করোনা সংক্রমণের জেরে এখনও জারি কড়া বিধি নিষেধ। কিন্তু তার মাঝেও বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে। যেমন শপিংমল খোলা যাবে নির্দিষ্ট সময় সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এমনটাই ঘোষণা করা হয়েছিল নবান্ন থেকে। সেই মতোই নির্দিষ্ট সংখ্যক স্টল নিয়ে খোলা হল শপিং মল। যার মধ্যে রয়েছে অ্যাক্রোপলিস মল, সাউথ সিটি মল, কোয়েস্ট মল, লেক মল।
আরও পড়ুন শপিংমলের বিধি নিষেধ পরিদর্শনে পুলিশ
দীর্ঘ ৪৫ দিন পর শপিং মল খোলা পেয়ে অনেকেই খুশি। ফলে মল চত্বরে দেখা যাচ্ছে অনেককেই। কেউ এসেছেন তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে । কেউবা আবার এসেছেন জামাইষষ্ঠীর বিশেষ উপহার কিনতে। ফলে সব মিলিয়ে কিছুটা স্বস্তিতে এখন মল কর্তৃপক্ষ। এ বিষয়ে তাঁরা জানিয়েছেন, করোনা আবহে সরকারি গাইডলাইন মেনেই খোলা হয়েছে শপিংমল। এরই মধ্যে সব শপিং মলেই শুরু হয়েছে ভ্যকাসিনেশনের কাজ। রয়েছে মাস্ক, স্যানিটাইজেশানের ব্যবস্থাও। পাশাপাশি জানান যে সকল কর্মচারীরই ভ্যকাসিনেশন পর্ব শেষ হয়েছে।
আরও পড়ুন বাড়ল কোভিডের বিধিনিষেধের মেয়াদ
সুতরাং সব রকম সাবধানতা মেনেই খোলা হয়েছে শপিং মল। দীর্ঘ বিধিনিষেধের পর অবশেষে মল খোলায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। অনেকেরই অনেক কিছু কেনার ছিল যেগুলো বিধিনিষেধের জেরে বাকি পড়েছিল। সেগুলো কিনতে পাওয়ার সুযোগ মেলায় অনেকেই খুশি।