হলদিয়া: বেশ কয়েকদিন ধরে বৃষ্টি জমা জলে নাজেহাল হলদিয়ার সাধারণ মানুষ। অথচ সাধারণ মানুষের দুর্দিনে পাশে ছিলেন না বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। বৃহস্পতিবার এলাকায় যেতেই পড়তে হল বিক্ষোভের মুখে।
ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভার ২৪ এবং ২৫ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে আসেন বিধায়ক তাপসী মণ্ডল। এলাকায় ঢুকতেই তাঁকে এবং বিজেপি কর্মী সমর্থকদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত ঢুকতে চাইলে তাঁকে ঠেলাঠেলি করে তাড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- ঘাটালে আবার বৃষ্টি, নতুন করে দুর্যোগের আশঙ্কা
স্থানীয়দের অভিযোগ, ভোট দিয়ে ওনাকে বিধায়ক করেছি আমরা। তাঁর দেখা ছিল না এতদিন। দেখা মেলেনি বিজেপির কোন নেতৃত্বদেরও ।
এই বিষয়ে বিধায়ক তাপসী মন্ডল জানিয়েছেন, তৃণমূল পরিকল্পিতভাবে এমন করছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বর্তমান পরিস্থিতে মানুষের পাশে না থাকায় স্থানীয় মানুষরা ক্ষুব্ধ হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন- নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে শতাধিক নেতা-কর্মী
হলদিয়া পৌরসভার চেয়ারম্যান বোর্ড অফ কাউন্সিল তথা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আজগর আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকাবাসীর পাশের সর্বক্ষণ রয়েছেন। এলাকার বিধায়ক এলাকায় না আসার ফলেই মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন।