Placeholder canvas
কলকাতা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
চতুর্থ স্তম্ভ : সীমান্তের দখলদারি 
সম্পাদক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১০:৩০:০৪ পিএম
  • / ৫৩৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

দিল্লি থেকে ডেইলি প্যাসেঞ্জারি করলেন, কেবল মোদি সরকারের মন্ত্রী, বিজেপি সভাপতি নাড্ডা সাহেব, আর এস এস প্রচারকরাই নন, সেই তালিকায় ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ছিলেন স্বয়ং প্রধান সেভক নরেন্দ্র ভাই দামোদরদাস মোদি নিজে, নকড়া ছকড়া রাজ্যের নেতারা তো ছিলেনই, রোজ যোগদান মেলা, আজকে এই উইকেট তো কাল আরেক হনু দল বদল করলেন, টালিগঞ্জে তো রব উঠল, বিজেপিতে গেলেই সিনেমায় মলাট রোল, যারা মাসি, দিদি, চাকর, দারোয়ানের রোল নিয়ে অতৃপ্তিতে ভুগছিলেন, তাঁরা দল দিয়ে চললেন পদ্মবনে, নাট্যকার, কবি, বামপন্থী গায়ক দলে দলে চলিল সমরে, আমরা তো ওরে বাবা দেখ চেয়ে, কত সেনা চলেছে সমরে।

তারপর ফল? পপাত চ, মমাত চ। সেই ইস্তক দলের ইঁট সুরকি খসে খসে পড়ছে, দেওয়াল নড়বড় করছে, আমায় একটু জায়গা দাওনা মা গো, মন্দিরে বসি, গান গাইছে সেই পদ্ম গন্ধে একদা মাতোয়ারা বালখিল্যের দল। মুখের সামনে থেকে গ্রাস কেড়ে নেওয়ায়, ক্রুদ্ধ হায়নার দল ফিরে গেছে দিল্লিতে, সম্মুখ সমরে পরাস্ত, পরাজিত মোদি শাহ এবার কৌশলে বাংলা দখলে নেমেছে, সোজা আঙুলে নয় তো ব্যাঁকা আঙুলই সই, শুনেছি হায়নারা শিকার ধরতে না পারলে তিন চার কিলোমিটার ঘুরে উল্টোদিক থেকে আবার আক্রমণ করে, ন্যাশনাল জিওগ্রাফিক খুলে দেখুন, পাবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা দখল না করতে পেরে, মোদি শাহ এবার অগণতান্ত্রিকভাবে বাংলা দখলে নেমেছেন।

ফরমান, নয়া ফরমান জারি হয়েছে, এই বাংলার আন্তর্জাতিক সীমান্তের ৫০ কিলোমিটার, হ্যাঁ ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত এলাকা থাকবে বি এস এফ এর অধীনে, বি এস এফ এই পুরো অঞ্চলের যাবতীয় পুলিশী ব্যবস্থা, সুরক্ষার দায় নিয়ে যখন খুশি, যেখানে খুশি তল্লাশী চালাতে পারবে, গ্রেপ্তার করতে পারবে, টহলদারি চালাতে পারবে, এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে। কেন? দেশের সুরক্ষা বজায় রাখার জন্য, এ নাকি খুবই জরুরি। আগে বি এস এফ আন্তর্জাতিক সীমান্তের, ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকা, তাদের নিয়ন্ত্রণে রাখতে পারত, এখন ৫০ কিলোমিটার এলাকা থাকবে তাদের দখলে। কলকাতার পর, আমাদের বাংলার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি থাকবে বি এস এফ এর নিয়ন্ত্রণে, আমাদের রাজ্যের কমবেশি এক তৃতীয়াংশ ভূমি, থাকবে বি এস এফ এর নিয়ন্ত্রণে। বি এস এফ এর নিয়ন্ত্রণ মানে? স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণ, মানে অমিত শাহের নিয়ন্ত্রণে, ঘুরপথে দখলদারি।

আপনি শিলিগুড়িতে কোনও দাবিতে মিছিল বার করবেন, সভা করতে চাইছেন, আপনাকে অনুমতি নিতে হবে অমিত শাহের কাছে, বাংলার মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা বুড়ো আঙুল চুষবে, যারা গোহারান হারল, তারা রাজত্ব করবে। আমাদের রাজ্যের নটা জেলা, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদহ, নদিয়া, মুর্শিদাবাদের অধিকাংশ এলাকা চলে যাবে বি এস এফ এর হাতে, উত্তর ২৪ পরগণার দুই তৃতীয়াংশ, দক্ষিণ ২৪ পরগণার এক তৃতীয়াংশ চলে যাবে বি এস এফ এর হাত ঘুরে অমিত শাহের হাতে, তেনার এ রাজ্যের পোষা চামচিকেদের কি আনন্দ, সে এলাকায় গরু পাচারের যাবতীয় ঠেকা তখন তাদের হাতে, সে এলাকা থেকে স্মাগলিংয়ের যাবতীয় কারবারের তখন তারাই মালিক।

আমি বলছি না, বি এস এফ এর কাজের পর্যালোচনায় বলা হয়েছে এই কথা, বলা হয়েছে যে তাদের বাজেয়াপ্ত করা গোরু ইত্যাদি আবার একই পথে ফিরে আসছে, যা এক চক্রের আকার নিয়েছে। আর স্মাগলিং? পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ড্রাগ পাচার ধরা পড়ল গুজরাতের এক বন্দর থেকে, যে এলাকা বি এস এফ এর নিয়ন্ত্রণে। এ নিয়ে আরও কথা আছে, কিন্তু তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এই যে ফতোয়া, তাতে দেশের কোন রাজ্যের সবথেকে বেশি এলাকা বি এস এফ এর কাছে যাবে?   উত্তর, পশ্চিম বঙ্গ। আমাদের আন্তর্জাতিক সীমান্ত ২২১৬.৭ কিলোমিটারের, তার ৫০ কিলোমিটার ভেতর পর্যন্ত যাবে বি এস এফ এর হাতে, প্রায় ২৬ হাজার স্কোয়ার কিলোমিটারে রাজ্যের নির্বাচিত সরকার নয়, নিয়ন্ত্রক ভারত সরকারের স্বরাষ্ট্র দফতর, মাথায় রাখুন আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই এলাকা ২১ টা লোকসভা কন্সটিটুয়েন্সির অন্তর্গত, আর এবারে বাংলা বিজেপির স্লোগান, এবারে চাই ২৫টা আসন। তার প্রস্তুতি চলছে।

পঞ্জাব, রাজস্থান আর অসমেও এইভাবেই সীমান্তের ভেতরে ৫০ কিলোমিটার বি এস এফ এর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত ৪২৫ কিলোমিটার, রাজস্থানে ১১৭০ কিলোমিটার, আর অসমে মাত্র ২৬৭ কিলোমিটার। এই ফতোয়াতে অবশ্য রাজস্থানের ব্যাপারে কোনও কথা বলা নেই, অন্যদিকে আরেক রাজ্য গুজরাটের বিরাট মরু অঞ্চল এতদিন পাকিস্থান বর্ডার থাকার জন্য, ৮০ কিলোমিটার পর্যন্ত বি এস এফ এর নিয়ন্ত্রণে ছিল, তা কমিয়ে ৫০ কিলোমিটার করা হল, দুষ্টু লোকজন বলছে সেখানে প্রধান সেভকের পার্টনার ইন ক্রাইম, আম্বানিরা নাকি বিরাট উইন্ড মিল লাগানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তাই এলাকা কমানো হল, বাংলায় ১৫ ছিল, ৫০ করা হল।

ওসব দুষ্টু লোকেদের অপপ্রচারের কথা থাক, যেটা বলার যে এই সিদ্ধান্ত নেওয়া হল সংসদকে এড়িয়েই শুধু নয়, রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই, এর ফলে কী কী হতে পারে, পদ্ধতিগত সিদ্ধান্তের আদান প্রদান না করেই জমিদার মশাইরা ফতোয়া জারি করলেন। বহুবার আগে বলেছি, আর এস এস বিজেপি দেশের যুক্তরাষ্ট্রিয় কাঠামোর ধার ধারে না, তাদের মাথায় আছে এক রাষ্ট্র, এক দল, এক সরকার, এক ভাষা এক সংস্কৃতি, যে কোনও মুল্যে তারা সেটাকেই মানুষের ওপর চাপাতে চায়, দেশের ভিন্ন সংস্কৃতি, ধর্ম, খাদ্যাভ্যাস, ভাষার প্রতি তাদের কোনও সহানুভূতি নেই, এক বর্বর মিলিটারি রেজিম তাদের কাম্য, তাদের আদর্শ নাৎসিবাদ, তাদের আদর্শ হিন্দুরাষ্ট্রের মধ্যেই আছে, যেখানে নির্বাচিত সরকার নয়, রাজা আছে। আমাদের সংবিধান প্রণেতারা বহু আগেই এসব নিয়ে দীর্ঘ আলোচনার পর তাঁদের সিদ্ধান্ত লিপিবদ্ধ করেছেন, সেটাই আমাদের সংবিধান, সেখানে ফেডারেল গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্র সরকারের ক্ষমতা লিপিবদ্ধ করা আছে, একই সঙ্গে লেখা আছে অঙ্গ রাজ্যের অধিকারের কথা, আর লেখা আছে সেই সব বিষয় যা নাকি যুক্তরাষ্ট্র সরকার, অঙ্গরাজ্য সরকার যৌথভাবে বিবেচনা করবে। সেখানে বলা আছে দেশের সুরক্ষা, দেশের অর্থ, ব্যাঙ্কিং, বৈদেশিক সম্পর্ক ইত্যাদির বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের সরকার, যাকে আমরা সচরাচর কেন্দ্রীয় সরকার বলে থাকি, অন্যদিকে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ, পুলিশি ব্যবস্থা, আইন শৃঙ্খলা থাকবে রাজ্য সরকারের ওপর। কিন্তু তাকিয়ে দেখুন, এমন কি সাধারণ শিক্ষা ব্যবস্থাও নিজের হাতে নিতে চাইছে এই মোদি সরকার, স্বাস্থ? ভ্যাক্সিন নিয়েছেন? আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের ভ্যাক্সিন দেওয়ার পর, তাকে বিনামুল্যে ভ্যাক্সিন দিচ্ছি, কেবল এটা বলাই নয়, আপনার ভ্যাক্সিন সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর সহাস্য ছবি, এন্টায়ার পলিটিকাল সায়েন্স পড়া মোদিজীর জানাই নেই যে স্বাস্থ, রাজ্য সরকারের বিষয়, ওনার নয়।
আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, বেশ কিছুদিন আগেই এন আই এ তৈরি হয়েছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, আগে দিল্লি পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে হলে, আপনার স্থানীয় থানায় আসতেন, তাদের কাগজপত্র দেখিয়ে, তাদের সাহায্য নিয়ে গ্রেপ্তার করতেন, সেসব পাট চুকিয়ে দেওয়া হল, এখন নয়া এজেন্সি, মাঝরাতে তারা দরজা ভেঙে ঢুকে কোনও কাগজ না দেখিয়ে আপনাকে গ্রেফতার করতে পারে, আর জেলে পুরে রাখতে তো পারেই, এই আইন এখন তাদের হাতে, মানে আইন শৃঙ্খলা রাজ্যের হাতে নয়, সেটাও দিল্লি থেকে দেখবে আর এস এস বিজেপি সরকার। এখন সেই স্বরাষ্ট্র দপ্তরের হাতে চলে গেল, অমিত শাহের হাতে চলে গ্যালো, আমার বাংলার এক তৃতীয়াংশ ভূমি। সেখানে তাদের তান্ডব নাচন দেখার জন্য প্রস্তুত থাকুন, এবার নিশীথ প্রামাণিক চাইলে সেই এলাকার যে কোনও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলতেই পারে, অভিযোগ সোজা, অভিযোগ চোরাচালান, কোনও প্রতিবাদী মানুষকে ধরে গুলি করে সীমান্তে তারকাঁটা বেড়ায় ঝুলিয়ে দেওয়া হতেই পারে, তারপর সেই লাশ ঝুলবে ফেলানী খাতুনের মত।

শীতের এক সকালে, ১৫ বছরের ফেলানী খাতুনের দেহ ঝুলছিল তারকাঁটা বেড়ার ওপরে, হাতে কী ছিল? এ কে ৪৭? সে কি গাড়ি চালিয়ে পিষে মেরেছিল আমার দেশের অন্নদাতাদের? সে কি আমাদের দেশের ব্যাঙ্কের লক্ষ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল? ছেঁড়া পুরনো জামা পরা, অভুক্ত ফেলানীর দেহ ঝুলছিল তারাকাঁটার বেড়ায়, তার দেহে ছিল বি এস এফ এর দেওয়া বুলেট, হাসপাতালেও নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত, নিয়ে যাওয়া হয় নি, শীতের সেই দীর্ঘ রাত সে উপুড় হয়ে দেখেছিল আকাশ, আহা মাঠের পাকা ধান তখন সবে এসেছে খামারে, সে ধানের সুঘ্রাণ নিতে নিতে মরে গেল ফেলানী, জানলোও না তার দোষ কী?  জন্মইস্তক সে হয়তো এই ভূমিতেই অন্ন সংস্থানের জন্য আসত, এরকম অনেক অনেক ফেলানীর কাহিনী আছে বি এস এফ কীর্তিকলাপে, ইতিহাসে। মাত্র তিন দিন আগেই তাদের গুলিতেই মারা গেছেন তিন জন, বিচারের প্রশ্নই ওঠে না, কেবল বিদেশী বলে দিলেই সাত খুন মাফ, যে বিদেশী মারার লাইসেন্স আছে অমিত শাহের কাছে।

এই ফতোয়া আমরা মানবো না, বাংলার বাম ছাত্র যুবরা মাঠে নামবেন, রাজ্যের শাসক দল মাঠে নামবেন, প্রতিটা বাঙালি রাস্তায় নেমে এই ফতোয়ার বিরোধিতা করবে, তা যদি না হয়?
তা যদি না হয়, বুঝব তুমিতো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

কেমন যাবে এপ্রিল মাসের এই সপ্তাহ
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
জঘন্য ফুটবল, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
২০২৬ বিশ্বকাপ খেলবেন? বড় ঘোষণা মেসির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সোমবার এসএসসি ভবনের সামনে ধরনায় বসবেন চাকরিহারারা
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
অলৌকিক! মন্দির উদ্বোধনের আগেই দিঘায় ভেসে এল জগ্ননাথ মূর্তি
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
পাকিস্তানে আক্রান্ত হিন্দু মন্ত্রী, নিন্দা শেহবাজ শরিফের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
‘রাম-বাম’ তত্ত্বে বামেদের ব্রিগেড সমাবেশকে খোঁচা কুণাল ঘোষের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
নতুন করে অশান্তির খবর নেই, এখনও পর্যন্ত গ্রেফতার ২৮৯ : জঙ্গিপুর পুলিশ সুপার
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
খেলা হবের পাল্টা ‘নেমে খেলার ডাক’ সেলিমের
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা, ব্রিগেডে কী বললেন সেলিম?
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রিগেড থেকে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অনাদি সাহুর
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দার্জিলিং-এ বিকল্প রাস্তা চাইছে মোর্চা, কেন্দ্রকে চিঠি রোশন গিরির
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ভুল বোঝাবুঝি থেকে মারাত্মক ঘটনা ভাবতে পারছে না বিহারের বেতিয়ার পুলিশ লাইন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আজই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারে লিভারপুল!
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন রাহুল
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team