কলকাতা টিভি ওয়েব ডেস্ক : নিম্নচাপের জের। জেলায় জেলায় বৃষ্টি। তার মধ্যেই চলল করোনা টিকা কর্মসূচি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভেবে অন্য ব্যবস্থাপনা করল প্রশাসন। ২৩০ জন গ্রামবাসীকে দেওয়া হল করোনা টিকা।
বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে জল জমেছে। দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল জমা জলে একরত্তি শিশুর হাড়িতে করে ভ্যাকসিন নেওয়ার ছবি। এবার খানিক একই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের গড় ময়না স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে জল জমে রয়েছে। অথচ শিওরে রয়েছে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনই একমাত্র ভরসা। কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে জল জমে রয়েছে। জমা জলে কীভাবে নেওয়া যাবে ভ্যাকসিন? সেই বিষয় নিয়েই যখন দ্বন্দ্ব চলছে সাধারণ মানুষের মনে। তখন বিকল্প ব্যবস্থা নিল প্রশাসন।
স্বাস্থ্য কেন্দ্রে জল। কবে জল নামবে সেই বিষয়ে কেউ নিশ্চিত নয়। সেখানে অনির্দিষ্টকালের জন্য টিকাকরণ বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তাই বিকল্প ব্যবস্থা করল প্রশাসন। টিকাকরণ বন্ধ না করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হল গ্রামেরই এক ব্যক্তির বাড়িতে। সেই বাড়ির আশেপাশে জল জমা নেই। গ্রামের সকলেরও ওই বাড়িতে আসার সুবিধা। সেই কারণে ওই বাড়িতেই ভ্যাকসিনের ব্যবস্থা করল প্রশাসন। এলেন স্বাস্থ্যকর্মীরা। এলেন গ্রামবাসীরাও। লাইনে দাড়িয়ে থাকলেন তাঁরা। দেওয়া হল ভ্যাকসিন।
আরও পড়ুন – জলমগ্ন গ্রাম, হাঁড়ির মধ্যে শুয়ে পোলিও টিকা নিল একরত্তি
গ্রামের বাড়িতেই চলছে ভ্যাকসিন
এহেন ব্যবস্থায় স্বাভাবিক ভাবেই খুশি গ্রামের সকলে। যেখানে লাইনে দাড়িয়েই ভ্যাকসিন পাওয়ায় যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় সেখানে প্রশাসনের সিদ্ধান্তে নজির গড়েছে গড় ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্র। একই দিনে ভ্যাকসিন দেওয়া হয়েছে ২৩০ জনকে।