল এসে হাজির। বিহারে ১৭ শতাংশ মুসলমান ভোটার, কিসানগঞ্জে ৬৮ শতাংশ, কাটিহার জেলায় ৪৩ শতাংশ, আরারিয়াতে ৪২ শতাংশ, পুর্ণিয়াতে ৩৮ শতাংশ, মধুবনিতে ২৬ শতাংশ, দারভাঙাতে ২৩ শতাংশ, সীতামরি আর দক্ষিণ চম্পারনে ২১ শতাংশ মুসলমান ভোট আছে। আর এই ভোটের এক বিরাট অংশ পায় নীতীশ কুমারের দল জেডিইউ। সেই দলের পাঁচজন সংখ্যালঘু নেতা ইতিমধ্যেই খসে গেছেন, কাজেই সমীকরণ বদলাচ্ছে। ওদিকে আরজেডি নেতা তেজস্বী যাদব ১৫ এপ্রিল নতুন দিল্লিতে কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নিলেন, এটা হল ভোটের আগে হিসেবগুলোকে ঝালিয়ে নেওয়া। অবশ্যই আগামী নির্বাচনে মহাগঠবন্ধনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেটা বললে তো কিছু বলা হয় না। আসলে জেডিইউর দলত্যাগী নেতা, রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি কুমার পারস মহাগঠবন্ধনে আসতে চাইছেন, দলিত পাসিদের ভোটের এক অংশ ওনার কাছে আছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রধান পশুপতি কুমার পারস, ইতিমধ্যেই “তাঁদের প্রতি অন্যায় হয়েছে” ঘোষণা করেই এনডিএ থেকে বেরিয়ে এসেছেন। তিনি ২০১৪ সাল থেকে এনডিএ-র সঙ্গে ছিলেন এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে ছ’টা আসন জিতেছিলেন, কিন্তু তাদের নাকি যথাযথ সম্মান দেওয়া হয়নি। তিনি বলেছেন বিহারের ৩৮টি জেলা ঘুরে তাদের রাজনৈতিক কৌশল ঠিক করবেন এবং ২৪৩টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। এসবের পরেই এটাও জানিয়েই রেখেছেন যে আরজেডি প্রধান লালুপ্রসাদ দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মতো। মানে আসন রফায় আসতে পারলে আরএলজেপি মহাগঠবন্ধনের হয়েই নির্বাচন লড়তে পারে।

নির্বাচনের আগে সবাই বলেন, তেজস্বীও বলেছেন যে বিহারে ইন্ডিয়া ব্লকের সরকার গঠিত হবে। কিন্তু কে মুখ্যমন্ত্রী হবেন? না, সেটা নিয়ে কোনও কথা বলেননি, কিন্তু এটাই সম্ভবত একটা বড়সড় রকমের ভুল। ওদিকে ঘোষিত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে আপাতত বিহারে সবচেয়ে জনপ্রিয় নেতা তেজস্বীকে সামনে রেখে লড়াই হলে কিন্তু মহাগঠবন্ধন খানিক এগিয়েই থাকত। অবশ্য নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও বিজেপির র‍্যাঙ্ক অ্যান্ড ফাইলে কিন্তু মহারাষ্ট্রের কথাই আলোচনা হচ্ছে। নির্বাচনের আগে একনাথ শিন্ডেই মুখ্যমন্ত্রী হবেন বলার পরেও নির্বাচনের শেষে ফলাফল হাতে পাওয়ার পরেই বিজেপি চোখ উলটে দিয়েছিল, শেষমেশ বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হন। আর এই জল্পনাতে খানিকটা পেট্রল ঢেলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি বলেছেন, বিহারের বিজেপি দলের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আসছে বিধানসভা নির্বাচনে দলকে জয়ের পথে নিয়ে যাবেন। এই বক্তব্যে নীতীশ কুমারের নাম না থাকায় এখন থেকেই জেডিইউ কর্মী-নেতারা আর একটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন। এদিকে বিহারের অবস্থা কেমন? বিমারু স্টেট বলে একটা তকমা বিহারের আজকের নয়, সেখান থেকে কি খানিকটা উঠেছে? হ্যাঁ, নীতীশ কুমারের প্রথম দফাতে এই কথা শোনা গিয়েছিল কিন্তু দ্বিতীয় দফা থেকেই বিহার আবার সেই পেছনের সারিতেই দাঁড়িয়ে আছে। কাজেই তেজস্বী যাদব যখন বলেন, বর্তমান সরকার ২০ বছর ধরে ক্ষমতায় থাকলেও এবং প্রধানমন্ত্রী মোদী ১১ বছর ধরে দায়িত্বে থাকলেও বিহার “সৎমায়ের মতো আচরণ” পেয়েছে, তখন সেই কথা বেশ খানিক সমর্থন পায় বইকী। এটা তো ঘটনা যে বিহারে মাথাপিছু আয় সবচেয়ে কম, কৃষকদের আয় সবচেয়ে কম, এবং অভিবাসন বা মাইগ্রেশন সবচেয়ে বেশি। আর এই অনুন্নতিই হাতিয়ার বিরোধীদের কাছে, মহাগঠবন্ধনের রাজ্য জুড়ে একটা ভালো সংগঠন আছে, কংগ্রেস খানিকটা হলেও উজ্জীবিত, বামেরা বিভিন্ন ইস্যুতে মাঠেই আছে, তেজস্বী বিহারের এ প্রান্ত থেকে ও প্রান্তে চক্কর দিচ্ছেন।

আরও পড়ুন: Fourth Pillar | বিজেপির কথা না শুনেই হিন্দু মুসলমান, আমরা একসঙ্গেই থাকব

আর এই নির্বাচনে একটা বড় ইস্যু কিন্তু প্রহিবিশন, চারিধারের রাজ্যে মদ বিক্রি হচ্ছে, বাংলা থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ। আর দ্বীপের মতো এই বিহারে মদ বেচা কেনা খাওয়া নিষেধ, বিরাট রেভিনিউ লস সামলে ল্যাজেগোবরে হচ্ছে সরকার, বেআইনি মদের কারবার আর তাকে ঘিরে নানান অপরাধমূলক কাজ বাড়ছে। তথ্য বলছে বিহারে মদ নিষিদ্ধ আইন গরিবদের ‘মানসিক এবং অর্থনৈতিক শোষণের’ হাতিয়ার হয়ে উঠেছে। আর এই আইন ভঙ্গের জন্য গ্রেফতার হওয়া ৯৯ শতাংশ মানুষ আদিবাসী, দলিত এবং ওবিসি সম্প্রদায়ের, আর মাত্র এক শতাংশ অন্য সম্প্রদায়ের। কিন্তু তাঁরা কি মদ খাচ্ছেন না? খাচ্ছেন কিন্তু ধরা হচ্ছে না, দলিত মানুষজনদের এটাই পারসেপশন। গত ক’ মাসে প্রায় চার লাখ লিটার মদ বাজেয়াপ্ত হলেও, তার মধ্যে দুই লাখ লিটারের বেশি ছিল বিদেশি মদ, যা গরিব মানুষ সাধারণত ব্যবহার বা বিক্রি করে না। সেগুলো নাকি আবার বাজারে চলে যাচ্ছে, পুলিশ প্রশাসনও নাকি এতে যুক্ত হয়ে পড়েছে। তেজস্বী যাদবও দাবি করেছেন, মদ পাচারকারীদের সঙ্গে পুলিশের একটি চক্র রয়েছে, যারা নিষেধাজ্ঞা কার্যকর করার নামে চাঁদাবাজি চালাচ্ছে। এনডিএ-তেও কিছু সমস্যা আছে, এনডিএ-র শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মাঝি বিজেপির উপর চাপ তৈরি করছেন। তাঁর আরও বেশি আসন চাই, ওনারও অভিযোগ বিজেপি নেতৃত্ব সৎমায়ের মতো আচরণের করছেন। সামাল দিতে বিজেপি নেতারা দেখা করেছেন জিতনরাম মাঞ্ঝির সঙ্গে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এই দাবি খারিজ করে বলেন, মাঝি ‘খুব খুশি’ এবং এনডিএ-তে নাকি কোনও সমস্যা নেই। এবারেও বিহারের ভোটে মহিলা ভোট বিরাট গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। তাই মহিলা ভোটারদের উপর ফোকাস বেড়েছে, মহিলারা আগের সবক’টা নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা প্রায় ঐতিহাসিকভাবেই নীতীশ কুমারকে সমর্থন করেছে। কাজেই তাঁর সরকার রেওড়ি বিতরণে নেমে পড়েছে।

বিহারের ২০২৫ সালের বাজেটে মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে। যেমন— সব শহরে পিঙ্ক টয়লেট, পিঙ্ক বাস (মহিলা চালক, কন্ডাক্টর এবং যাত্রীদের জন্য) এবং বিহার রোডওয়েজে চালক, কন্ডাক্টর এবং ডিপো রক্ষণাবেক্ষণ কর্মীদের পদে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের ঘোষণা করেছেন। কাজ করেন এমন মহিলা, মহিলা কনস্টেবলদের জন্য থানার কাছে ভাড়া বাড়ি এবং মহিলা চালকদের জন্য বড় বড় শহরে হোস্টেল তৈরি করার ঘোষণা করা হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে মহিলা ভোটাররা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। ভোটের শতাংশ ৬০ শতাংশের বেশি ছিল মহিলাদের, বিশেষ করে উত্তর বিহারে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটের শতাংশ (৫৯.৯২ শতাংশ) পুরুষদের (৫৫.২৬ শতাংশ) থেকে ৪.৬৬ শতাংশ বেশি ছিল। বিহারে মোট ৭.৬ কোটি ভোটারের মধ্যে ৩.৬ কোটি মহিলা ভোটার। মহিলা ও পুরুষ ভোটারের অনুপাতও কিছুটা বেড়েছে। এই মহিলা ভোটারদের ভোট কোনদিকে যাবে? কত শতাংশ যাবে? সেটা একটা বড় চিন্তা, নীতীশ কুমার সম্ভবত সেই মহিলা সমর্থন আর পাবেন না। কিন্তু তা কি মহাগঠবন্ধনের দিকে যাবে নাকি অন্য কোথাও কারণ এবারে মাঠে অন্য আর এক প্লেয়ার আছে। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (জেএসপি) ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে। তার দল ২৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নাকি দিল্লির আম আদমি পার্টির মতো সব্বাইকে চমকে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে।

প্রশান্ত কিশোর, তিনি গত ৩৫ বছরে নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদবের শাসনের সময়ে বিভিন্ন দুর্নীতি ইত্যাদির কথা বলে নিজের দলের কথা বলছেন আর তাঁর এজেন্ডা উন্নয়ন আর কর্মসংস্থান, যা নাকি শিক্ষিত মানুষজনের নজর কাড়ছে। কিন্তু অনেকেরই ধারণা শেষ পর্যন্ত পিকে হয়ে উঠবেন ভোটকাটুয়া আর জেএসপি বিজেপির ‘বি-টিম’ হয়ে উঠবে যার প্রধান লক্ষ্য হল বিরোধী ভোট ভাগ করা। পিকের দল জেএসপির মূল সমস্যা হল বিহারের চূড়ান্ত জাতপাতের রাজনীতি এবং বিরাট সাংগঠনিক দুর্বলতা। একটি সাম্প্রতিক সমীক্ষাতে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী পদের জন্য তিন নম্বর পছন্দের মুখ্যমন্ত্রী ছিলেন তেজস্বী যাদব (৪১ শতাংশ) এবং নীতীশ কুমার (১৮ শতাংশ) এর পিছনে পিকের ছিল ১৫ শতাংশ সমর্থন। কিন্তু সেই সমীক্ষাই বলছে প্রশান্ত কিশোর ২০২৫-এর বিহার নির্বাচনে সরাসরি জিততে পারবেন না বটে, কিন্তু তিনি একটা হাং অ্যাসেম্বলির পরিস্থিতি তৈরি করতে পারেন আর সেরকম হলে তিনিই হয়ে উঠতে পারেন একজন কিংমেকার। কিন্তু ওয়াকফ বিলের ফলে যদি মুসলমান সংখ্যালঘু ভোটের ৩ শতাংশ জেডিইউর থেকে সরে মহাগঠবন্ধনের দিকে যায়, তাহলে বিজেপি- জেডিইউ জোটের কপালে বিরাট দুঃখ আছে। গতবার বিধানসভায় কান ঘেঁষে জিতে গিয়েছিল বিজেপি-জেডিইউ জোট, এবারে কিন্তু হিসেব বদলে যেতেই পারে। কিন্তু তার সঙ্গে আমাদের রাজ্যের ২০২৬-এর ভোটের সম্পর্ক কী? এক্কেবারে সোজা হিসেবে যদি ২০২৫ বিহারে বিজেপি-জে ডি ইউ বিরাটভাবে জিতে ক্ষমতায় আসে, তাহলে কিন্তু ২০২৬-এর বাংলার ভোটে সেই জয়ের একটা ছাপ তো থাকবেই। যদি খব সামান্য কিছু ভোট আর আসনের ব্যবধানে বিজেপি, জেডিইউ জেতে তাহলে বাংলার লড়াইয়ে বিজেপি বিরাট কিছু করে উঠতে পারবে না, কিন্তু যদি বিজেপি জেডিইউ বিহার নির্বাচনে পরাজিত হয়, তাহলে তার প্রভাব কিন্তু বিরাটভাবেই পড়বে আমাদের রাজ্যের নির্বাচনের উপরে, সেক্ষেত্রে এ রাজ্যে বিজেপি বিরাট ধাক্কা খাবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

Aajke | মাননীয় বিকাশবাবু, মামলা করুন, চাকরি আটকান
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Fourth Pillar | কী মুসলমান, কী খ্রিস্টান, দেশের সংখ্যালঘুরা বিপন্ন
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
‘শিল্পের নতুন গন্তব্য বাংলা’ কী বললেন মমতা?
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ফের রাজ্যে অস্ত্র উদ্ধার
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ছেলেরাও ফুটবলার হবে? ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে কী বললেন মেসি?
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
আমেরিকায় ভিসা বাতিল হওয়া বিদেশি ছাত্র ছাত্রীদের অর্ধেকই ভারতীয়!
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
নেই হেড কোচই, সুপার কাপকে গুরুত্ব দিচ্ছে না মোহনবাগান!
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
সুকান্ত চালে শুভেন্দু কাত
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, মালদায় আশ্রিত ঘরছাড়া পরিবার
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
৩০টিরও বেশি ওষুধ এবার নিষিদ্ধ করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রণ সংস্থা
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ছেলের পরিবর্তে পক্ষাঘাতগ্রস্ত বাবার অস্ত্রোপচার, গাফিলতির অভিযোগ রাজস্থানের কোটায়
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদের দুই থানার আইসি বদল! নতুন আইসি কে জানুন
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ভারতের ২.৯ মিলিয়ন গ্রাহককে বিজ্ঞাপন দেবে না গুগল, জানুন আসল কারণ
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
মালদহে পৌঁছলেন জাতীয় মানবাধিকার কমিশন
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে আগুন!
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team