অক্সফোর্ড পাড়ি দিতে চলেছেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। বিশ্ব সাহিত্য নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ পেয়েছেন তিনি। চলতি বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরের শুরুতে অক্সফোর্ড এর উদ্দেশ্যে রওনা দেবেন পরিচালক কৌশিক গাঙ্গুলীর পুত্র উজান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উজান সে-খবর নিজেই জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি সে খবর পেয়েছিলেন কিন্তু পরিবারের সকলে কোভিড আক্রান্ত হওয়ায় সেই সুখবর জানানোর অবকাশ পাননি উজান।
পরিচালিত রসগোল্লা ছবির নায়ক উজান জানালেন খুব স্বাভাবিক কারণেই মা-বাবার মন খুব খারাপ। আমি বাইরে চলে যাব বলে মাঝেমাঝেই তারা দুঃখ প্রকাশ করে ফেলছে। অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী উজানের মা। বাবা কিংবা মায়ের পরিচয় নয়, নিজের কাজের মাধ্যমেই উজান নিজেকে চিনিয়ে দিয়েছে। বাবা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় তার অভিনীত ছবি ‘লক্ষী ছেলে’ মুক্তির অপেক্ষায়। বিদেশ চলে যাওয়া মানে কি উজানের চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া! উজানের কথায়, এটা তো আর চলচ্চিত্র জগতের সঙ্গে কোন ব্রেকআপ নয়। এই জগতের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শুধু বাবা-মা’ই কারণ নয়। চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছে উজান। সাহিত্য এবং চলচ্চিত্র-অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সাহিত্য নিয়েই অক্সফোর্ডে পড়তে চলেছেন উজান। তবে সেখানে গিয়েও তিনি অভিনয়ের সুযোগ করবেন বলে জানালেন। তাছাড়া এখানে ফিরে ফিল্ম জগতের সঙ্গেই যুক্ত হবেন উজান।